নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
কুইনবরায় ইষৎ যে ট্রেনটি থেমে মন্থর আর বিবাগী
চলনে শেফি দ্বীপের দিকে চলতে থাকে, তার মাত্র দু’টি কামরার একটিতে আমি কাফকার সাথে বিষাদ গিলছিলাম;
গ্রাম্য এক বুনো তরুনী বিপরীত আসনে পা তুলে আমাদের থেকে তফাত করছিল তার স্কার্টে লেগে থাকা সদ্য সুখ-
আমি যেন এই আশা পেয়েছি এভাবেই কাফকা’কে আক্রমন করার ভঙ্গীতে ইঙ্গীতে ভ্রু কুচকালাম;
কাফকা তখন আমাকে উমর খৈয়াম শুনাচ্ছিল-
মনোযোগ বাধা পডতেই সে আমাকে ধমকের স্বরে একটা হিব্রু গালি দিয়ে আবারও কেন্দ্রীভূত হলো রুবাইয়্যতে।
আর আমি তরুনীটির অনাবৃত উরতে যে অস্পষ্ট লাল রেশম তার স্বেদে এ্যাক্রেলিক লাগিয়ে মনেট’কে জপলাম;
যদিও আমি জানি দুই মহারথী একত্রে জল খায় না একঘাটে কোনদিন-
তবুও আমার কাছে কাফকা অস্পষ্ট হয়ে ক্লদ মনেটের ঘাষরঙা তুলি অন্য আর এক সাকোয় পানাফুল হয়ে উঠলো;
অস্পষ্ট সবুজ- যেন মনেট ঋজু হয়ে তরুনীর নগ্ন পায়ে সমবেদনার উল্কি আকছে!
গন্তব্যে পৌছুনোর যান্ত্রিক ঘোষনা আসা না পর্যন্ত দুই কামুক লেহনে ভেজা তরুনীটি
কাফকার বিষাদ-ব্যাগের নিদিষ্ট পকেটে ঢুকে নেমে পডলে,
আমরা দু’ স্তবক ভাবলাম: বিষাদ সব সুখ কেডে নেয় মনান্তরে।
১১.০১.২০১৯
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৩
সোনালী ডানার চিল বলেছেন: আমারও মনে হয়েছিল-
২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: শেষ কথাটা খুবই যৌক্তিক ।