নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

গদ্যের আকাংখা-১

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

বহুদিন পর ফেসবুকে তোমার ছবি দেখলাম, সত্যি বলতে কি তোমার নাম আর ছবি দেখে আমি কিন্তু চিনতে পারি নি; পরিচয়সূত্র আর কিছুটা আমার ধারনা তোমাকে আমায় চিনিয়ে দিল।
সেসময় তুমি শুধু ডাক নামেই পরিচিত ছিলে আমার কাছে, অথচ তোমার পূর্ণ নামটাই জানার কোন বাসনা কিংবা প্রয়োজন ছিল না তখন যখন ভালোবাসা এসে দাঁড়িয়েছিল চৌকাঠে-
জীবন আর প্রেমের শুরুটা কিন্তু এমনই অগোছালো আর অপ্রত্যাশিত; আমরা জানিনা তবুও আমরা জন্মাই, আমরা ভাবিনা তবুও প্রেমে পড়ি, আমরা আরাধনা করিনা অথচ অদৃশ্যলোকে ক্রমশ: শুরু হয় নিয়তিযাত্রা।

তখন বিকেলগুলো গোধূলী নামে পরিচিত ছিল আমার কাছে, পাঠ্যবই-এ পড়েছিলাম গোধূলী খুব ক্ষণিক একটা সময়; আমি তার প্রমাণ পেয়েছিলাম তোমাকে দেখবার ক্ষণজন্মা বিকেলগুলোয়।

কখনও কি কথা হয়েছে আমাদের!
তুমি কি কখনও পরিপূর্ণ দৃষ্টিমেলে দেখেছ একবারও আমার কৌশরীক অবায়ব!
আমাকে কি চিনতে তুমি আসলেই!

আমি কিন্তু শুধু প্রেমে পড়তে হয় তাই অজান্তে তোমার এলোমেলো কুন্তলপাশে অকারনে স্পর্শ রেখে যেতাম; হয়ত তাই-ই তোমার চুলের শিশির, ভোর না হওয়া আবছালোকের কুয়াশা! প্রতিটি সন্ধ্যা আর সকাল, মানুষের আশার মতো মানবিক অপেক্ষা আমাকে বিদ্যুৎ আর বজ্রের ছলাকলা শিখাতো- অথচ আমার কিছুই করার ছিল না, তোমাকে একনজর আডচোখে দেখা ছাড়া। শুদ্ধ জীবনের শুরু আমাকে অপাপ এক কিশোর রেখেছিল শুধু, প্রত্যাশা আর বিপিনণ কখনও স্বপ্ন দেখাতো ক'টা চোখের মায়াবী বিভ্রম আমার হাতে হাত রেখে শুধু বলছে: আমৃত্যু উচ্চতাহীন মখমল সময় হবে একান্ত আমাদের!

আহা! অথচ তুমি জানো নি কিছুই; হয়ত তোমার চোখে তখন অন্যঘোর- পৃথুলা এক সবুজরাজ্যে তুমি কিছুটা পিংক আর রুপালী ফ্রকে কিশোরী উত্তাপ ধরে সময়মেহনে আকছো জীবনচ্ছবি!

আজ তোমার পরিপূর্ন ছবিটি দেখে আমি তোমার চশমার গভীরে সেই চোখ খোঁজার ব্যর্থ চেষ্টা করতে করতে পাশে বসা দীর্ঘাঙ্গী স্বর্ণকেশীর ফরাসি পারফিউমে বিবশ রইলাম।

আচ্ছা, ভালোবাসা কি উত্তাপ, আকাংখা নাকি অপেক্ষার আচানক ফাঁদ! আমি উত্তর খুঁজি না আর এখন।।

মন্তব্য ২৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্বাগতম। অনেক দিন পর ফিরলেন!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ কাভা-
খুব ভালো লাগছে আবার ব্লগে লিখতে পেরে- শুভেচ্ছা সবাইকে

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

নেক্সাস বলেছেন: ওয়েলকাম ব্যাক কবি। লেখায় মুগ্ধতা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি-
আশা করি নিয়মিত কথাবলাকলাকৌশল আমাদের পরস্পর মুগ্ধ রাখবে

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

অবনি মণি বলেছেন: সুন্দর !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ আপনাকে!

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার লেখা পড়লাম। কেমন আছেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সোনালী ডানার চিল বলেছেন: এই তো বেশ আছি; পাঠে কৃতজ্ঞতা-
আশা করি নিয়মিত কথা হবে আবার!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

ক্লে ডল বলেছেন: মুগ্ধপাঠ! ভাল লাগার আবেশ ছড়িয়ে গেল মনে!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল!

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখাটি নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে। কিন্তু দুঃখিত, কিছু বানানে ভুল দেখছি। সময় করে ঠিক করে নিতে পারেন।

ক্রমশঃ < ক্রমশ
গোধূলী < গোধূলি
আডচোখে < আড়চোখে
আকছো < আকঁছো
আকাংখা < আকাঙ্ক্ষা


২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সবসময়-

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৪

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার গদ্য!! (+)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা রইল-

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

মাদিহা মৌ বলেছেন: সুন্দর …

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ -

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: কাব্যিক গদ্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই-
গদ্য লেখার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে না!

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

শামছুল ইসলাম বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ ।

ভাল থাকুন । সবসময় ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইল-

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: ওয়েলকাম ব্যাক! আপনার গদ্যের আকাংখা ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, হ্যা আশা করছি আবার নিয়মিত যোগাযোগ হবে-

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার। +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য, শুভকামনা নিরন্তর-

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

জনৈক অচম ভুত বলেছেন: পড়তে বেশ লাগল।
"ভালবাসা কি?" এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লাভও নেই আসলে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সোনালী ডানার চিল বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা-
ভালেবাসা কিন্তু এভাবেও থেকে যায়, অজান্তে!

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল ,




ডানায় কাব্যের গন্ধ মেখে সোনালী চিল আবার উড়ে এলো কাছের এই আকাশে ..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.