নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
রোববার ভোর।
আমি বসে আছি ম্যাকডোনান্ডের কোণের টেবিলটিতে। ক্যাপাচিনোর কাপ হাতে। শূণ্য দৃষ্টিতে কাচের ফাক দিয়ে দেখছি, সামনের অপরিসর সবুজে ভোরের কুয়াশার সম্মিলন। দু’একজন জ্যাকেট পরিহিত মানুষ আয়েসী ভঙ্গীমায় হেটে যাচ্ছে সমুদ্রের পথে। অক্টোবরের হালকা কুয়াশা, হেমন্তের পাতাঝরা বাতাস আর খন্ড খন্ড বৃষ্টি। খুব আদুরে অপরিচ্ছন্নতা। পথে- প্রান্তরে, মননে, বাতাসে আর সমুদ্রের ঢেউয়ে। আমি যদিও উপভোগ করতে চাই সবরকম আবহাওয়া, আমি যেহেতু আমার ফেলে আসা উষ্ণমন্ডলীয় দিনযাপনের সাথে মেলাতে চাই এই মেরুদেশীয় শীতলতা, তাই বিভিন্ন ঋতু আমাকে ভিন্ন ভিন্ন উপায়ে মাতিয়ে রাখে। যেমন, এই পাতাঝরা মৌসুমেও আমি ঝরা পাতায় যে এক অদ্ভূত দ্যোতনা থাকে তার ঘ্রাণ নিতে একটুও ছাড় দিই না।
দু’একটি মানুষ কাচের গেইট ঠেলে ঢুকে পড়ে। অর্ডার স্ক্রিনের সামনে দাড়িয়ে অবসাদ ঝেড়ে ফেলে। আমার সামনের কফির মগের তরল ফুরিয়ে আসতে থাকে। আমি ভাবনার রেলগাড়ির মিটারগেজ বিস্তৃত করতে থাকি অক্ষাংশের স্তরে স্তরে-
হঠাৎ চোখ আটকে যায় আমার। একজন তরুনী হাতের প্যাকেট থেকে সামনের সবুজ চত্বরে ছিটিয়ে দিচ্ছে পাখিদের খাবার। তাকে ঘিরে অজস্র কবুতর আর সমুদ্রচিল ঘুরছে পাকে পাকে। নেমে খুটিয়ে খাচ্ছে সবুজ ঘাষের মাঝে ছডিয়ে পড়া সকালের আহার! যেন একটি নক্ষত্রচারী মানবী ছড়িয়ে দিচ্ছে শুভ্র বরফচ্ছটা, আর সবুজ চত্বর মুখোরিত করে অসংখ্য শাদা সূর্য্যফুল উঠছে আর নামছে!
তখনই বুকের মাঝে একরকম শূণ্যতা টের পেলাম। যে হাহাকার আমি পুষে রেখেছি সেই বোধবুদ্ধির সূচনাপর্ব থেকেই। সহমর্মিতার জায়গায় যে ফাকা অনুচ্ছেদ সেখানে শুধু একটি শব্দ বসিয়ে রেখেছি এতকাল- ‘নিজেকে ভালোবাসা’ ! শব্দেরও অধিক যে দায়বন্ধন সেখানে শুধু ‘আমিত্ব’ ছাড়া বিকল্প কিছু নেই।অথচ চারপাশের এই পারিপার্শ্বিকতা যে ভালো থাকার সবচে আশ্চার্য্য সৌরভ, আমি তা আবারও একবার অনুভব করলাম এই সকালে।
টেবিলে রাখা খালি কাপটি একজন ক্রু’মেম্বার নিয়ে যাবার জন্য এগিয়ে এলে আমি সংবিদ্ধ ফিরে পেলাম। ধন্যবাদ জানিয়ে উঠে দাডালাম। আমাকে ফিরতে হবে সমুদ্রপথে, নিজস্ব ট্রেইলে এখন!
১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল
২| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১১
ইসিয়াক বলেছেন: এত সুন্দর করে মানুষ কিভাবে লেখে ।
অসাধারণ । আমি প্রিয়তে নিলাম । এই লেখাটা আমায় অনেকবার পড়তে হবে ।
ভালো লাগা শুধু ভালো লাগা।
১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন: আপনার মন্তব্য দ্রষ্টব্য হয়ে রইল-
কৃতজ্ঞতা কবি!
৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: আমাকেও ফিরতে হবে মুরুপথে - সমুদ্রপথে। ট্রেইল ধরে - - -
১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪
সোনালী ডানার চিল বলেছেন: সবাইকে অত:পর ফিরতে হয়,
নিয়তি সাক্ষর রাখে সময়ের শরীরে-
পরিধেয় মলিন হয় তবুও শব্দেরা খোজে স্বাধিকার, স্বস্তির-
৪| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল আবেগ।
১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫
সোনালী ডানার চিল বলেছেন: আবেগ সর্বদা সহজ, সরল হয়-
তবে সবসময় সুন্দর হয় কিনা জানি না!
৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
মা.হাসান বলেছেন: ব্লগে অধিকাংশ ব্লগার বাংলায় লেখেন। ব্লগার আর্কিওপটেরিক্সকে ইংরেজিতে একটা পোস্ট করতে দেখেছিলাম। বাংলা কি বোর্ডে যারা কম অভ্যস্থ বা যাদের ডিভাইসে বাংলা কি বোর্ড সাপোর্ট করে না তারা রোমান হরফে বাংলা বা কেউ কেউ সরাসরি ইংরেজিতে লেখেন (এরকম ব্লগার খুব কম)। আপনি কোন ভাষা ব্যবহার করছেন জানি না, তবে অটো ট্রন্সলেটর দিয়ে ট্রাই করে দেখেছি, গুগুল আইডেন্টিফাই করতে পারছে না। গদ্য লিখলে যদি বাংলায় লিখেন তবে আমিও পড়তে চেষ্টা করে দেখতে পারি।
১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১
সোনালী ডানার চিল বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমি দূ:খিত, আমি বুঝতে পারিনি আপনি কি বলতে চেয়েছেন!
শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখা