নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

বিকল্প দহন অথবা সাহিত্যের রেত:পাত

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪



তুমি দূ:খিত হলে, বিলেতি সাহিত্যে যে মড়ক চলছে
তা ছাপিয়ে ইংরেজি অনুবাদ স্বেচ্ছা বিলাবে বর্ণাশ্রম-
চলতি ভাষার বিপরীতে পেন্ডুলাম ঝুলিয়েছে যে শব্দতার্কিক;
তার আর বসা হবে না আলতাফ পার্কের পশ্চিম কোণায়-
তুমি দূ:খিত হলে, বিভিন্ন মাপের কান্নার কোরাস থেমে,
থমকিয়ে তারপর আন্তর্জাতিক হবে তথাকথিত।
সমগ্র রচনাবলী সাজিয়ে যে দাম্ভিক তা’ দেয় রঙিন উত্তরীয়ে;
সেখানে সারিবদ্ধ প্রকাশক দু’একটি বিড়ি টেনে ক্ষান্ত হবে বিলেতযাপনে।

তুমি দূ:খিত হলে- হাটুরে’রা কবিতা পাঠের আসরে
ল্যাম্ব কারি মিক্স করবে বাসমতি চালের ঘ্রাণে আর
ব্রাডি আর্ট সেন্টারে ঝুলবে তিন স্তরের প্যাডলক-
তারপর হাস্যমুখে ছবি তোলার পর্ব শেষ হলে;
দূ:স্থ কাঙাল সাহিত্যবেত্তারা মাজায় দড়ি বেধে আবারও
নেশানওয়াইড ব্যাংকের ব্যালেন্স চেক করে দেখবে-
এমাসের সুবিধাকড়ি কত আসলো!

তোমার দূ:খিত হওয়া তাই বিলেতি মজমার অসংলগ্ন রেত:পাত,
বিকল্পে দহন!

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি!

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৪

ইসিয়াক বলেছেন: চমৎকার ।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন: অচমৎকার বিষয়!!
ভালো থাকুন কবি-

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কষে মারলেন যে বড়ো!
কে অমন ক্ষেপিয়ে দিল কবিকে ;)


ভাল লাগলো +++

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮

সোনালী ডানার চিল বলেছেন: কবি’র অক্ষমতা ঢাকার একমাত্র অবলম্বন শব্দের বিপ্লব!
শুভকামনা নিন!

৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ +

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ- সুপ্রিয় ব্লগার!
ভালো থাকুন সবসময়

৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১২

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কবিতা+

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ; কেমন আছেন!
শুভেচ্ছা রইল

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১২

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কবিতা+

৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০

সোনালী ডানার চিল বলেছেন: কৃতজ্ঞতা!
ভালো থাকুন সবসময়-

৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: চমৎকার আবেগ থেকে চমৎকার কবিতা।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

সোনালী ডানার চিল বলেছেন: মন্দ অভিজ্ঞতা, দূ:খিত আবেগ- তা থেকে বিষাদী কবিতা!
তবুও আপনার ভালো লেগেছে জেনে সুখিত হলাম

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০০

কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা - চমৎকার.....

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৭

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে ধন্যবাদ কবিতা পড়ার জন্য,
শুভেচ্ছা রইল

১০| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

নীলসাধু বলেছেন: চমৎকার
কবিতায় ভালো লাগা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়

১১| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর :)

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ-
কেমন আছেন?
অনেকদিন পর দেখা হলো!!

১২| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর :)

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮

নতুন নকিব বলেছেন:




সুন্দর কবিতায় মুগ্ধতা একরাশ!

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯

সোনালী ডানার চিল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ-
খুব ভালো থাকা হোক

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অতি চমৎকার বহিপ্রকাশ ---

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯

সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



খুব ভালো থাকা হোক

প্যাসিভ ভয়েস সবসময় ভালো না লাগলেও মাঝে মাঝে ঠিকই লাগে। একই প্রত্যাশা আপনার জন্যও।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ-
হ্যা কখনও ভালো লাগে-

১৬| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: একদম যথোপযুক্ত

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সোনালী ডানার চিল বলেছেন: সত্য কথন। আমি অনুভব করেছি-

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

শিখা রহমান বলেছেন: কি দুর্দান্ত কথামালা!! এই কবিতায় লাইক না দিলে আসলেই দুঃখিত হতে হবে।

একরাশ মুগ্ধতা কবি। আপনার শব্দের ঝলকে মুগ্ধ হয়েছি। শুভকামনা সতত।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

সোনালী ডানার চিল বলেছেন: আপনার মন্তব্য আমাকে ঋদ্ধ করেছে-
কৃতজ্ঞতা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.