নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

নির্জনতার সমীক্ষা

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৬

নির্জনতার অপবাদ নিয়ে আমি আর কত ঘুরবো!
স্বপ্নের যে বাধনে জনাকীর্ণ এই পলায়ন
সেখানে দুটো মানুষের বিবাদ শুধুই তমশা নয় কি!
আসমানের দরোজায় যে বিষন্ন চৌকাঠ তার কিছুটা বিষাদের,
কিছুটা অনিবার্য শোকের; কখন যেন এলোমেলো পরিপূর্ণ এক সমাপ্তির।
তবুও কি সব হারিয়ে যায়!
আর হারালেই কি অপরাধী সময় সবটা গিলে ঢেকুর তোলে তৃপ্তির!

অপেক্ষার মাস্তুলে আর কত পাল তুলবো আশার-
ফেলা আসা ছায়াপথে বিরুদ্ধ ক্ষয়মিছিল;
বয়সী চামড়ার বিগলিত ভাজে অন্তিম ফেরত-খাম,
যেখানে প্রাপকের ঠিকানায় গম্ভীর একটি শ্লোক।

ঢেকেছে বনানীর প্রাচূর্য্য অাগ্নেয় লাভায়,
নিয়তির ভ্রুকূটিতে বিচ্ছিন্ন রঙধনূ।
কখনও পাবো না জেনেও অস্বস্তির আক্ষেপ আর
দূরগামী ভালোবাসার সবকটা দূয়ারে প্রান্তিক শেকলের ঝনঝন,
ফিরবার আর কোন উপায় থাকে না অত:পর।

দু’টি মানুষ, কল্পিত সংসারে সম্পূর্ণ একা।
নির্জনতা নিয়ে আমি আর জনান্তিকে তোমার মুখরতা।
আসমানের দুটো দরেজায় দুরকম মেঘ;
অযুত ভাবনায় তবুও মিলনের পরাগ-
তোমাকে কখনও বলিনি আমিও ছিলাম,
আমিও কখনও শুনিনি তোমার নি:শ্বাস, শাররিক!

তবুও একই চাঁদ দেখি দুজন, জোছনায়-
তবুও একই বাতাসে মিলিত প্রশ্বাস-
একই আলো খেলা করে ভিন্ন দু’টি চোখের তারায়;
নির্জনতা আর কোলাহলের এই এক অভিন্নতা!


মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৮

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য-
ভালো থাকুন সবসময়!

২| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লেগেছে ।

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
শুভকামনা রইল, ভালো থাকবেন!

৩| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি-

৪| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ।
সহজ সমীক্ষা বলা যায়- শুভকামনা রইল!

৫| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: ডিসি সাহেবের ভিডিওটা সবাই দেখলো। আমি এখনও দেখলাম না। !!

৬| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে কবিতা।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.