নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ব্লাডমুনের ব্যাখায় কোন অলৌকিক জোছনা ভর করে রাতভর

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

শহুরে আগুনে যে বিষ্ময় ছিল-
আধারে বা রক্তাক্ত জ্যোৎস্নায়। ব্যাকুল চডুইটা ডেকে
গেলে, সব বিদায়ী পাতারা তোমার মতো চুপচাপ-
জেনারেটারের দ্বান্ধিক শব্দ কিছুটা আলো আনে, যা
তুমি ব্লাডমুন ঢাকবার পাইতারা বলতে পারো।

পাখিরা ঘুমায়, কুইন এলিজাবেথ ঘুমায়- কবি শামসুল হক ঘুমায়;
বাতাস যদিও দ্বৈরথে ডাংগুলি খেলে হাওয়ার সাথে।

একটা লাল অগ্নি নির্বাপন যন্ত্র আমার সামনে নগ্ন হয়ে বসে আছে-
ফেসবুকের কবিতারা যেমন; তুমি পাঠ করো না করো সব খুলে বলে
আমি ভালোবাসা, আমি মন্দবাসা,
আমি সুধীন্দ্রনাথ কিংবা মিয়্রমান বন্দে আলি মিয়া-

কুইন এলিজাবেথ কি কবিতা পড়েন!
পাখিরা কি গ্রীন পার্কের কোণে শুধু ‘রব’ করে ডেকে উঠে!
জেনারেটরে কি ব্লাডমুনের ব্যাখায় কোন অলৌকিক জোছনা ভর করে রাতভর!

ব্যাকুল চডুইটা কৈশরের খোল রাস্তার মোড়ে সেই সাংকেতিক টুংটাং-
যেখানে বিভক্ত হয়েছে সমাজতন্ত্র সেখানে মানুষের গণজোয়ার নিয়ে অকস্ম্যত
কুইন এলিজাবেথ বাকিংহামের ছাদে এসে দাঁড়ান;
যেন কবিতা শুধু বই’এ নয় বিরাট ম্যাপলের গম্ভীর ছায়ায়-
কবিতা আজ নগ্ন লাল অগ্নিনির্বাপন যন্ত্রের গায়ে-
খাজকেটে লেখা নারদ মুণির অসংখ্য কির্তণ।

আমি কিছুটা আলো নিকোটিনের তন্তুতে রেখে শহুরে আগুনে জোছনা ছড়িয়ে দিই,
আর কুইন এলিজাবেথের শাদা গাউনে বর্ণিল উষ্ণতা পিচকিরি মেরে বলি
কবিতা বস্তুবাদের সবচে বড় নিগ্রহ।।


গ্রীন পার্ক
মধ্যরাত। ২৮.০৭.২০১৮

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: মাফ করবেন আসলে আমি কবিতাটা ঠিকঠাক বঝতে পারিনি । আবারো পড়ছি ।
ধন্যবাদ

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৯

ইসিয়াক বলেছেন: মন দিয়ে ঘুরে ঘুরে বার বার পড়লাম ।বেশ জটিল কিন্তু প্রতিবার পাঠে মনে হচ্ছে একটু একটু করে নতুন ভোরের রবি উঠছে।
ভালো লাগা । ভাবনায় ও সৃজনশীলতায়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৩

সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা কবি।
আমার সৌভাগ্য আপনি কবিতাটিতে আগ্রহ বোধ করছেন।
আমার মনে হয় ভাবনার মাত্রা কবিতার সম্পূরক!!

শুভকামনা আপনার জন্য..

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: জীবন এডিট হয় ধাপে ধাপে..

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৪

সোনালী ডানার চিল বলেছেন: হ্যা, জীবনযাপনের এই পদ্ধতি- জীবনধারনের সাথে মিশে একাকার;
তাই বলতে হয় কবিতা বস্তুবাদের সবচে বড় নিগ্রহ!

ভালো থাকুন!!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪৩

ইসিয়াক বলেছেন: এবারতো আরো বেশী ভালো লাগলো। এ যেন এক বর্ষার আকাশের ঘন কালো মেঘের ধীরে ধীরে সরে গিয়ে রোদের উকি মারা ।
অনেক সুন্দর সৃষ্টি। এই তো শিল্প । শিল্পের বৈশিষ্ট্য । যা মানুষকে ভাবায় । তাকে বারবার চুম্বকের মতো আকর্ষণ করে।
শুভসকাল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২১

সোনালী ডানার চিল বলেছেন: গতবছর আমি একটি সারারাত গ্রীনপার্কের মধ্যে কাটিয়েছিলাম।
গ্রীনপার্ক হলো বাকিংহাম প্যালেসের লাগোয়া খুব পুরাতন একটি পার্ক।
এপার্কের গাছগুলো খুব প্রাচীন আর বৃহৎ। লন্ডন শহরের একদম
মাঝখানে খুব অবাক হওয়ার মতোই থমকে আছে বনানীর এই শ্যামলতা।
সে রাতে ব্লাডমুন ছিল। ব্লাড মুনের সাথে প্রচলিত কিছু কথন আমার মাথায়
ঘুরছিল- তাবুর মধ্যে জেনারেটরের পাশে বসে সেই আশ্চর্য্য রাতে
নেমে এসেছিল কবিতাটি। আমার প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থে কবিতাটি আছে।

আপনাকে ধন্যবাদ। এসুবাদে স্মৃতি রোমান্থন করলাম।।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আপনাকে এখানে নিয়মিত দেখে আমি উৎসাহিত হয়েছি।
সেই সময়গুলো মনে পড়ে!!

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ কয়েকবার পড়লাম।
কবিতায় প্রচন্ড ভালো লাগা ++

০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
আগ্রহ নিয়ে আমার কবিতা পডছেন, এর চেয়ে
আনন্দের আর কি হতে পারে-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.