নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

যে জানালায় বসে ভ্যান গগ স্টারি নাইট এঁকেছিল-

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২০



কেউ যখন প্রজনন অঙ্গ দিয়ে সৌজন্যতা দেখায়
আমি তখন ষ্টারি নাইট শুনি আইবাডে আর
দু’টো শামুকের বিবর্তন পিরিয়ডের কেসহিষ্ট্রিতে নিমগ্ন
রই; যদিও পতাকার অন্যনাম এখানে অন্তর্বাস।
কিম্ভূত অগ্নি দাহ করে আমাজান- ব্রাত্যের লাশ ঠ্যালে
গুজব-মহাপতি, কাস্মিরের বিভিন্ন ধারা নিয়ে কথা বলেন মহান্তগণ;
যে সর্বনাশের উর্দিতে স্বস্তিকা ছিল সেখানে চকচকে
তে’তলা আরাধনা প্রাসাদ, যে ভূখন্ডে অহিংসতা ছিল
সেখানে নেমেছে বেয়ানট রুধির-
মানুষ বর্গা দেয় মানুষের শ্রোনী, উজাড় উৎপ্রেক্ষার বায়ূকলে।

একজন কালাযাদুগরের মতো নিজের ভবিষ্যতে জ্বেলেছি
সালফারের মৃদাঙ্গ ত্রিভূজ, রাষ্ট্র বিক্রি করছে
তামাটে শিশুখাদ্য, নিছক যে বালুকাবেলায় জলপরী
খেলা করতো, সেখানে গ্যাসিও নোঙর-

মানুষ যেন মানুষের চিরশত্রু হয়ে মানুষ করছে বধ
নির্দয় পাশবিকতা বুকে নিয়ে ঘুরছে দাম্ভিক শ্বাপদ-



মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৪

শাহিন বিন রফিক বলেছেন:


বাপরে কি জটিল শব্দমালা!!! মাথার উপর দিয়ে যাওয়ার মত, বেশ চমৎকার এঁকেছেন শব্দগাঁথুনি।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগত আমার ব্লগে-
আর দূ:খিত এভাবে নিজের মতো শব্দ দিয়ে লেখার জন্য!

২| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরো কয়বার পড়ে নেই। চমৎকার কবিতাটি যদিও অনেকগুলো শব্দের সাথে পরিচিত নয়। ভাল থাকবেন সবসময়।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল-
আপনিও ভালো থাকুন নিরন্তর!

৩| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪০

সোনালী ডানার চিল বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম-
ভালো থাকুন সবসময়!

৪| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


ইয়াবা সাহিত্য?

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩

সোনালী ডানার চিল বলেছেন: ছুতে পারেন নি- ফস্কে গেছে

৫| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৫

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: ঠিকমত বুঝতে পারিনি
তবে শৈলিতেই মুগ্ধ

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
খুব ভালো থাকুন সবসময়-

৬| ২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৮

সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা-
শুভকামনা নিরন্তর!

৭| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাঠে কৃতজ্ঞতা-
শুভকামনা নিরন্তর!

ভালো থাকুন।

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

সোনালী ডানার চিল বলেছেন: আপনিও ভালো থাকুন নিরপদে থাকুন
সবসময়.

৮| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫০

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল...

৯| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৯

অধীতি বলেছেন: এই কবিতাটি প্রায়ই খুঁজে খুঁজে পড়ি।প্রিয়তে ছিলো।টিপ লেগে হঠাৎ মুছে গেলো।আবার প্রিয়তে রাখার ফাঁকে পড়াও হলো আরেকবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.