নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
তুমি ইভান বুনিন’কে চেন? যাকে নিয়ে আমি প্রথম কবিতা লিখেছিলাম আর শ্যাওলাঢাকা একটি প্রমাণসমান স্ট্যাচু যাযাবর সময়পাতে গুগুল থেকে কেটে এনে বসিয়েছিলাম অলংকারসমেত।
তুমি ইমপ্রেশনিষ্টের অবাক রঙধারার প্রথম ছবিটি দেখেছ! সৎ তুলির এমন বিচিত্র ভাবানুবাদ আর কখনও মানুষ আকে নি। আমি ক্লদ মনে’কে সবসময় রেনোয়া’র সাথে মিলিয়ে ফেলি। বিস্তর শিল্পকর্মকে তাবৎ অর্থঋণের বিনির্মানে যৎসামান্য সম্মান দিয়ে পরিমাপ করি ক্যানভাসের পরিধি!
তুমি ও হেনরি’র পূর্ণ নাম স্মরণ করতে পারো! তার জেল পালানোর কষ্টময় দিনগুলোতে সে শুধু একটি সবুজ দরজা খুজতো। যেমন আমি, প্রতিটি কবিতায় সবুজ দরজার ছাপ মেরে চলেছি! যদি কখনও নির্জন কোন সন্ধ্যায় একটি সবুজ দরজার ঠিকানা পাই, শুধু সেই দু’জোড়া চোখ বহুবার দেখবো বলে।
নরম ক্রাইসলার চড়ে বিভা চা খায় টঙ দোকানে, অযুত বিগ্রহ সমেত গঙ্গায় ডোবে মানুষের কারুকাজ-
ক্ষতে বিভ্রম টেনে আকাশরথে পাক খায় জিব্রাইলের ডানা; মানুষ এখন ভিন্ন আসমানে সংকেত পাঠায় অস্তিত্বের জানান। কোন কোন ছাড়পত্রে থাকে বিবর্তনের সূদীর্ঘ ছায়াপাত কিংবা সঘণ বুদ্ধিমত্তার ধূসর দীপালি।
সময় এভাবেই সাক্ষর রাখে কালের তুলিতে। বিচিত্র গুহাচিত্রে প্রফেসর শঙ্কু খুজে ফেরে প্রস্তর-মানুষ। হাতুড়ে কাস্তে নিলামে তুলে স্তালিন হুইস্কি পান করে হোজ্জা নাসিরুদ্দীনের সাথে।
তারপর, একদা বিলুপ্ত হয় মানুষের বসতি। অতিকায় টিরানোসরাসের মতো নেমে আসে পূর্ণদৈর্ঘ্য আধার। নিচ্ছিদ্র নির্জনতায় মুছে যায় যাবতীয় স্বাক্ষর, যা মানুষ রেখে যেতে চেয়েছিল প্রজন্মের সকাশে; শুধু ভুলে গিয়েছিল, প্রতিশ্রুত নিকষ অন্ধকারের কথা।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১০
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ- আপনাকে!
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
ইসিয়াক বলেছেন: শুধু অন্য রকম ভালো লাগা .....।
শুভকামনা রইলো ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১১
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে ধন্যবাদ- শুভেচ্ছা রইল
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। অসাধারণ। অনেক কিছুই আবার চেনালেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১২
সোনালী ডানার চিল বলেছেন: এসবই আমাদের ভাবনার অনুসঙ্গ
বারবার ফিরে আসে-
শুভেচ্ছা রইল
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শব্দ সুষমায় অনবদ্য কবিতা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১২
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি ফিরে আসাতে আবারো দারুন সব কবিতা পড়তে পারছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৩
সোনালী ডানার চিল বলেছেন: আমিও খুব উপভোগ করছি-
তবে অনেকেই মিস করছি
ভালো থাকুন কবি!
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: একটু সহজ করে লিখুন। বুঝতে বেশ বেগ পেতে হলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৬
সোনালী ডানার চিল বলেছেন: মনে যা আসে তাই লিখি-
কঠিন সময় শক্ত শব্দ আনে
সহজ সময় সহজিয়া কথা বলে-
আমরা, সহজ সময়ের অপেক্ষায়....
শুভকামনা রইল
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১২
হুমায়রা হারুন বলেছেন: চমৎকার
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৬
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ- ভালো থাকবেন
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ !
যেন আর্কিওপটেরিক্স থেকে বর্তমানের মুখবন্ধ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৭
সোনালী ডানার চিল বলেছেন: সে যা বলেছেন...
শুভেচ্ছা রইল
৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩১
মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: এই ছবিটিইতো ইপ্রেশনিজম এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িতো।কতো সুন্দর বর্ণনা আপনার।মুগ্ধর বেশি কিছু হবার ক্ষমতা নেই।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর