নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
স্মৃতি নেই- কিছু ধূয়াভর্তি সন্ধ্যা ছাডা
অনিক্স পাথরের এসট্রেতে পডে আছে ভালোবাসাবাসির রিক্সাভ্রমণ,
মুখোমুখি মিটপ্রাটারের সুস্বাদু ঘ্রাণ-
কামনা উপচে পড়া নাতিদীর্ঘ কোল্ডডিংকের গেলাস;
স্মৃতি নেই, সূদীর্ঘ পিঠজোডা নুয়ানো শশুককোমল নিরবতা ছাডা-
হুডোহুডির জনাকীর্ণ শহরে যখন রাত নেমেছিল।
ঠিকানা ভুল করে, অন্যগলির মধ্যপথে-
না আলো না ছায়ায় উদগ্রীব কৌতুহলের সাকো;
স্মৃতি নেই- সমুদ্রের, গোধূলীর, বনানী কিংবা নির্জন প্রান্তরের ঘণবিথীকার;
মানুষের গহীন বিছানার ওম অথবা চুম্বনের অস্পষ্ট রুধিরের-
আমি রেখে যাইনি ব্যবহারের উপযোগী কোন
আসবাব, প্রেমপত্র, ফুল, পতঙ্গের পরাগায়ণ বা প্রসাধণের উপকরণ-
শুধু চাহনীর এলোমেলো দিকশুণ্যতা ছাডা।
যদি রেখে যেতাম আলোকের মতো অবিশ্রাম চাদপাথর,
শব্দ অতিক্রমের দূরলাপনি, বিষ্ময় স্তনবৃত্তে কাপাকাপা উষ্ণিষ-
চিবুকের বিনম্রতায় রাত্রিকালীন স্বেদ-
তবে তোমার কি যে হতো- ভাবলেই শিহরিত হই জানো!
যা ফেলে গেলাম তার সবটা ধূলো,
ধোয়া আর বিষন্ন সন্ধ্যার ঘণঘোর কূয়াশা ভেবে
তুমি মন্তাজ সময়ের ইলুইশন চাদরের ঢাকতে পারবে,
আমি জানি!
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩২
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে ধন্যবাদ। দূ:খিত আমার ফোনের নোটপ্যাডে অনেক
বানান লেখা যায় না।
২| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: পড়লাম। খুব ভালো লাগে নি।
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ সত্যকথনে- ভালো থাকবেন!
৩| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৮
বিজন রয় বলেছেন: প্রিয় চিল,.... কবিতাটির বিষয়বস্তু অনেক পরিচিত! ভাল লেগেছে।
তবে অনেক অনেক টাইপো আছে, প্লিজ ঠিক করে দিন।
শুভকামনা রইল।
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: ফোনে টাইপ করেই এসব টাইপো জোগাড় হয়েছে-
কবিতা পড়ার জন্য ধন্যবাদ!
৪| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি ছবি।
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল
৫| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৫
অজ্ঞ বালক বলেছেন: অনেক টাইপো থাকা স্বত্তেও কবিতাটা জিনিস হইসে। পিনিক উঠার মতন জিনিস।
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ; ভালো থাকবেন!
৬| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: এন্ড্রয়েড নাকি আইফোন?
রিদ্মিক কিবোর্ড ব্যবহার করতে পারেন।
নোটপ্যাড এ সমস্যা হলে Evernote ব্যবহার করুন।
০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০
সোনালী ডানার চিল বলেছেন: আইফোন। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
চেষ্টা করে জানাবো!
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা।
ড নয় ড় হবে।