নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

তুলনামূলক স্মৃতি এবং কলমের ভবিতব্য

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪



আমি আমার জন্মবৃত্তান্ত খুলেছি এই ভোরের হাওয়ায়। সেই বেতনা নদীর উপর যে কাঠের সাকোটি ছিল, সেখানে এখন কনক্রিটের ব্রীজ। যখন আমি বেতনাকে তুলে আনি উত্তর সাগরের স্বচ্ছ্ব শৈতপ্রবাহে- দুটি তুলনামূলক জলহাওয়া আমার শরীরে খেলে যায়। মানুষের অজান্তেই এভাবে নষ্টালজিয়া গ্রাস করে ফুরসতের সময়!

আমি চোখ বুজে উদয়াচলের দিকে নিবন্ধিত হই- আমি নির্জনতার সমীকরনের পরিশেষে অবাধ্য এক কলরোলে ভাগফল তুলে নেই; সাহস আর ব্যাক্তিক বিষ্ময় আমাকে নিবিষ্ট হতে বলে ভাগ্যফলের মেরুবিন্যাসে। যখন সবুজ ঘাসে অস্পষ্ট শিশির দেখি, আমার শিউলী ফুলের কথা মনে পড়ে। অথচ আমি ভুলে গিয়েছি তার সৌরভ! একটানা নীল দরিয়ার পর ফিকে নীল আকাশ। আমার হৃদয় মথিত করে কাশফুলের শুভ্রতা আচ্ছন্ন করে ফেলে দৃষ্টি! তাহলে আমি কি শুধু সময় পেরিয়ে আঘ্রাণ করছি বাল্যস্মৃতির নেপথালিন!

মানুষ অন্তত: বৈচিত্র নিয়ে জন্মায়। যেহেতু মানুষ হওয়া ছাড়া আর কোন অভিজ্ঞান স্মরণে নেই তাই মানুষের অভিব্যক্তি নিয়ে যাচাই করি সময়ক্রম। এই যে ফিরে ফিরে আসা শৈশব; অযোচিত এবং অবহেলিত যৌবন- এবং সদ্য মধ্যবয়সের মেদ, এসবই কি মানুষ্য বিবর্তনের সমৃদ্ধ কালান্তর নয়! একটা সময় পাথর দেখিনি তাই পাথরের পথে আমি নিয়ত চলেছি এখন; একটা সময় সমুদ্র দেখিনি বলেই কি সমুদ্রের গর্জনে ঘুম ভাঙে আমার! সময় কি আসলেই অযুত কোটি বছর আগের সেই কলমের সারবস্তু হয়ে সংক্ষেপিত করছে প্রতিটি মানুষের নিয়তি!

আমার জন্মবৃত্তান্তের সাথে এ যেন এক দূ:খিত হওয়া নির্জন ভাবনা, তার কোন ব্যতয় নেই। যদিও বিষাদ আর হেরে যাওয়া নিয়ে আমরা পিছনে তাকাই, কিন্তু এই অমানষিক ভবিতব্যের গিরিপথের কোন পিছন নেই। এগিয়ে যাওয়ার সাথে সাথে দেয়াল উঠে পালাবার পথে, শুধু সামনের অন্ধকার- যার জ্ঞান নিয়ে অযুত কোটি বছরের সেই কলম শুধু মুচকে হেসেছিল!

স্মৃতি রোমান্থন তাই ফ্যান্টাসি। চমকপ্রদ রুপকথায় সময়ক্ষেপণ। সত্যি ছিল হয়ত, একদা। কিন্তু বাস্তব নয় আর, এখন!

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

ইসিয়াক বলেছেন: বেতনা নদী ? ভাইয়া আপনি কি সারসা উপজেলার[বেনাপোল সারসা] ?
পোষ্টে ভালো লাগা

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২

সোনালী ডানার চিল বলেছেন: হ্যা, বেত্রবতী নদী। সাতক্ষীরা!
অনেক ধন্যবাদ আপনাকে-

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: আবেগ কন্টোল করুন।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪

সোনালী ডানার চিল বলেছেন: আবেগ ছাড়া ভাবনা কোথায় পাবো!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

সাইন বোর্ড বলেছেন: নিবিড়ভাবে পড়লে পাঠকও হারিয়ে যেতে পারে এমন স্মৃতিময়তায় ।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪

সোনালী ডানার চিল বলেছেন: হ্যা, একটু গভীর পাঠের দাবী রাখি-
ধন্যবাদ!

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল,




আপনার লেখাটি পড়ে জীবনানন্দ মনে পড়লো ---
"স্বপ্ন নয়, প্রেম নয় - কোনো এক বোধ কাজ করে।
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রানের কাছে চ’লে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় !"


আমাদের কলমও হয়তো একদিন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়ে যাবে, অন্য আরেক বোধ নিয়ে!


০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

সোনালী ডানার চিল বলেছেন: দারুন ক’টা লাইন!
পাঠে কৃতজ্ঞতা।

সবাইতো জনারণ্যে পরস্পর স্মৃতি কুড়াই, শব্দ সাজাই, কথা বলে যাই -
তবুও নির্জনতা অন্য আরেক বোধ নিয়ে আসে, অন্যরকম- একান্তই নিজের....
শুভকামনা!

৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি-
শুভেচ্ছা রইল

৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩

শিখা রহমান বলেছেন: শেষের লাইনটা দুর্দান্ত!! নদীর মতো কল্লোলে ডুবিয়ে দিলেন শব্দের স্রোতে।

চমৎকার লাগলো। শুভকামনা মন কেমনিয়া কবি।

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

সোনালী ডানার চিল বলেছেন: ভালোই বলেছেন শব্দের স্রোত-
আমাদের অপেক্ষা কিন্তু নি:শব্দের নির্জন পাড়ে বসে শব্দের অন্বেষণ!
সময় কিছু কিছু শব্দ মস্তিস্কে ঢুকিয়ে বলে, এটা তোমার; তোমার জন্য
এই শব্দমালা জব্দ করেছি!

শুভেচ্ছা রইল-

৭| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ক্রমাগত বদলাচ্ছে পৃথিবী, কিছুকিছু স্মৃতি থেকে যাচ্ছে ভেতরে

এইসব স্মৃতি, এইসব সত্য একটাসময় রূপকথাই মনে হতে পারে; মনে হয়!

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: বদলে যাওয়া সময় শুধু কিছু ভালোলাগা, মন্দলাগা ছুড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল-
সেসব নির্বাক চলচ্চিত্র; কোন সংলাপ নেই- রুপকথার মতো, ছুতে গেলেও ছোয়া
যায় না-

ধন্যবাদ কবি!

৮| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ফেলে আসা নিজের সময় এখন নিজের না শুধুই কল্পনা। একদিন এই আমিও আমার থাকবো না :P

ভালো লাগা জানবে....

১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:২০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ-
খুব ভালো থাকুন, শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.