নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পরিণতি জানে না অপরিণত পরিযায়ী

১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫




শব্দের কোন সীমানা নেই, বৈসাম্যের সকাশে
মৃত্যুর কোন ব্যত্যয় নেই এই অপরাধের অরণ্যে, যখন
দহন আর অসংযম পরস্পর একই পরাগায়নের সম্ভূত

আমি যতটা দূরে নিরাপদ গোলার্ধ, সেখানে বসে
কান বাড়িয়েছি ২০১১ রুমের জমাট হুংকার আর চাপা
আর্তনাদে; আমার কান অত:পর তার শ্রবণশক্তি হারালে
আমি হাত পাতি সংরক্ষিত অশ্রুর লবনাক্ত ধারাপাতে-
আর আমার অস্তিত্ব টলে উঠে, আমার মস্তিস্ক অপরিচিত
ঘ্রাণে সনাক্ত করে পরাহত রক্তক্ষরণ!

পশু হয়ে জন্মায় যারা- অথবা যারা জন্মে পশু হয়ে যায়
তাদের সম্মিলিত আয়োজন অযুত নক্ষত্র নিস্প্রভ করে;
এখানে কান্নার কোন কোরাস নেই, শুধু কয়েকটি নিহারিকা খসে পড়ে রাতান্তে;
ক্রমাগত শোক নেমে আসছে শোভিত এ কারাগারে-
আজ মানুষ শেকলে বাধা-
আজ পশুর নখরে পরিযায়ী ঘুংঘুর;

শব্দের কোন সীমানা নেই, তাই আমি শুনেছি ইথারে
সেই গুঙানি, অস্পষ্ট এবং রুধির-
ইথার কখনও জমা করে না বালখিল্য চলচ্চিত্র;
শুধু একটি বজ্রপাতের সাথে প্রেরণ করে নীলাভ বাষ্প-
দাম্ভিক পতঙ্গের এ বড় অদ্ভূত পরিণতি!!

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( অনুভূতি

কবিতা সুন্দর
ভালো থাকুন

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯

সোনালী ডানার চিল বলেছেন: হ্যা, এসব অনুভূতি- এবং অনুভব
আপনিও ভালো থাকুন

২| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি-
নিরন্তর শুভকামনা

৩| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

ইসিয়াক বলেছেন: চমৎকার।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

সোনালী ডানার চিল বলেছেন: তবে ব্যাপারটা চমৎকার নয়-
শুভেচ্ছা রইল

৪| ১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

হাফিজ বিন শামসী বলেছেন: এখানে কান্নার কোন পুরুষ নেই, শুধু কয়েকটি নিহারিকা খসে পড়ে রাতান্তে;
ক্রমাগত শোক নেমে আসছে শোভিত এ কারাগারে-

কষ্টে মোড়ানো সমসাময়িক চিত্র গুলো সুন্দরভাবে উঠে এসেছে কবিতায়।অসাধারণ।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ
স্বাগত আমার কবিতায়, ভালো থাকুন

৫| ১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ-
ভালো থাকুন সবসময়, শুভ অপরাহ্ণ

৬| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫

শুভ্রনীল শুভ্রা বলেছেন: কেউ পশু হয়ে জন্মায়না। পরিবেশ তাকে পশু বানিয়ে ফেলে।
গভীর বেদনার আর্তনাদ বেশ সুন্দর করে ফুটে তুলেছেন কবিতায়! ভালো লেগেছে।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৪

সোনালী ডানার চিল বলেছেন: পশুসকল পশু হয়ে জন্মায়-
মানুষসকলের কেউ কেউ পশুতে উত্তীর্ণ হয়-
কবিতা ভালো লেগেছে জেনে সুখিত হলাম!

৭| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৪

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: তবে ব্যাপারটা চমৎকার নয়-
শুভেচ্ছা রইল

আপনার লেখার ধরন । অনুভূতি প্রকাশের কায়দা । কষ্ট দুখ শোক তাপ ফুটিয়ে তোলার যে কারুকাজ তাই বোঝাতে চমৎকার বলেছি প্রিয় কবি ।
শুভরাত্রি । শুভকামনা রইলো।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

সোনালী ডানার চিল বলেছেন: আমি দূ:খিত।

হ্যা সেটা আমি বুঝেছি-
তবে কিনা, কবিতা যখন বিষাদ বপন করে তখন তা অনন্য হয়ে উঠে, অগোচরে-
সময়ের যাতনা আর দূ:খবোধের পরম্পরায় এই শব্দক্ষেপন ছাডা তো কোন পথ নেই, তাই
যতটা পারা যায় দূ:খময় করার আয়োজন করেছি!

আপনাকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা সবসময় কবিতা পড়ার জন্য, আর শুভকামনা নিরন্তর; শুভ অপরাহ্ন

৮| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ-
ভালো থাকুন সবসময়, শুভ অপরাহ্ণ

আমার একাহ্নে এখন রাত ১১ টা ১০ মিনিট।

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০১

সোনালী ডানার চিল বলেছেন: সময়ের বিভ্রমে যদিও দ্রাঘিমা বদলে দেয় অভিবাদনের সূত্র
তবুও আমরা পরস্পর দু:খিত হয়ে হাত ধরি পরস্পরের...
এই অনুভব অনাবাসী এবং আনুভূমিক-

৯| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হয়তোবা আপনার মতোই শব্দে শব্দে কালক্ষেপণ করা ব্যতীত কিছুই করার নেই !

এরা পরিনতি সম্পর্কে অজ্ঞাত।


কবিতায় ভালোলাগা ....

১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: আমরা যারা নিয়তির কাছে সমর্পিত-
তারা অপেক্ষার ছিপ ফেলে বসে থাকি; এবং
আশা আর আক্ষেপের মধ্যে যে যোজন দূরত্ব
সেখানে শুধু একটি শব্দ খুদা’ই করি ‘বিশ্বাস’
অত:পর নিমগ্ন হই প্রত্যাহিক বেদনায়...

তারপরও শুভকামনা, যার কোন প্রতিরূপ নেই-

১০| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দম্ভের পরিণতি শুভ হয় না।

১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: অমর হতে পারলে না হয় দম্ভ করা যেত-
কিংবা টিরানোসরাস; নিদেনপক্ষে অতিমস্তিস্কের আইনষ্টাইন

দম্ভের পাতলুনে আজ অশুভ বাতাস-

শুভকামনা রইল

১১| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো।

১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

১২| ১১ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সময়ের বিভ্রমে যদিও দ্রাঘিমা বদলে দেয় অভিবাদনের সূত্র
তবুও আমরা পরস্পর দু:খিত হয়ে হাত ধরি পরস্পরের...
এই অনুভব অনাবাসী এবং আনুভূমিক-


সুন্দর।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ বাহ বেশ বেশ, বেশ নান্দনিক শব্দ দিয়ে সাজালেন বটে।
সুন্দর হয়েছে
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.