নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আকাশে রোদ্দুরের কষ, কর্কশ দু’একটি মেঘ
আকাশে অজস্র জলকণা, অস্বচ্ছ পান্ডুর-
তোমারও জলদ মনে- গম্ভীর শোকাভূত আধার
দু’একটি টোকা দিলে যেন, ফেনীল হয়ে যায়
বিষাদী উচ্ছ্বাস;
মায়েস্ত্রো জলোশ্বর, কালের নিলীমায় লিখেছেন-
দ্রোহের অনুবাদ; যেখানে রোদ্দুরের কষ শুকিয়ে কিম্ভূত
কালি, বর্ণের সকাশে ভবিতব্য নিলাম, আর কোন
ব্যতয় থাকে না।
আকাশে পিগমী নোটবুক, রঙিন আরাম কেদারায়
সুঠাম শরীর; আকাশের বমন অস্তিম;
মায়েস্ত্রোর ইশারায় ভেঙেছে কলমের নিব-
তোমার জলদ মনে শোকেরও অধিক হাহাকার
যেখানে দ্রোহ ছিল, সেখানে ক্রোধের সরিসৃপ-
পিগমী নোটবুকে বাহারী নকলনবীশ আকছে, সমুদ্রের
কথা, বৃষ্টির কথা- মুষ্টিজাত; যেন কারুনের উটগুচ্ছ
চাবির খোজে দেহাতি পাথরমানুষ; কৃষ্ণবর্ণ- গম্ভীর!
আকাশে পিরামিড চোখ, বাতাসে সালফিউরিস ঘ্রাণ
মনে এবং মগজে মায়েস্ত্রোর তর্জমা, অনুবাস;
পাতালে পদগুচ্ছ শোভিত সকালের দিগদারি, বিনম্র- বিষুব।
আমি কোথায় পালাই বলো, কোথায় জমা রাখি
মায়েস্ত্রোর দীর্ঘশ্বাস- আমি কত দূরে যেতে পারি বলো
যখন পুরোটা পথেই কথক মন্ত্রের অযুত বিহার!
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন, নিরাপদে থাকুন-
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা পাঠ করলাম।
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার -
খুব ভালো থাকুন, কবিতার সাথে থাকুন!
৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার শব্দকথার, চমৎকার কবিতা।
শুভেচ্ছা কবিকে
০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কবি-
শুভকামনা রইল
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
অনন্ত আরফাত বলেছেন: আপনি অসম্ভব ভালো লিখেছেন!
০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, কবিতা পড়ার জন্য-
শুভকামনা রইল
৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪
ল বলেছেন: কঠিন কবিতা।।।
সমৃদ্ধ শব্দ ভান্ডার।।।।
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আর চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা-
ভালো থাকুন সবসময়
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটি অনবদ্য রচনা।