নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

সময়ঘড়ি-১

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১:৫৩

আজ ভোর থেকে অবিশ্রাম বৃষ্টি, অনিয়মে- একটানা ঝরছিল। আমি কাচের ফাক দিয়ে অস্পষ্ট ভোরের আশায় তখন ক্যাপাচিনোর মগে চুমুক দিচ্ছি। এখানে বৃষ্টির সাথে ব্যাঙের কোরাস শোনা যায় না; এখানে বৃষ্টি একরকম সোদা গন্ধ আনে না সাথে করে। সবুজ বনানীর নমনীয়তায় বৃষ্টি, বাদলের সাথে মাদল বাজায় না এখানে।
তবে, ভোরের যে অভূতপূর্ব নির্জনতা, তার সাথে বৃষ্টি ছাট একরকম লিকার তৈরী করে, যেন মস্ত হাওডের পানসী বুদবুদ। আমি নির্জনতার কব্জীতে একটি হাওয়া ঘড়ি পরিয়ে দেই। আমি বৃষ্টিতে ভিজতে থাকা ম্যাগপাইয়ের লেজে লিখে রাখি বর্ষার দূরন্ত দূরালপন।

একটু পরেই মানুষ নামবে পথে। বৃষ্টি ধাক্কিয়ে তাদের বর্ষাতি আর শকটের শব্দে তিনটি মেঘ সরিয়ে সূর্য্যটা উঠবে টুপ করে- আলো, মাটি আর বৃষ্টি জন কনষ্টেবলের তৈলচিত্রের মতো আকাশের গায়ে ঝুলে থাকবে সহসা।

আমার পথের কনক্রিটে রোদ্দুর করবে ভর। আমার বেসবল ক্যাপের কার্নিশে ঝিলিক দেবে সকালের নান্দনিকতা। মানুষ তো আলো ছাড়া কোথাও সুন্দরতা খোজেনি কখনও! রাত আর দিনের সন্ধিক্ষণে যে নিযুত আগ্রহের ভোর, তা অদেখা হয়ে থাকে দিনের প্রস্তুতির যাতাকলে।

আমার মগের কফি ফুরিয়ে আসে। ত্রিকোণ আলোর স্রোত ঝিলিক মারে পূর্বাকাশে। শা করে ছুটে যায় একটি কালো মার্সিডিজ। দু’টো বুনো খরগোশ গোল চোখে বেরিয়ে আসে ঝোপ থেকে। অজস্র ভোরের পাখি অনুচ্চশব্দে ডেকে উঠে চারপাশে।

আমি নির্জনতার অনুবাদে শুধু বাংলা ভাষাকেই বেছে নিয়েছি। আমি এই বিচ্ছিন্ন উপত্যকায় পাচটি সবুজ পাহাড়ে নিবন্ধিত করেছি আমার মনযোগ। আমি বৃষ্টিকেই প্রিয় ভাবনার সবটা দিয়ে, স্তব্ধতা খুজেছি না অন্ধকার না আলোর সমান্তরাল সময়রেখায়!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ২:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:

মগবাজারে আলাউদ্দিন সুইটস এর ঘিয়ে ভাজা জিলেপি খান, মন ভালো হয়ে যাবে।

২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ-
আহা, কতদিন জিলাপী খাই নি

২| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫১

সোনালী ডানার চিল বলেছেন: শুভসকাল, খুব ভালো থাকুন.

৩| ২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। আপনাকে অনেকদিনপর ব্লগে পেলাম...

৪| ২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৬

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: এরকম মসৃণ লেখাগুলো খুঁজে পাওয়া দায়

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৯

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেকদিন পর ব্লগে ফিরে মন্দ লাগছে না
ভালো থাকুন সবসময়

৫| ২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

মিরোরডডল বলেছেন: কিছুক্ষণের জন্য একটা ভালো লাগা অনুভুতি।
খুব সুন্দর বর্ণনা । আমার অনেক প্রিয় শব্দের সমাহার ।
ভোর, বৃষ্টি, মাদল, ম্যাগপাই, সবুজ পাহাড়, বর্ষা, মেঘ .........
ভালো লেগেছে ।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভোর শব্দটাতেই একটা অন্য ঘোর থাকে..
আর শব্দসমূহ অনিবার্য!
শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.