নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
১।
তুমি কি করো এই রাতে-
যাকে মাঝরাত বলা যায়;
যখন মানুষ আর শরির কিছুটা নি:শ্বাস ফেলে আয়োজন করে বিশ্রামের-
তুমি চুপি চুপি এই মাঝলায় কোন আবহে পুড়াচ্ছো চোখের আকাশ!
আকাশের আকাশ থাকে- আকাশেরও আছে সাত স্তরের আসমান-
তোমার দৃষ্টি কোথায় পোড়াবে আজ!
কতটা দুরত্বে তোমার নক্ষত্রবিতান-
যখন মানুষ হয় নিহারিকা আর মানুষের শরীরে ভর করে উল্কার ফনা-
শব্দেরও বিপুল অগ্রহায়ণে নি:শব্দ খেলা করে অদ্ভুত আবহে-
তোমার পরিনত ঘুম আজ নিহারিকা হোক, উল্কার বাতাসে জারজ পৃথিবী-
নিরবছিন্ন আত্মার ঋণ ক্ষণিক কামনায় ঘুমেরও অধিক নি:শ্বাসে চুরি হোক বিভিন্ন মেঘে;
আমার সময় শুধু তোমার বালিশে রাখবো আজ।
২।
আমি আকাশ পাতাল ভাবছি বসে- অশান্ত বৈরাগ্যে
আমার ভাবনা-ছড়ি ঘুরিয়ে আমি বিষণ্ণ নৈরাশ্যে
দেখি, তুমি শুধু নেই
তোমার ছায়া অগোচরে একটু ছুঁয়ে দেই-
৩।
কারো কারো প্রতিউত্তর যেমন তোমাকে দিতে হয় নিয়ম করে-
আমার উত্তর তেমন নিয়মিত তুমি এড়িয়ে যাও, এটাই নিয়ম যেন-
আমি বলিনা অনিয়মিত তোমার উত্তরের আশা কতটা ভয়ানক আর সংবেদনশীল
পাছে তুমি জেনে যাও ঋদ্ধতা আমার- মনের মানবিক জড়তার বিষণ্ণতম রূপ যা
আশারও ব্যাপক জলাভূমে- কাল্পনিক চাষাবাদে;
তোমার উত্তরের মেরু আমার জন্য প্রবল ঝড় যেন- ব্যথা যেন মনোনীত।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
এতরাতে আপনি পড়বেন এবং মন্তব্য করবেন ভাবিনি।
একটা সময় রাতজেগে ব্লগিং করার মজা ছিল, সময়টা ফেরানো দরকার-
আপনাকে আবারো ধন্যবাদ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১
জনম দাসী বলেছেন: কি হইলো চা দেন না ক্যান? চা খাইলে আর আবার ভালো ঘুম হয় যে কবি। মিউ মিউ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪
জনম দাসী বলেছেন: লগে একটা করনেলিয়া আইসক্রিম দিয়েন। .........
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
হানিফ রাশেদীন বলেছেন: ৩ নং অসাধারণ। অনেক ভালো লেগেছে। কবিতাটি এমন যে, আমাদের ভাবনায় ফেলে দেয়। আমাদের ভাবিত করে ‘তোমার’ উত্তরের মেরু, যা আমার জন্য প্রবল ঝড়; তোমার উত্তরের মেরু আমার দুনিয়ায় প্রবল ঝড় হয়ে আসে। এ ঝড় যেন আবার মনোনীত। ‘তুমি’ ফুলের ঘ্রাণ না হয়ে ঝড় হয়ে এলেও, প্রেমিকের কাছে ‘তুমি’ তো সর্বদা মনোনীত। প্রেমের এই তো নীতি।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৮
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
আপনার বিদগ্ধ মন্তব্যে সুখিত হলাম।
মধ্যরাতের নির্জলা শুভেচ্ছা!
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১১
আরণ্যক রাখাল বলেছেন: তিনটি কবিতাই অসাধারণ!
প্রথমটাই সবচেয়ে ভাল।
তুমি কি করো এই রাতে-
যাকে মাঝরাত বলা যায়;
যখন মানুষ আর শরির কিছুটা নি:শ্বাস ফেলে আয়োজন করে বিশ্রামের-
তুমি চুপি চুপি এই মাঝলায় কোন আবহে পুড়াচ্ছো চোখের আকাশ!
অসাধারণ!
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
কল্লোল পথিক বলেছেন: আমি আকাশ পাতাল ভাবছি বসে- অশান্ত বৈরাগ্যে
আমার ভাবনা-ছড়ি ঘুরিয়ে আমি বিষণ্ণ নৈরাশ্যে
দেখি, তুমি শুধু নেই
তোমার ছায়া অগোচরে একটু ছুঁয়ে দেই-
বাহ!চমৎকার।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: ১ আর ২ নাম্বার অংশটা ভালো লেগেছে বেশি। ১ নাম্বারে -- শরীর, পোড়াচ্ছে চোখের আকাশ -- বানানটা ঠিক করে নিলে ভালো হবে।
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বুঝলাম না কি সব অহেতুক মিউ মিউ শুরু করে আরেকজনের পোস্টে গিয়ে। সব পোস্ট এ গিয়ে ফান। আর এই এক ট্রেন্ড সবার আগে কমেন্ট করবে দেখে চা, কফি কত কিছুর আবদার। বিরক্তিকর এসব।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
সুমন কর বলেছেন: আমি বলিনা অনিয়মিত তোমার উত্তরের আশা কতটা ভয়ানক আর সংবেদনশীল
পাছে তুমি জেনে যাও ঋদ্ধতা আমার- মনের মানবিক জড়তার বিষণ্ণতম রূপ যা
আশারও ব্যাপক জলাভূমে- কাল্পনিক চাষাবাদে;
প্রতিটি চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো, কবি।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: অসাধারণ লেখা!!
যেমন শিরোণাম তেমন শব্দচয়ণ।
++
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি'রে ব্যান করা হোক। ডিস্টার্বিং এলিমেন্ট।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: তিনটেই অসাধারণ। +
হামাভাইয়ের সাথে একমত।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: তিনটাই ভাল লেগেছে । নামটাও খুব ভিন্নরকম তবে সুন্দর ।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১২
জনম দাসী বলেছেন: কবি ;; আমি__' এই জনম ভর দাসী বান্দিটা, আপনার কাছে চা আর সেই প্রিয় করনেলিয়া আইসক্রিম চেয়ে যদি কোন অপরাধ করে থাকি, তো দয়া করে ক্ষমা করে দিবেন ;;; আপনার পায়ে মাথা টুকে ক্ষমা চাইছি... ক্ষমা করুন আমার জীবনবাবুর
''সোনালী ডানার চিল'' ক্ষমা করুন, ক্ষমা করুন কবি;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
আমি বেহায়া, সত্যি বড় নির্লজ্জ বান্দি, বুঝতে পারিনি আপনার কাছে চা আবদারের জন্য, এতোটা নাজেহাল হতে হবে।
আবারো ক্ষমা চাইছি কবিবাবু, ক্ষমা করবেন এই দাসী বান্দিটা কে ;;;
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
এরিস বলেছেন: !!!!!
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
খোলা হাওয়া বলেছেন: সুন্দর কবিতা। শুভেচ্ছা রইলো কবি
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
অগ্নি কল্লোল বলেছেন: কি চমৎকার তিনটা ললিপপ।খেয়ে মজা পাইলাম।
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: কবিতার মূল ভাবটাকেে আরেকটু শানিত করা যেত।ছন্দটাকে আরও..............।
তবু অনেক ভাল লেগেছে।
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
মিহির মিহির বলেছেন: খুব সুন্দর কবিতা।
খুবই ভালো লাগলো।
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬
অতঃপর হৃদয় বলেছেন: দুটো অনেক ভালো লাগছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
জনম দাসী বলেছেন: ফাস্টো হইছি চা টা কিছু দেন...