নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
বিপ্লবী ঘুমিয়েছে বলে, তোমার তো জলাতংক নেই
অন্তরে বুনিয়াদি চে’ কাতরায়; কিছুটা শোকে দূনির্বার
আশা’র মতো কাচকলা ঝুলছে ট্রাকের পিছনে
মানুষের সুমহান কসরতসমূহের উল্টোদিকে;
তুমি একলাফে আকাশগঙ্গা পার হও
তুমি একঘুমে পুরোটা পার্বনে থাকো নির্জীব, শুধু
কোন দুধপোড়া কটুগন্ধে তোমার সবকটা লোমকূপ
খুলে বাষ্প বের হোক; অভ্রভেদী চে’র হুংকারে বাজ
পড়ুক চাতালের সব গোয়ালঘরে যেখানে যিশুও জন্ম
নেয়, গাইয়ের পুরুষ্ট উলানে ভবিষ্যতের পনির;
অপেক্ষায়।
বিপ্লবের খরচে দুধের বাজারে চড়া কলোরব
ঘুমানো পুরুষ আলখাল্লা টেনেছে মধ্যম হৃদয়ে
জাগতিক স্বাচ্ছন্দে বিহ্বল ভোগবাদের খানাখন্দক,
খানাতল্লাসির পর যেমন দৃশ্যমান অন্দরমহল।
তুমি নাভীমূলে কৌতুহলে ১৪ টা আরোগ্যসূচ ফোটাও
তুমি লাল কাপড়ের বেহুদা নিশানায় একটি তারা আকো
তুমি বলতেই থাকে এটা অন্যায়- গর্হিত;
অন্যটা ভবিতব্য
তাই তোমাকেই বলি:
দুধ দোহানের অবসরে যে ক’ফোটা চোনা তুমি নির্গত করেছ স্বস্তিতে;
আকাশে যখন সীমাহীন দুপুর-
তোমার চোনারঙা গন্ধ চেনাবে কোনটা আবির, আর অবশিষ্টে নিষাদ।।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ-
কবিতার মন্তব্য সুখিত করে
২| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে কবিতা।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০২
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল
৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর এবং নান্দনিক ।
কবিতার গভীরতা , কবির মর্মস্পর্শী বণর্না যা হৃদয়কে পুনঃপুন ছুয়ে যায় ।
সাহিত্য ,রাজনীতি ,ধর্মের এক অদ্ভুদ সংমিশ্রণ ।
আবারো বলি .......চমৎকার ।
শুভকামনা প্রিয় কবি
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৩
সোনালী ডানার চিল বলেছেন: আপনার মন্তব্য কবিতা তৈরীর উপকরণ-
শুভেচ্ছা রইল
৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫০
সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম! দূর্দান্ত...
শুভ কামনা ডানা ভাই!
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো-
শুভকামনা নিরন্তর, খুব ভালো থাকুন
৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭
সাইন বোর্ড বলেছেন: অসাধারন লেগেছে ।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন, কবিতার সাথে থাকুন
৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
ভালো লেগেছে
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৫
সোনালী ডানার চিল বলেছেন: আপনার মন্তব্য পড়তে গেলে মনে হয়, আপনি ছবি’টি সুন্দর বলেছেন।
এ রকম ভুল হয়ে যায়!
ভালো থাকুন সবসময়
৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩
সেজুতি_শিপু বলেছেন: দারুন কবিতা! খুব ভালো লাগলো।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৬
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকা হোক-
৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। পাঠে আনন্দ পেলাম।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৭
সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা।
আনন্দিত হয়েছেন জেনে আপ্লুত হলাম।
ভালো থাকুন, বিচিত্র স্বপ্ন দেখুন-
৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম প্রিয় চিল।
৬ঙ্ঠ ভালো লাগা রেখে গেলাম।
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
সোনালী ডানার চিল বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম!
কেমন আছেন?
শুভেচ্ছা রইল!
১০| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো আছি আপনাদের দোয়ায়।
আপনি কেমন আছেন?
১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:১৯
সোনালী ডানার চিল বলেছেন: আমিও বেশ আছি-
চলে যাচ্ছে দিনরাত্রি; ভালোবাসা রইল
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনবদ্য!