নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

কাফকার খৈয়ম পাঠ এবং মনেটের সাথে বিচিত্র সন্ধ্যা

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৪১

কুইনবরায় ইষৎ যে ট্রেনটি থেমে মন্থর আর বিবাগী
চলনে শেফি দ্বীপের দিকে চলতে থাকে, তার মাত্র দু’টি কামরার একটিতে আমি কাফকার সাথে বিষাদ গিলছিলাম;
গ্রাম্য এক বুনো তরুনী বিপরীত আসনে পা তুলে আমাদের থেকে তফাত করছিল তার স্কার্টে লেগে থাকা সদ্য সুখ-

আমি যেন এই আশা পেয়েছি এভাবেই কাফকা’কে আক্রমন করার ভঙ্গীতে ইঙ্গীতে ভ্রু কুচকালাম;
কাফকা তখন আমাকে উমর খৈয়াম শুনাচ্ছিল-
মনোযোগ বাধা পডতেই সে আমাকে ধমকের স্বরে একটা হিব্রু গালি দিয়ে আবারও কেন্দ্রীভূত হলো রুবাইয়্যতে।
আর আমি তরুনীটির অনাবৃত উরতে যে অস্পষ্ট লাল রেশম তার স্বেদে এ্যাক্রেলিক লাগিয়ে মনেট’কে জপলাম;
যদিও আমি জানি দুই মহারথী একত্রে জল খায় না একঘাটে কোনদিন-
তবুও আমার কাছে কাফকা অস্পষ্ট হয়ে ক্লদ মনেটের ঘাষরঙা তুলি অন্য আর এক সাকোয় পানাফুল হয়ে উঠলো;
অস্পষ্ট সবুজ- যেন মনেট ঋজু হয়ে তরুনীর নগ্ন পায়ে সমবেদনার উল্কি আকছে!

গন্তব্যে পৌছুনোর যান্ত্রিক ঘোষনা আসা না পর্যন্ত দুই কামুক লেহনে ভেজা তরুনীটি
কাফকার বিষাদ-ব্যাগের নিদিষ্ট পকেটে ঢুকে নেমে পডলে,
আমরা দু’ স্তবক ভাবলাম: বিষাদ সব সুখ কেডে নেয় মনান্তরে।

১১.০১.২০১৯

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: শেষ কথাটা খুবই যৌক্তিক ।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৩

সোনালী ডানার চিল বলেছেন: আমারও মনে হয়েছিল-

২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: হুম।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৩

সোনালী ডানার চিল বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.