নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
তিনটি নি:সঙ্গ পাতা আর একটি নিকশ কালো আকাশ,
ছায়া হয়ে- বয়ে যাওয়া নিরব হ্রদের চৌহদ্দিতে ব্যথার মতো নিরবতা ঢালছিল- মাঝরাতে।
আমার পরনে আদ্দিকালের প্লাস্টিক, মাথায় জুবোথুবো শুষ্ক চুলের ঢেউ;
চোখে নির্ঘুম বাতাসী পরাগ। বাইফোকালের অস্পষ্ট তারায় নি:প্রভ নক্ষত্রের মৃত্যাদেশ-
তিনটি পাতার একটি বোধের লহমায় সৌম কুন্তলীর আত্মিয়স্হানীয়,
অন্যটি ইকুয়েডরের প্রান্তিক গিরির দলিত লতা;
অবশিষ্টে হাইডপার্ক উল্টে আছে বিচিত্র শৈলশিরায়-
আমি হ্রদের নিরাবতায় আমার মাথার শুষ্কতা ভিজিয়ে দু’টো এ্যাসপিরিন গুলিয়ে দিলাম।
যেমন কেউ কেউ পকেটে হাত রেখে স্রাগ করে বলে:
জীবন বইছে এখন সেন্ট্রাল লাইনের সপ্তম কামরায়!
অথবা ক্যাপাচিনোর ফেনা ততটা ফেনিল নয় আজকাল!
আমি যেন তার বাহুতে হাত রেখে সমার্থনের সবকটা শব্দ নি:শেষ করে বললাম-
তুমি প্রাগে যেতে পারো, সেখানেও তিনটি পাতার হ্রদে মাঝরাত এখন।
হঠাৎ দমকায় বাইফোকালটি উডে গেল।
শুনশান হেমন্তে হলুদ ট্রাকটি ছডিয়ে দিল অপেক্ষার গুঙানি-
মনান্তরে শেষ হয়ে এলো আশ্চর্য্য একপেশি মাঝরাত।
নক্ষত্রের মৃত্যাদেশ নিয়ে আমি লোহার চেয়ারে নিশ্চল-
কোন মানুষ এখানে আসেনি আজও,
শুধু কিছু কিছু দ্বিপদ কখনও আলিঙ্গন করেছে বহুতল লালসার এ জনপদে-
এ জনশ্রুতিতে বিভেদের শরীরে না হয় একটু জমুক স্বেদ,
যেখানে আমি নিয়তির টিস্যুতে নিয়ত মুছছি বাইফোকালের লেন্স।
১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫১
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল
২| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৫
ইসিয়াক বলেছেন: সুন্দর
১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ- কবিতার সাথে থাকুন..
৩| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৮
মাহের ইসলাম বলেছেন: ভাই,
সপ্তম কামরা কি?
কিসের সেন্ট্রাল লাইন?
আমি আসলেই কবিতা কম বুঝি।
১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫২
সোনালী ডানার চিল বলেছেন: আর একটু চেষ্টা করলেই বুঝে যাবেন!
অনেক ধন্যবাদ পড়া এবং মন্তব্য করার জন্য। শুভকামনা
৪| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।
বেশ ভালো কবিতা।
১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতাটি আমার প্রকাশিত
দ্বিতীয় কাব্যগ্রন্থে ছিল। ব্লগের পাঠকদের জন্য এখানে দিলাম-
ভালো থাকবেন! শুভকামনা
৫| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৪
সোনালী ডানার চিল বলেছেন: কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়-
৬| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬
ইসিয়াক বলেছেন:
১২ ই আগস্ট, ২০১৯ রাত ১:০৩
সোনালী ডানার চিল বলেছেন: ঈদ মুবারক! শুভেচ্ছা নিরন্তর..
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ জনশ্রুতিতে বিভেদের শরীরে না হয় একটু জমুক স্বেদ,
যেখানে আমি নিয়তির টিস্যুতে নিয়ত মুছছি বাইফোকালের লেন্স।
............................................................................................
জীবনে র কঠি নতম সময় গুলো এভাবেই অতিক্রম করে,
কর্মে ও ভালবাসায় তার উত্তরন ঘটানো যায়