নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

তুলনামূলক পারিপার্শ্বিক

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৩

নামছে তরল ক্যাপাচিনোর কাপে-
ইনস্ট্রাগ্রামে পুডছে আগুনরঙা ভালোবাসা, আশ্বাসে
কাপছে গরল, দগ্ধ করে হৃদয়-
দু’টো সুইটনারে ডুবে আছে যৌবনের শ্বেদ।

সারিবদ্ধ আলোর সাথে লাল ক্যামেরাচোখটি অসহায়
বিপদে আছে তোবডানো ক্যাপের হোমলেস, যে শুধু
হাসির বিনিময়ে মুদ্রা খরিদ করে;
আপেক্ষিক শীতলতায় ভোরসকালে শিশিরবিন্যাস
অথচ, গ্রীষ্ম ছিল এখানে গতকালও।
মানুষের পরিবর্তনে ক্যাপাচিনোর কাপ রুপান্তরিত হয় মোকায়-
ইনস্ট্রাগ্রামে জমা হয় পাহাড়চুড়া আর অরোরার রঙমন্ডল;
ধার করা ডেইলি সান’এ মগ্ন বিচিত্র বাসনা, আর
সভ্যতার উপর বেড়ে উঠা পরজীবি ইউক্যালিপটাস।

প্রশ্ন করো আমাকে, কেন পরাস্ত ইউনিফর্ম পরে কফি খাচ্ছি,
কেন এমব্রয়ডারির সুতোয় উপনিবেশিক অস্তপূরাণ-
শীতাতপনিয়ন্ত্রিত এগ-মাফিনের বিপরীতে কেন পরোটা আর ডিমভাজি নয়!
চোখে কেন কামড়ে আছে দাসখতের কাতুমাচু!

আমার উত্তর একটাই, তোমার স্বাধিকার বলো কতটা
বিস্মিত করেছে তোমায়, কোন স্বস্তিতে ডুবে আছো তুমি- আর তোমার পারিপার্শ্বিক!
ফেসবুকের যাবতীয় উল্লাসের বাইরে তোমার জীবনের প্রাপ্তি কোন নোটবুকে টুকে রাখা!
স্বরাজ বাষ্পে কেন প্রত্যাগত ভীতি; অনুজ দূর্বাসার প্রতিটি জালনোটে কেন অগস্ত্য সমকাম!

পাশাপাশি দু’রকম সময়ঘডি; অথচ নক্ষত্রের কোন সময় নেই। পাশাপাশি দু’রকম জৌলুস;
অথচ স্টারফিশ জানেনা তার মথিত সুন্দরতা কতটা ভয়ঙ্কর-
চিনি আর পটাশিয়াম সাইনায়েড তোমার মোকা’র কাপের পাশে ইতস্তত;
তুমি তুলে নাও অথবা বহুমুত্রের রুগি হয়ে যাও।
তুমি একা, তোমার জীবন একমাত্র তোমারই-
তোমার স্বাধিকারই তোমার স্বাধীনতা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৫

সোনালী ডানার চিল বলেছেন: কেমন আছেন কবি!

২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আবার এই প্রত্যাবর্তনে..

৩| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

অন্তরা রহমান বলেছেন: কি ব্যাপার। এক মাসের মধ্যে ব্লগে কাদের আগমন দেখছি। আপনি অদ্ভুত সুন্দর লেখেন। গ্রেট জব ম্যান।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৭

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ! আশা করি সময় করে পুরানো পোষ্টগুলোতে চোখ বুলাবেন।
কথা দিচ্ছি সময় নষ্ট হবে না!!

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ কবি !! অসাধারণ

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.