নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পাতাবাহার সময় পাল্লা দেয় গিরগিটির ব্যবহৃত সব রঙের বালতিতে

০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৪



চলো মুখোমুখি বসার পর, আত্মা খুলে টেবিলে রেখে
সবুজ চা পান করার আড়ালে পরস্পরের চোখে চোখ রাখি আবার:

যে চোখে শোকান্ধ গিরগিটির উকি
যে চোখে সোনালি আইশ্যাডোর বাহার
যে চোখে কাম আর মনোরম তৃষা- সে চোখ দেখবার বাসনায়
কতশত নিহারিকা পাড়ি দিয়ে এই হতদরিদ্র টেবিলে এখন-

তেপায়া টেবিলটা টলমল; দু'দুটো আত্মার ভারে
উল্টোদিকে আমার অন্তর বিষে আছে আত্মজ শোকে;

চোখে চোখ, পাতাবাহার সময় পাল্লা দেয় গিরগিটির ব্যবহৃত সব রঙের বালতিতে;
যেখানে পড়ে আছে সবুজ চায়ের নিসৃত আশ
ফেলে যাওয়া আইশ্যাডোর ফুটকি আর
পরিত্যাক্ত একটি প্লাস্টিকের হৃদয়, ধর্মগ্রন্থ আত্মা বলে যাকে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪২

সোনালী ডানার চিল বলেছেন: সব সরল সুন্দর
সব সুন্দরই সরল
সব বাসনায় লুকিয়ে
থাকে, প্রচ্ছন্ন গরল-


শুভেচ্ছা ভাই

২| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

অত:পর চোখে চোখ রাখতেই সবুজ চায়ের ধোঁয়ায় মুখরিত ক্ষণ;
আবছা আলোয় তুমি যেনো জরাজীর্ণতায় আচ্ছন্ন;
চোখে চোখ রাখা তো হলো.......... আনমনাতে
চলে যাই স্মৃতির পিছনে।

যে চোখে নিকষ আঁধারী কাজল ছোঁয়া, সে তোমার জন্য
সে কাজল গলে কপোল বেয়ে পড়ে সময়ের ঘামে,
আইশ্যাডোর আড়ালে লুকিয়ে আছে এখনো এক টুকরো বিরহ।

যে চোখে তোমার ছিলো না আমায় দেখার তৃষ্ণা
যে চোখে ছিলো না মন বুঝার অনুভূতি
আজ সেই চোখে দেখতে পাই করুণা.... আর
আমায় কাছে পাবার আকূতি শুধু।

অথচ একদিন মধ্যিখানে টেবিল দু'পাশে তুমি আমি
চোখে চোখ রাখতেই চোখ সরিয়ে নিয়ে অবহেলার
মালা পরিয়ে দিয়েছিলে গলায়.....
উঠি উঠি ক্ষণ তোমার, যেনো রাজ্যের কাজ মাথায়।

কত সহস্র ক্ষণ কত অযস্র প্রহর শেষে তুমি আমার সম্মুখ
তোমারা ভালোবাসা পাওয়ার জন্য কতই না ছিলাম উন্মুখ;

প্লাস্টিকের টেবিল নেতিয়ে পড়ে ধূলোয় যেনো
তুমি হীন আমার বিরহের ভারে....... এখনো প্রবল তৃষ্ণা
তোমাকে ছুঁয়ে দেবো বলে।

উল্টোদিকে তোমার মনে কী আছে এখনো দুনোমনা,
কীসের শোক কে জানে, চোখ যেনো গভীর সমুদ্দুর
ডুব দিলেই ফের আমি হারিয়ে যাবো,
ভালোবাসার জলে সাঁতার কাটতে না পারার আক্ষেপ
দৃষ্টি কেনো আজও তোমার আনমনা?

চোখে চোখ, দুজনার মন দুদিকে ভাবনার সমুদ্দুর দিচ্ছে পাড়ি
পাতাবাহারের রঙ ছড়ানো একটি প্রহর
চারিদিকে ঘিরে আছে দুপুর রোদ্দুর, অথচ তোমার নি:শ্বাসে
পাইনি এখনো প্রেমের উষ্ণতা,
ইচ্ছে খুব বুকের বামে হাত রেখে দেখি
তোমার দেহজুড়ে যে আত্মার চলাচল সে কি অনুভূতির দেয়ালে
আমাকে নিয়েছে আজ বেঁধে?

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫০

সোনালী ডানার চিল বলেছেন: আপনার মন্তব্য আমাকে সেই সময় মনে করিয়ে দিল- যখন ব্লগে খুব লেখালেখি হতো;
গ্রুপ ছিল; আর কবিরা ছিল নিতান্তই একপেশে- আমারা কজন, খুব লিখতাম, ভাবতাম-
পরস্পরের কবিতায় মন্তব্য করতাম কবিতার ভাষায়; আর কবিতার বিষয় এবং চরিত্র
হয়ে উঠতো সেই সব সবযোদ্ধা কবি’রা- দারুন সব কবিতা এসে যেত-
তাদের অনেকেই এখন কবি, বেশ কবি, কেউ লেখে না- কেউ চাকুরি করে, কেউ লিটল ম্যাগ ছাপে;
আর আমি দূর থেকে মেপে মেপে দ্রাঘিমা আর মান্নন সৈয়দ পরিমাপ করি- সমুদ্রালোকে অপার্থিব
জ্যোৎস্নায় কখনও কবিদের কথা মনে পড়লে ঢেউয়ের ফসফরাসে মিশিয়ে দিই স্মৃতির কর্পূর!

আপনার মন্তব্যে কৃতজ্ঞতা! হয়ত কখনও এর প্রতিউত্তর সামহয়্যারইনে লিখে বিলি করবো,
আর জনান্তিকে স্ক্রুল করে সময়ভ্রমণে বিবশ রবো, কবিতায়...

৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে প্রিয় কবি ।
আপনার আগামী দিনগুলো সুন্দর কামনা করছি।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কবি
খুব ভালো থাকা হোক-

৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম আলো ব্লগে হতো এমন ছড়ার মন্তব্য ছড়াতে উফ কী দারুন সময় ছিলো্ । জামিল ভাইয়া একটা বইও বের করেছিলেন কবিতা ছড়া আর মন্তেব্যর কবিতা ছড়া দিয়ে । বইটি সারাজীবন সুখের স্মৃতি হয়ে থাকবে। সে সময়ে আমি ছিলাম না আলো ব্লগে। কিন্তু পরবর্তিতে লিখেছি আর এমন মন্তব্য পেয়েছি করেছিও বেশ।

সুন্দর উত্তর দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন
লিখতে থাকুন স্বাচ্ছন্দ্যে আনন্দে

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৪

সোনালী ডানার চিল বলেছেন: নিচের লেখাগুলো সে সময়ের প্রতিউত্তর-

১।
মনোবিকারের চুপচাপ ঢেউ
জানে না হয়ত কেউ, হঠাৎ
হৃদয়ে যে ভালবাসাময় টান
ছিঁড়ুক, অসময়ে হতাশার বান
কেউ মানুক বা দেখেও ফিরে যাক
বিষাদের ঘরে; খিল লাগিয়ে আনমনে
আমার স্বপ্নাভ সুখ এখন অন্যের
দরোজার, জানালার পর্দা হয়ে কাঁপে
কষ্টে!
হয়ত; অথবা মৃত্যুকে দেখার অভিজ্ঞানে!

২।
কবিতা কি আসলে ভাবায়, নাকি
কবিতার ভাবনা কখনও একতাল কাঁদামাটি নিয়ে
ছুঁড়ে মারে বাস্তবের বিভৎস মুখোসে;
সময়ের আদলে যার নিজস্ব প্রতিরুপ
সারারাত কথা বলা পাখিদের সাথে মৃদ্যুআলাপ
ঘুম ছুটানো টানাগাড়ী ফেরি করে পাতালের শাসন
বিবশ মুখে যা ইচ্ছে বলবার স্বাধীনতা
আসলেই ভাবনায় ফেলে
আমাকে, কবিতাকে
কবি, তোমাকেও!

৩।
অতঃপর নিভে যাওয়া জীবনের স্বাদ
শেষ হওয়া লেনদেন কুড়ায় অন্য জীবনের রুহ্
ফিরে ফিরে পাওয়া জীবনচক্রের মাথায়
জোছনা ঢেলে মিছিমিছি স্বপ্ন বানায়
লাল নীল মাছ
কৃত্রিম সরোবরে

তাদের কোনো আত্মা নেই।

৪।
শোকের বিশদ সন্তারণ
শীতের লেপের মত তুলে রাখি মাচায়
স্বপনবাজের দাওয়ায় স্বপনবুড়ো হয় নিয়োগী মশাই
যখন বেভুল মানুষজন চাষাবাদ করে শব্দঢালে
আমার হতাশা পুঁতে রাখবো আজ তুলোর বালিশে
ব্যবহৃত কাঁথায়!!


আপনাকে অনেক ধন্যবাদ, আর শুভকামনা-

৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলোই অসাধারণ
আপনার লেখা আমার খুব ভালো লাগে
শুভকামনা

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৩

সোনালী ডানার চিল বলেছেন: কৃতজ্ঞতা- আর ধন্যবাদ

৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকটা অমন একজোড়া চোখে মুগ্ধ হয়ে একযুবক কাটিয়ে দিয়েছে একযুগ
অথচ এখন তার সন্ধ্যার কফিবেলা কাটে একেলা।

কবিতা ভালো লেগেছে।

০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৯

সোনালী ডানার চিল বলেছেন: মন্তব্যে ভালোলাগা-
একাকিত্বের ভেতর যে বিষাদ তা অনেকটা চিনি ছাডা ক্যাপাচিনোর মতো-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.