নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ফেরা অথবা প্রত্যাবর্তন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অনেকদিন পর সামহয়্যারইনে লগইন করলাম- একটা গদ্য পোস্টও করেছি! পার্সওয়ার্ড সংক্রান্ত জটিলতায় লগইন করতে পারছিলাম না।

সত্যি বলতে কি খুব ভালো লাগলো এ ফিরে আসতে পারাই-
ব্যক্তিগতভাবে আমি মনে করি লেখালেখির প্রথম শর্ত নিজেকে আনন্দিত বা দূ:খিত করা, নিজের ভেতরের অনুভূতিগুলোয় একরকম প্রাণপ্রয়োগ- আরও গভীরভাবে নিজেকে ভেতর থেকে টেনে এনে চোখের সামনে বসানো; তারপর পাঠকের প্রতিক্রিয়ার রেশ অথবা সামাজিক সংক্রমন- এটা আমার একান্ত ব্যক্তিগত ভাবনা এবং বিশ্বাস! আর, বলতে কি বাংলা ব্লগ আমার ক্ষেত্রে সামহয়্যারইন এমন ভূমিকা খুব চমকপ্রদভাবে পরম্পরায় ধরে রেখেছিল। তাই নিজের স্বস্তির জায়গা থেকেই তাকে স্মরণে রাখা, যেহেতু আমি কৃতজ্ঞ হিসেবে নিজেকে দেখতে ভালোবাসি!

লেখালেখি নিয়ে যারা সিরিয়াস তারা হয়ত অন্যভাবে ছক আঁকেন, আর আমার মতো যারা নিতান্ত নিজের লেখক তাদের ভাবনা এরকমই বলে আমি মনে করি।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

নীলপরি বলেছেন: আপনার সাথে একমত ।
হ্যাপী ব্লগিং ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সোনালী ডানার চিল বলেছেন: শুভকামনা আপনার জন্যেও-
খুব ভালো থাকা হোক!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

শামছুল ইসলাম বলেছেন: ঠিক জানি না আমি লেখক কি-না । তবে আপনার সাথে একমত - প্রথমে নিজের তৃপ্তি, তার পর অন্য সব ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সোনালী ডানার চিল বলেছেন: আমরা নিজের লেখক, নিজের জন্যে লেখক; এটাই সবচে বড় তৃপ্তি-
শুভকামনা রইল!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

একটি পেন্সিল বলেছেন: ফিরে আসুন। ভাল লাগা রইল আপনার ফিরে আসাতে। শুভেচ্ছা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই; আপনার জন্য শুভকামনা নিরন্তর- আশা করছি দারুন সময় কাটবে আমাদের!

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

একটি পেন্সিল বলেছেন: আর আমি কিন্তু নতুন!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১

সুমন কর বলেছেন: আমি কিন্তু লেখক না, শুধু আপনাদের সাথে থাকতে ভালো লাগে। তাই সামুতেই পড়ে থাকি।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

জনৈক অচম ভুত বলেছেন: লেখালেখি চলুক, নিজের জন্যই চলুক। :)
শুভকামনা রইল।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন:
নিতান্তই যারা লেখালেখি করে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা একটা চিন্তা থাকে। উদ্দেশ্যও একেকজনের একেক রকম থাকে।

আর, যারা সত্যিকার অর্থেই লেখক বা লেখক হতে চায় - তাদের সবার প্রথম উদ্দেশ্য একটাই - লিখে নিজে তৃপ্তি পাওয়া। নিজে তৃপ্ত হয়ে লিখলেই লেখাটার মাধ্যমে পাঠকদের তৃপ্ত করা যায়।
লেখকের জন্ম লেখকের নিজ তাড়নায় হলেও, পূর্ণতা তো পায় পাঠকদের দ্বারাই। সেই ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করা ছাড়া কোন পথও নেই।

অনেকদিন পর ফিরে আসায় স্বাগতম।
সেপ্টেম্বর মাস আসলেই সামুতে ফিরে আসার মাস হিসেবে পরিচিতি পেয়ে যাচ্ছে। এই মাসেই সব পুরোনো ব্লগাররা কামব্যাক করলো।

আপনার গতকালকের লেখা আমি পড়ছি। বাউন্সারের মত গেছে মাথার উপর দিয়ে। তাই আর মন্তব্য না করে চুপচাপ ছিলাম। (লেখা পড়ে মন্তব্য না করাটা আমার কাছে মনে হয় লেখকের জন্য একধরণের অসম্মান। তাই সরল স্বীকারোক্তি হলেও দিয়ে দেই আমি।)

৮| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭

হাসান মাহবুব বলেছেন: !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.