নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পাচটি তৈলচিত্র, শিল্পবিপ্লবের স্বপ্ন এবং একটি বিষ্ময়

২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৫


শিল্পবিপ্লবের একাদশীতে বুখারেষ্টে কোন এক অস্পৃশ্য শিল্পী বিপ্লবের তৈলচিত্র একেছিল- পাচটি;
সিরিজছবির সে পরিপূর্ণ ধারাবাহিকতায় জ্বলে উঠেছিল আইভরিকোষ্টের উদ্যান।
বরফবাষ্পে অত:পর থিতু হয়ে গেল মানুষের আকাংখার পারদ-
ন্যুয়র্কের আকাশছোয়া উদ্ভিন্ন অট্টলিকায় পূর্নিমা ঢেকে গেল পুরোটা-
গণমানুষের বিপ্লব দখল করে নিলো বাজারঅর্থনীতির তৈজস।

ক্রমন্বয়ে দাম বাড়তে লাগলো মাতিসের ক্যালিগ্রাফির,
নিলামগৃহে সৃজনশীল মানুষের পরিবর্তে হাকদাম করতে লাগলো পেন্টলুন পরিহিত দালাল-
মিলিয়ন আর বিলিয়ন বিষয়ক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে ক্রোড়পত্র প্রকাশিত হতে হতে,
মানুষ ভুলে গেল গণবিপ্লবের স্বপ্ন।

এখন দামেস্কে আগুন, বুদাপেষ্ট হিসেব কষসে স্নানাগারের দর্শনার্থীর-
আইরশায়ারের অসমতলে অজস্র ক্যারাভূ-
বিশুদ্ধ পানীয়জলের সন্ধানে ইয়ামেনের কংকালশিশু;
লালচুলের দূর্বিনীত কংশ খুড়ে চলেছে ওয়ার্ল্ড ব্যাংকের পাতালসুড়ঙ্গ-

তবুও একাদশী উপবাসে শিবরাত্রি ব্রত করে রামের সন্তান,
হাসপাতালে অচিকিৎসায় মৃত মানুষের স্তুপাকার আমলনামায় ঠেস দিয়ে পাহারা দেয় দু’জন ফেরেশতা –
হাবল টেলিস্কোপে চোখ রেখে নিহারিকা দেখে পুজিবাদের একচোখ;

যাপনের দৌরত্বে তৈরী হয়েছে যে ভোগের কারাগার-
সেখানে মুখস্ত কিছু বুলি শিখিয়ে সভ্য হচ্ছে আগামীর সন্তানেরা,
যারা বৈভবের বিপরীতে খুজবে না অভাবের জ্বালা;
শিল্পবিপ্লবে তৈরীকৃত সেই পাচটি তৈলচিত্রের মধ্যেই তাদের যাপিত মনস্কাম।
রংধনূর বাইরে সিদরাতুল মুনতাহার যে নিযুত অভাবনীয় রঙচ্ছটা-
তার কোনটা দেখা হবে না এই আচ্ছদিত মানবকূলের আর;
সম্ভোগের পিরামিডে চাপা পড়ে গেল একাদশী বিষ্ময়!

(কামরুল বসির)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৬

জাহিদ হাসান বলেছেন: অসম্ভব ভালো লাগলো।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ!

২| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা...

৩| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:২৪

ইসিয়াক বলেছেন: +++++

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে ধন্যবাদ-

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১১

অন্তরা রহমান বলেছেন: ওওওওওহ, অ সা ধা র ণ...

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ, সময় করে পড়ার জন্য..

৫| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অসাধারণ ..

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.