নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের শ্লোক

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১




১।
সেই নামের আদ্যাক্ষরে নমিত জলদিঘি- পাথরে পাথরে যার সজল শ্বাস- কান্না আজ পরাগের ম্লান আয়ন- খড়িমাটি তাই শ্লোক-

২।
শুরুটা তোমাকে দিয়ে শেষটা আমি নিলাম,
এখানে দুঃখ নিয়ে কোন কথা বলা যাবে না-
কালান্তরে এটাই মানবিক এবং পৃথুলা;
ভোগব্যাধি আমার জন্য অচেনা প্যাডলক
দেখি চিলের পালক আমাকে কতটা বিভ্রমে নিয়ে যায়!

তুমি জানালার কপাটে প্রার্থনা রেখে অন্ধকার মেনে নিও শুধু!

৩।
আমার আকাশ আর পাথরের বালি-ধুলো বেশবাস-কফিনের সহজাত ভেবে
মাটির নিদ্রা ভালবেসে-মাটিতে করি শয়ন- আর
ভেবে নিই অলক্ষ্যে্র মহারাজা গগলস চোখে, তাকিয়ে- বিরক্ত আবার কৌতূহলে আশাময়
যেন জগত আর লয়ের মাঝখানে প্রতিভূ এক পর্দায় মানুষের সব আহাজারির সমান্তরাল
বেদনা তার চাদরে- দয়ার অর্ঘ্যে।

আমি ঘুমিয়ে পড়ি অতঃপর।

৪।
তোমাকে দেওয়া শব্দমালা
*
তারপর একদা সবাই টুপ করে হারায়- মেঘের অরণ্যে অথবা নীলাভ জলকণায়
আর পড়ে থাকা এই শব্দমালা শুধু কাঁদে একা হওয়া মধ্যরাতে--.
*
চল, বাতিল হওয়া মাঝরাতে সরবরে ভিজি চুমুকের মতো নেশায়-
লিখে ফেলি আশায় অপরাহ্ণে বসে থাকা বকের পালকে হালকা বাদামি শব্দমালার দৈর্ঘ্য-

৫।
তুমি কেন টোল ফেলা গালে মাঝরাতে নভঃশুন্যে বাজাও আনত বাঁশি-
পারাপারের ডিঙি সুস্থির জলে অলস বিহঙ্গ যেন, শুধু আমাকেই বলে
চলো রাতদিন একাকার করে, যারা বেচে আছে ফোয়ারার মতো
তাদের ঘুম কেড়ে নিয়ে, খুঁজে দেখি
কোন টোল ফেলা সুকন্যা কুমুদ ভোরে এই আলোয় অপেক্ষিত!

৬।
মানুষের কোলাহল থেমে গেলে, বৃষ্টি নামে অত:পর
বর্ষার একাকিত্ব ভাগ করে নির্জনতা আর
কেউ কেউ যারা অভাগা- গতিহীন, মানচিত্রের বাইরের ভূখন্ড বিশেষে
পৌষের গন্ধ শুষে জলরঙা পৃথিবীর অন্যভাগে থমকায়, ভাবে
বৃষ্টি আর শৈতপ্রবাহে কেন মানুষের অনিহা;
ভালোবাসা খেলে গেলে বিষ্মিত তারকায় যে দাগ লেগে রয় তারি নাম
কি বিচ্ছেদ!

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১২

জনম দাসী বলেছেন: ....................................।।

এখন শীতের রাতে অনুপম ত্রিবেদীর মুখ জেগে থাকে।
যদিও সে নেই আজ পৃথিবীর বড় গোল পেটের ভিতরে
সশরীরে; টেবিলের অন্ধকারে তবু এই শীতের স্তব্ধতা
এক পৃথিবীর মৃত জীবিতের ভিড়ে সেই স্মরণীয় কথা
হৃদয়ে জাগায়ে যায়, হায়;

জীবনবাবুর কবিতার কটা লাইন, যেহেতু আপনি সোনালী ডানার চিল।


ভালো থাকুন কবি সব সময়। দোয়া সর্বক্ষন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে দারুন মন্তব্যের জন্য।
শুভকামনা রইল। ভাল থাকুন সবসময়-

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৯

জনম দাসী বলেছেন: ওহঃ বলতে ভুলে গেছি, আপনার কবিতা সব সময়......কি বলবো, আসলে.........


অনেক ভাল লাগা রয়ে গেল।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আবারও-

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৩

তার আর পর নেই… বলেছেন: জানালার কপাটে প্রার্থনা রেখে অন্ধকার মেনে নিও শুধু …দুই চার পাঁচ ছয় খুব ভাল লেগেছে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

সুমন কর বলেছেন: ৬, ৫ ও ৪ বেশী ভালো লাগল। বাকিগুলোও...

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: গভীর দাগকাটা একটি কবিতা

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ভাল লেগেছে :)

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

আহসানের ব্লগ বলেছেন: সত্যি । অসাধারণ ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ।


+

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: একেকটা অনবদ্য কবিতা হয়ে গেল।সবকটি খুব ভালো লাগল
+++

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩২

বলেছেন: খুব ভাল লেগেছে। :)

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

বৃতি বলেছেন: নিভৃতচারী কবি "সোনালী ডানার চিল" এর কবিতা বেশ পছন্দ করি :) ভালো লেগেছে ফেসবুকের শ্লোক

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। উপমাগুলো ভাল লেগেছে ভীষণ। নিরন্তর ভাল থাকা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.