নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
অচেনা জনপথ আমাকে মুগ্ধ করে; অচেনা গাছ পাথর, মানুষের মুখ, দেহ আর ভাষার ভিন্নতা আমি কখনও কফিশপে অথবা বিপনিবিতানের সামনে দাডিয়ে রৈখিক ঋজুতায় লক্ষ্য করি। মানুষের অবাক আর স্বাভাবিক দৈনন্দিন যাপন হয়ত একটা স্রোত, একটা পরম্পরা তবুও সেখানে আমি মূল্যহীন কিছু ভাবনা রেখে বয়স্ক হই।
আমি যদি ভেবে ফেলি যে আমার কোন দেশ নেই, মানচিত্র নেই, আত্মিয় নেই - বন্ধু আছে হয়ত, একা আর একক একটা জীবনের পূরদস্তুর মালিকানা শুধু আমার; তাই জনসমষ্টির বিরুদ্ধে কিছু কিছু মুখ মনে রেখে কাউকে কাউকে স্মরণ করি, আর তখনই আমি হয়ে উঠি নিদিষ্ট দ্রাঘিমায় চলাচলকারী একটি পরিণত ভ্রুণ।
আকাশের পিছনে যে অন্তহীন জীবন, আমার বিশ্বাসের মহিরুহ সে অবাতাসী দিগন্তে যদিও রুদ্ধ তবুও মানুষের অস্তিত্বে আমি সীমাহীনতা ছড়িয়ে দিই। কেউ হয়ত দিনান্তে হিসেবের খাতায় মখমল স্বস্তি খুঁজে পায়, কেউ হয়ত চর্বিত বিষাদে লীন হয়ে সেই আকাশেই তাকায়-
আর অচেনা জনপথে আমি আকাশেরও বাহির এক নি:সীমতা আলিঙ্গন করে বলি: এটাই আমার সাধ্যের বলয়; যাপিত জীবনে কোন দূ:খবোধ থাকে না আর।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: সেটাই সত্যি-
শুভকামনা রইল
২| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১
হাসান মাহবুব বলেছেন: গভীর।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই-
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
রক্তিম দিগন্ত বলেছেন:
অচেনা জনপথে আমি আকাশেরও বাহির এক নি:সীমতা আলিঙ্গন করে বলি: এটাই আমার সাধ্যের বলয়; যাপিত জীবনে কোন দূ:খবোধ থাকে না আর।
আসলেই। একটা সময় এটাই বের হয়ে আসে ভিতর থেকে।