নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
যেখানে নি:স্প্রভ একাদশী বর্তুল
রেডলাইনে হেটে বেড়ানো হলুদমুখি গিনিপিগ, আর
পকেট ফুটো করে শুধু বিয়োগ হওয়া ঈষৎ পেনিমুদ্রা-
সেখানে চককাটা হাওয়াই শার্টের বোতাম খুলে মধ্যবয়সী যে কবি পুরোদস্তুর আসমানে তাকিয়ে,
তার বিষন্নতা কতটা বদলাতে পারে পারিপার্শ্বিক!
আমি এ প্রশ্ন করেছিলাম সেই ভুলে যাওয়া সুখী যুবরাজ’কে একবার;
আমি তাকে গল্পের ছলে বলেছিলাম,
তোমার নিলকান্তমণি চোখ’জোড়া যে রাত্রীতে ম্যাগপাইটি খুলে নিল,
সে রাতেও তুমি সুখী হয়েছিলে কিনা!
যুবরাজ আমাকে নরওয়েজিয়ান রুপকথার একটা স্থুল বর্ণনা শেষে শুধু বলেছিল,
মানুষের সুখে শোক ঢেকে যায় নিয়ত।
কারো দীর্ঘশ্বাস কতটা ঘণ তার উপর তার যাপনের পরিমিতিবোধ;
কেউ কেউ অপেক্ষা করে বন্ধু’র, কারো কাছে দু:খ শুধুই পোড়া হৃদয়ের জান্তব বিভৎসতা-
একে একে নামফলকের মদ ফুরিয়ে ‘বারবার’ জ্যাকেটের তামাটে স্ন্যাপবাটনের মতো ম্লান হয় পরিণত বিভেদ;
ক্রমে ক্রমে একাদশী মিলিয়ে যায় নিকশ শেষরাতে,
ম্যাগপাইটি অসহ্য তুষারপাতে পরিত্যাগ করে নিজস্ব খোলস;
যুবরাজ অন্ধ হয়ে কবি’র কন্দরে ঢুকে ছিনিয়ে নেয় শতরন্জীর সবকটা রঙ-
প্রাণের তরে এই প্রেমময় উপাখ্যানে আনত হয় যাবতীয় উষ্ণিষ।
আমার মনে পড়ে কোন এক সন্ধ্যায় যে প্রাচ্যদেশীয় বালিকাযুগলকে আমি শুনিয়েছিলাম মহৎ এ হৃদয়বৃত্তান্ত আর
তাদের চকচকে মুক্তো দানার মতো মতো অশ্রুবিন্দু আমার পরিতোষক হিসাবে রেখেছিলাম সংরক্ষিত নষ্টাজিয়ায়-
তার কোন এক সৎকার, এই প্রান্ত মহাদেশে আজ হয়ে গেল নিভৃতে আরেকবার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪১
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ বিরতির পর এই
ফিরে আসা আপনার/ আপনাদের মন্তব্যে ঋদ্ধ হচ্ছে.
কৃতজ্ঞতা!!
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: পোষ্টের সাথে ছবি না থাকায় আপনার পোষ্ট নজরে আসেনি, দুঃখিত। আপনার লেখায় শক্তি আছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা। একসময় সবকটা পোষ্টেই ছবি ব্যবহার করতাম।
অনেকসময় অনেক ছবিই আমার কবিতার অনুসঙ্গ হয়ে উঠতো।
কষ্ট করে আমার আগের পোষ্টগুলোতে চোখ বুলালে নিশ্চয়তা দিচ্ছি
হতাশ হবেন না!
তবে, এবার অবশ্যই ছবি ব্যবহার করবো-
ভালো থাকবেন, শুভকামনা।।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: কবিতা আমার পড়তে ভালো লাগে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫১
সোনালী ডানার চিল বলেছেন: যখন মানুষ তার আবেগ আর অনুভূতি আর কোন মাধ্যমে প্রকাশ করতে পারে না, তখন তার জন্য পড়ে থাকে কেবল কবিতার খোলা প্রান্তর। আমরা যা ভাবি কিংবা বলতে চাই তারও অধিক কিছুটা বাষ্প, কিছুটা স্রোত অথবা তুষার-জমাট শব্দজালে বুনার এ এক আদীমতম স্পৃহা।
আমরা শব্দের অধিক কিছু তালাশ করিনা কবি’র কাছে, আমরা চিত্রকল্পের বাড়ান্ত সিমানায় শুধু রোপন করছি ভাবনার নি:শ্বাস।
তাই কবি আর কবিতা মননশীলতার সবচে পরিণত পরিচয় যুগান্তে
আপনাকে অনেক ধন্যবাদ!!
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৯
ইসিয়াক বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: পোষ্টের সাথে ছবি না থাকায় আপনার পোষ্ট নজরে আসেনি, দুঃখিত। আপনার লেখায় শক্তি আছে।
দারুণ বলেছেন । সহমত ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫১
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ!!
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মোহময় কবিতা। ঘোর লেগে গেলো। আরো লিখবেন। পাঠক আছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৮
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
সুখিত হলাম!
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
+
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি! ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
জাহিদ অনিক বলেছেন: বাহ ! কবিতা ভালো লেগেছে
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইল
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪১
আনমোনা বলেছেন: অনেক আগে সুখী যুবরাজের গল্প পড়েছিলাম। প্রায় ভুলেই গিয়েছিলাম গল্পটার কথা। আপনার কবিতা পড়ে মনে পরলো। খুব ভালো লাগলো কবিতাটি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৩
সোনালী ডানার চিল বলেছেন: অস্কার ওয়াইল্ডের গল্পটি আমার সবসময়ের প্রিয়-
তাই কবিতায় উঠে এসেছিল অজান্তে;
আপনাকে অনেক ধন্যবাদ! ভালো থাকুন সবসময়
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
ইসিয়াক বলেছেন: আপনার কবিতার আমি দারুণ ভক্ত হয়ে গেছি।
শুভসন্ধ্যা