নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ড্রাফট কবিতা-১

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭



আতশবাজী মেঘশহরে
ঘুমভেঙে সে ডাকছিলো
আমার কথা তোমার কথা,
সব কথারাই টানছিলো-
বৃষ্টিঝরা আকাশেতে
শীতল হাওয়ায় কাপছিলো
তোমার কথা আমার কথা
সব কথারাই ভাবছিলো
আনমনেতে নামছিলো-
ঝিরিঝিরি বইছিলো-
ভালোবাসা মেঘলা মনে
সবুজ কথা বলছিলো
তোমার হাতে হাত ছিলো-
মিষ্টি মধুর রাত ছিলো
আতশবাজী মেঘশহরে
ঘুমভাঙা ভোর ডাকছিলো-

( ফুটনোট: যখন সামহয়্যারইন ব্লগে নিয়মিত লিখতাম; অনেকসময় ব্লগে বসেই অনেক কবিতা লিখেছি,
যার অধিকাংশ প্রকাশিত হয়েছে- এবং পরবর্তিতে কাব্যগ্রন্থে ছাপা হয়েছে। কিছু লেখা সেই সময় মনে হয়েছে
প্রকাশিত হবার যোগ্য নয়- সেগুলো ড্রাফট থেকে গিয়েছে আজ অব্দি। হঠাৎ পুরানো ড্রাফট দেখতে দেখতে
এগুলোতে চোখ বুলালাম। অপ্রকাশিত এই লেখাগুলোর শৃংখল মুক্ত করলে কেমন হয়! তাই পোষ্ট করা।
ছবিটি আমার গ্রামের, যেখানে আমি থাকি। পূর্ণিমায় হ্রদের ধারে।)

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো প্রিয় কবি।
পুরানো হলেও নতুনের মতো।
চমৎকার

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে-
পুরানো কথামালা ভালোই লাগে দেখতে!

২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

বলেছেন: দারুন উপস্থাপনা,অনেক আবেগ মেশানো প্রতিটি চরনে।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ; আপনি ঠিক বলেছেন অনেক আবেগ মেশানো!

৩| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

বলেছেন: কবিতার নাম কি ?

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২

সোনালী ডানার চিল বলেছেন: নাম দেওয়া হয়নি তখনও, এখনও

৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুখপাঠ্য কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ! শুভকামনা রইল

৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ কবি-
আশা করি ভালো আছেন!

৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.