নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

খোয়াবনামা অথবা প্রতিবিপ্লবের স্বপ্ন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০০



কখন কান্না আসে জানো-
যখন নুইয়ে পড়ে সব বেদনা যাতনার কারাগারে
অস্পষ্ট বিপ্লব চাপা সুগন্ধী ছড়ায় মনন্তরে মানষিক
অক্ষমতার পরিপূরক শ্লাঘা দারুন ছায়াপাত করে
অন্তরে এবং অবশ্যই অস্তিত্বে;
আমি বিশ্বাসের মহিরুহে পাচটি অক্ষদন্ড মেনেছি
আমি সাগ্নিক সত্যাচারের সবচেয়ে বয়স্ক পুথিটি
মিলিয়েছি বৈচিত্র্যের দ্রাঘিমায়-

ক্ষতিপূরণ যেখানে অনায্য, সেখানেই ফুসে উঠে ক্ষোভ
যে মেঘের আড়ালে ভোরের দীপালি সে মেঘ ভাঙবেই নিশ্চিত;
যে বিপ্লবে স্বপ্ন পূষে আছে সে বিপ্লব সুরভী ছড়াবে কোনদিন!

কখন দূ:খ হয় জানো-
যখন মনে হয় সেই সারিতে আমি নেই যে সারিতে
প্রতিবিপ্লবীগণ চা খেতে খেতে ফেষ্টুন বেধে নিত করোটিতে,
সাদা মখমলের মতো শুভ্র সকালে, অনন্তর শপথ আর
দাম্ভিক উচ্চারণে এক এক করে গেথে ফেলতো মুক্তির পারদ, কব্জিতে!

অক্ষম তো সেই যে কাদে, যে দূ:খিত হয়ে রয়-
মানুষের পরিচয়ে ওরা যারা পাষবিক, মানুষের ভেতর অথবা যারা মানবিক
তাদের মধ্যখানে এই অক্ষমের বসবাস-
আর, স্বপ্নই তো মুক্তি-
স্বপ্নই আমারও মুক্তি; কান্নার বিযুক্ত অশ্রপাতে না হয়
আর একটু সংযত হোক সম্ভ্রমের পরিচ্ছদ।।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্বপ্নই মুক্তি !
অনেক ভালো লাগলো কবিতা। আজ ব্লগে বেশ কিছু ভালো কবিতা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা আর
স্বপ্নের সৌভিক সমাচার-

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।

স্বপ্ন মুক্তির পথ দেখায় ঠিক, কিন্ত স্বপ্নকে বাস্তবতার পথ দেখায় বিপ্লব।

অনেক অনেক ভাল কবিতা এটি।
কিছু টাইপো কি একটু ঠিক করে দিবেন কষ্ট করে।

শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগছে, আপনাকেও আগের মতো কবিতা পড়াতে পারছি-
স্বপ্নই পুষে রাখে বিপ্লবের নায্যতা- গতদিন একটা ডকুমেন্টরি দেখলাম ‘নবারুন’
কবি’কে দেখতে দেখতে কবিতায় নিজেকে সমার্পন!!

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত কঠিন শব্দ
অনেকগুলির অর্থও জানি না।
আরেকটু সহজ করে লিখা যায় সোনালী ডানা?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০

সোনালী ডানার চিল বলেছেন: আমি খুব দূ:খিত।
কিছু ক্ষোভ সহজ কোন শব্দে প্রকাশ হয় না!
যেমন বিপ্লবের জন্য সবাই মনোনিত নয়!

আশা করছি অন্যদিন একটি অন্য কবিতা শোনাবো!
ভালো থাকবেন- ধন্যবাদ

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন: প্রিয় কবির কবিতায় আবারো ভালো লাগা ।
চমৎকার লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০১

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ-
ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
শুভকামনা নিরন্তর!

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: একটি ভালো লেখা পড়লাম। কবিতায় +++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৯

সোনালী ডানার চিল বলেছেন: আমার কবিতায় আপনাকে স্বাগত-
শুভকামনা রইল

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: "স্বপ্নই আমারও মুক্তি; কান্নার বিযুক্ত অশ্রুপাতে না হয়
আর একটু সংযত হোক সম্ভ্রমের পরিচ্ছদ।"
-তবে তাই হোক। সৃষ্টি হোক তব নতুন ইতিহাস। কাব্যে ভালো লাগা রেখে গেলাম।++
পাশাপাশি বিজনদার সুরে বলছি অজস্র টাইপো রয়ে গেছে। এমন একটি কাব্য টাইপো মুক্ত হলে আরো ভালো লাগতো।

শুভকামনা জানবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২২

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
মোবাইল ফোনে (আইফোনে) লিখতে যেয়ে আমার অনেক শব্দ ধরা হয় না-
শুধু ছোয়া হয়! আশা করছি শিঘ্রই সমাধান হবে!
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল

৮| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৩:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার কবিতা।

ধন্যবাদ বিজন দা'কে সুন্দর কবিতাটি পড়বার সুযোগ করে দেওয়ার জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

সোনালী ডানার চিল বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা-
ভালো থাকুন সবসময়

৯| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭

অব্যক্ত কাব্য বলেছেন: জীবন্ত সুন্দর!

১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.