নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
কখনও যখন সাগর নুয়ে পড়ে
আকাশ বাঁধে দীর্ঘঃশ্বাসের খোঁপা
আমার পরাণে তোমার বিষহুল
প্রেমহীন শোক যায়কি তখন মাপা?
অংশপূরাণ হংস সায়রে খেলে
চতূর্ভূজের পুরোটাই খেয়ালী
দুঃখ নাটাই তোমার হাতেই ছিল
অপেক্ষার নামে এ কোন হিয়ালী!
চিকন সতেজ পাথররঙের ফল
অসম এক দ্বন্ধে ভরা মন
আমার পকেটে ডিমের খোসা রেখে
জোৎস্না কি ভেজাবে চোখের কোণ!
আবেগসবেগ পুরোটা তোমার দান
সন্ধ্যা এখন কৃষ্ণের গোয়ালে
ফানুস উড়িয়ে প্রতিবন্ধী প্রেম
প্রশ্ন করে কতটা খোয়ালে?
কতটা হারালে কবি হতে পারে কেউ
কতটা দূরে নিশ্চুপ বাতিঘর
কান্নার রঙ কেন আজ বিষাদী
তৃষার মায়ায় হৃদয়ে অন্তর্জর।
তোমাকে নিয়ে এই প্রেমপ্রেম খেলা
মুছে ফেলার দারুণ সাহস নিয়ে
বর্মে ঢেকে গচ্ছিত স্মৃতিখানি
কিনেছি অশ্রু সবটা স্বপ্ন দিয়ে।।
(এটি আমার অনেক আগে লেখা- তখন বিভিন্নভাবে লেখার চেষ্টা করতাম।
অনেকেই আমাকে অন্যভাবে লিখতে বলেছে, শুধু তাদের সমীপে! কবিতাটি সামহয়্যারইন ব্লগে
পূর্বে প্রকাশিত হয়েছিল!)
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১২
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ- ভালো থাকুন সবসময়
২| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৪
নীল আকাশ বলেছেন: ছবি খুব সুন্দর লেগেছে।
আপনার কবিতা এই ১ম পড়লাম।
ধন্যবাদ।
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:০২
সোনালী ডানার চিল বলেছেন: এ ছবিটি আমার পছন্দের-
পল বন্ডের ম্যাজিক রিয়ালিজম সিরিজ!
আমার কবিতায় স্বাগত
৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর কবিতা।
অনেক অনেক মুগ্ধতা।
শুভেচ্ছা নিবেন প্রিয় কবি।
ধন্যবাদ
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ-
শুভেচ্ছা রইল, ভালো থাকুন সবসময়
৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা রইল
৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: দুর্বল কবিতা।
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:১৬
সোনালী ডানার চিল বলেছেন: আমারও মনে হয়েছিল। ২০১২/১৩ তে লেখা।
এজন্য এগুলো নিরীক্ষা সিরিজ!
ভালো থাকবেন সবসময়-
৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮
ইসমাঈল আযহার বলেছেন: ভাল লেগেছে
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০
সোনালী ডানার চিল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ-
শুভকামনা রইল
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিটা সুন্দর !
কবিতা পড়লেই বোঝা যায় ইনিশিয়াল স্টেজের। ২০১৩ তে লিখেছিলেন এটা তাই না !
সেটা ছিলো নীরিক্ষা -১। সেটার ছবিটাও সুন্দর ছিলো।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে কি আমার চেনা উচিত!
অনেকদিনের কথা সেসব-
তবে এভাবে আমার কবিতার শুরু নয়; মাঝখানে বলা যায় নিরীক্ষার জন্যই পরীক্ষা-
কৃতজ্ঞতা আর শুভকামনা-
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগলো আপনার নিরীক্ষণ থ্রি।
আপনার আগের পোস্ট থেকে আমি আপনার কবিতাপ্রেমী হয়ে গেছি। শুধু অনুরোধ করবো বানানগুলোর ব্যাপারে আরো একটু সতর্ক হতে। সেদিন অবশ্য আপনি বলেছিলেন ফোন থেকে ব্লগিং করার জন্য অসুবিধা হয়। উল্লেখ্য যে আমি নিজেও স্মার্ট ফোন থেকে ব্লগিং করি। একটু অসুবিধা হয় ঠিকই।
শুভকামনা জানবেন।
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮
সোনালী ডানার চিল বলেছেন: মন্তব্য্ কৃতজ্ঞতা!
কবিতা ভালো লেগেছে জেনে সুখিত হলাম-
শুভেচ্ছা রইল
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৯
মাহের ইসলাম বলেছেন: আমি কেন জানি কবিতা লিখতে পারি না।
অথচ, আপনার কতো সুন্দর কবিতা লিখেন !!!
শুভ কামনা রইল।
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯
সোনালী ডানার চিল বলেছেন: সময় সহায় হোক
একদিন আপনার লেখাও কবিতা হয়ে উঠবে..
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর কবিতা