নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

মানুষযন্ত্রের ব্যবহার

১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৩



অনেকেই সকাল নিয়ে আলোচনা করে
কেউবা হারায় অপরাহ্নে-
সন্ধ্যের মেঘমালার লালাভবতায় কেউ উদগিরন করে
মৃন্ময়ি শায়ক;
নুড়ির বিভ্রমে কেউ হয়ত পনিরের মতো আকাশ ছানে
বিষাদে, বিষুবে-
কেউ মাঝরাতে পাতা খুলে তুলে নেয় অযুত শোকমালা
যাতনার অনিশ্চিতে দাহ করে এককালের নি:শ্বাস;

দূরে শাদা শাদা হাওয়াকলে বাতাস লেগে শনশন
তিনটি সবুজ পাখার অচেনা বাতিঘরে নীলাভ অনুক্রম
হীম বয়ে যায় ভেজা ছাউনির জংধরা বাতায়নে;
জ্বলতে জ্বলতে দপ করে নিভে যায় কেউড়ার লন্ঠন
উত্তরসাগরের মাঝখানে একচিলতে সুন্দরবন-

কেউ পিরানহা’র গম্বুজ মুখে ছুড়ে ফেলে অঙ্কশায়িনীর
কোমল রতি:
রাতের সাথে এ এক অবাক সন্ধি, মানুষের-যন্ত্রের!

কয়েকটি বিকাল আমি শালপাতায় মুড়ে রেখেছি
সংরক্ষিত পাতাল-কুঠুরীতে
কয়েকটি নিভাজ ভোরে আমি উড়িয়েছিলাম বিষন্ন সংকেত
যেখানে নামানুষ নাযন্ত্রের করোটির কিছু প্রকরণ ছিল
রাতের বুদবুদে আমি শুধু মেলে ধরেছিলাম জোনাকির ফানুস;

তারপর, একে একে অন্যের হয়েছে সেসব দিনযাপন
এরপর, বিলিয়ে দিতে দিতে গচ্ছিত বারুদের রাত শেষ
প্রণয় এখন খুব অবাক আর দূরগামী নক্ষত্রের অকিন্চিত আভা,
বেমালুম ভুলে যাওয়া নষ্ট-স্বপ্ন!

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: কি বলবো ? অনেক ভালো লাগা । ।

শুভকামনা রইলো।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯

সোনালী ডানার চিল বলেছেন: শুভকামনা আপনার জন্যও
ভালো থাকা হোক-

২| ১৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রণয় এখন খুব অবাক আর দূরগামী নক্ষত্রের অকিন্চিত আভা,
বেমালুম ভুলে যাওয়া নষ্ট-স্বপ্ন!
-

দারুণ!

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য-
ভালো থাকুন সবসময়

৩| ১৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল আবেগ। সহজ সরল সুন্দর গল্প।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ সরল সহজ মন্তব্যের জন্য!!

৪| ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০০

সাইন বোর্ড বলেছেন: অসাধারন লাগল ।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২১

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ!
ভালো থাকুন সবসময়

৫| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি-
শুভ হোক

৬| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২২

সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
ভালো থাকুন সবসময়

৭| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

শিখা রহমান বলেছেন: চমৎকার!!


--- এই স্তবকটা দুর্দান্ত লেগেছে।

শুভকামনা কবি।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার করে কবিতা উদ্ধৃত করার জন্য অনেক অনেক ধন্যবাদ!
শুভকামনা রইল

৮| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: সবটা বুঝতে পারেনি, তবে যেটুকু বুঝতে পেরেছি ভালো লেগেছে।
শুভকামনা জানবেন।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫

সোনালী ডানার চিল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ-
আসলে কবিতার সবটাই কি বুঝার ব্যাপার থাকা দরকার!
কিছুটা না হোক না বোঝার আলো-আধারে থাক!!
শুভেচ্ছা রইল

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ২:২৫

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: খুব ভাল লাগল,এত সুন্দর কাব্য শৈলি মুগ্ধতায় বিভোর

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬

সোনালী ডানার চিল বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা-
কবিতা সৃজনশীলতাকে সমৃদ্ধ করে!
শুভকামনা রইল

১০| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা নিয়ে আপনার কবিতা গুলো পড়ি।
এখানেও মুগ্ধতা রেখে গেলাম।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে-
কবিতায় আপনার মন্তব্য আমাকে সুখিত করেছে
শুভেচ্ছা জানবেন!

১১| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

তারেক ফাহিম বলেছেন: পাঠে মুগ্ধতা।

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ। আমার কবিতায় আপনাকে স্বাগত-
ভালো থাকা হোক-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.