নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পাথরপ্রবাল একটু একটু করে গ্রাস করছে ভোগসত্তার উল্টোরথ

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭



অগুনন সমুদ্রগামী জাহাজ ভীড় করেছে অগভীর পোতাশ্রয়ে সহসা।
বেগুনি মাস্তুলে ভর করে সপ্তর্ষিমন্ডল দেখছে সাদা পোষাকের পোর্টমাষ্টার-
দু’টো জলজ শামুক লেনাদেনা ভুলে তাকিয়ে আছে দূরবর্তি বাতিঘরের চুড়ায়;
শব্দ আর ধোয়ায় ঢেকে রয়েছে নিহারিকার পাতলুন-
ট্রাপিডের ঝাক ক্ষণাজন্মা জীবনে মেতে পার হচ্ছে প্রবালপ্রাচীর-
এখানে সময় অপেক্ষার নিকষ অন্ধকারে একরকম থেমে থেমে হুইসেল বাজিয়ে চলেছে;
নাবিকের হাতে ধরা সস্তা মদের পেয়ালায় উড়ে ঘুরছে নীল মাছির দল।

সুদৃশ্য প্যাকিং বক্সে দীর্ঘজীবি প্রসাধন আর ভোগ্যপণ্যের মজুদ-
কর্কশিটের বাতাসহীনতা ভেদ করে তাদের নির্জীব জীবনাচারণ সময় কখনও গোনেনি আর;
সময় শুধু প্রাণীসকলের আপনার বিষয়; পচনশীলতায় যেন একমাত্র বেধে রাখা তারতম্য।

আর, একটি রেখা শুধু- সামান্তরাল; সামান্ততান্ত্রিক
পণ্যের বেহুদা সংশ্রবণে ক্ষয়ে যাবার নিয়তি মেনে অদৃষ্ট তাদের নিয়তি বেধে দিয়েছেন;
অণু-পরামাণুর বিয়োজন তাদের পৃথক করেছে স্রষ্টার ছলাকলায়,

কাঠের বাক্সে ঈষৎ আন্দোলন-
ধরো তাদের সুগঠনে বিয়োজিত প্রাণোদনা;
নাবিকের অস্থি গিলছে মদের পেয়ালা:
চারপাশের অদৃশ্য কিটপতঙ্গের রাশি স্থির,
নুড়িবরেগা আর পাথরপ্রবাল একটু একটু করে গ্রাস করছে ভোগসত্তার উল্টোরথ!

সময়, তুমি তখন কোন গোত্রের?
নক্ষত্র তোমার উজ্জ্বলতর আলোকসম্ভার কোন মাদলের পরাভব!
ক্যাপ্টেনের চোখ তো দূরবীনের নৈশাহার-

চকিতে এই পালাবদলে জ্ঞানের শন্ডা শুধুই বিহ্বল সরিসৃপ;
অত:পর এই দৃশ্যে আমি না হয় আর একবার ভেবে নিলাম
আক্ষেপের বুননে বুনা আপেক্ষিক জীবনের কথা-
তারপর নির্জীব চাহনিতে অপেক্ষায় রইলাম ক্ষয়ের, নিয়তির!!

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন: ওহ প্রিয় কবির আরেকটি কবিতা .............।
সন্ধ্যায় এসে পড়ে মন্তব্য করবো। কাজে ব্যস্ততা তাই ক্ষমা প্রার্থনা করছি ।
শুভকামনা রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
বিশদ মন্তব্যের অপেক্ষায় রইলাম...

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর একটা চমৎকার কবিতা পড়লাম। অসাধারন ভাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ জাদিদ ভাই।
অনেকদিনপর ব্লগে ফিরে লিখতে খুব ভালো লাগছে!
শুভেচ্ছা রইল.....

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: খুব কঠিন কবিতা।
বুঝতে বেগ পেতে হলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতার মন্তব্যে
একটু উল্টোপথে হাটার কবিতা বলা যায়...

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা
++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ-
শুভকামনা রইল!

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। সোনালি ডানার চিল নিয়মিত হওয়াতে ভাল লাগছে । সুস্বাগতম ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৬

সোনালী ডানার চিল বলেছেন: কবি, আমারও ভালো লাগছে।
আশা করি নিয়মিত লেখা যাবে- আপনাকে ধন্যবাদ

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ইসিয়াক বলেছেন: ঘন নিকষ কালো আধারে দুর থেকে বাতি ঘর দেখতে খুব ভালো লাগে। ছোট বেলায় স্কুলে কবিতা আবৃতি করে একটা বই পেয়ে ছিলাম বইটার নাম ছিলো বাতি ঘরের বুড়ো । কবিতা অসম্ভব রকমের ভালো লেগেছে।
ধন্যবাদ ও শুভকামনা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২০

সোনালী ডানার চিল বলেছেন: বাতিঘর নিয়ে অনেক রহস্য গল্প আছে।
তাছাডা বাতিঘর শব্দটি অনেক কবিতায় ব্যবহৃত হয়েছে-
আমার কবিতা ভালো লাগছে জেনে আনন্দিত হয়েছি!
আপনার জন্য একরাশ শুভেচ্ছা!!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অন্যরকম শব্দের বিন্যাসে দারুন কবিতায় মুগ্ধতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে;
ভালো থাকুন সবসময়

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতার মন্তব্যে
একটু উল্টোপথে হাটার কবিতা বলা যায়...

ধন্যবাদ মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৮

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ- কথোপকথোন কাব্যানুভূতির পরিপূরক

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ কবিতাটি ভালো লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৯

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা।
শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.