নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
বলিনি আমার দূ:খেও তুমি থাকো-
অন্ধকারে শীতল ঘরের কোণে
বলিনি আমার দূ:স্থতা তুমি নাও
বিষাদ মাখানো একাকীত্বের ক্ষণে!
আমি তো বলিনি কোথায় কান্না রাখা
বিগলীত করো হরিনী চোখের বাকে
চাইনি আমি তো কোমল বাহু-জোড়া
মৃদ্যু উষ্ণতায় যা সংরক্ষিত থাকে-
হৃদয় ক্ষরণে দাহ্য করে ঋণ
পোহাচ্ছি যত অমোঘ যাতনা
বলিনি আমি তো তোমার সাথে বাধা
মাঝ রাত্রির অসহ্য চেতনা;
যার আকাশ এতটা ফুলেল
যার পরিধেয়ে এত রঙিন পরিপাটি
রাত্রি জাগা তার কি সাজে বলো
কেন তাকে দেব বিবর্ণ পাথরবাটি!
তাই বলেছি তুমি..ও সুদূরতমা
শরীর ঢাকো কারুকাজ মসলিনে
খোপার চুড়ায় গুজে নাও সুখ-ফুল
বিনম্র এই সান্ধ্যিক আয়োজনে!
আমি ভাববো এটাই নিয়তি ছিল
কিংবা এখনও পাড়ি দেব বাকি পথ
আমি ভেবে নেব এটাই সত্যি ছিল
তুমি ছিলে শুধু ক্ষণিক উল্টো-রথ।।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
সোনালী ডানার চিল বলেছেন: দারুন বলেছেন কবি-
আসলেই জীবন এমন!
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ!
জীবনের অযাচিত লেনদেন ফুটিয়ে তুলেছেন,
ভাল লাগলো।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, কবিতার মন্তব্যে কৃতজ্ঞতা!
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫
না মানুষী জমিন বলেছেন: ভালো লাগলো অনেক।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ- কবিতা পড়েছেন;
ভালো থাকুন সবসময়
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ভাববো এটাই নিয়তি ছিল
কিংবা এখনও পাড়ি দেব বাকি পথ
...................................................................
জীবনটা বহতা নদীর মতো
তাই দু:খ কষ্ট নিয়েই আমাদের জীবন
....................................................................
তাই ড্রাফট কবিতা হবে কেন ???
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ-
এই কবিতাগুলো ব্লগের ড্রাফটে ছিল;
কবিতার ধরণ আর বিষয়ের জন্য প্রকাশ করিনি-
শুভকামনা রইল
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোলাগার নান্দনিক কাব্য - আহা! মনটা জুড়িয়ে দিলে কবি। অভিবাদন.....
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা!
ভালো থাকুন সবসময়
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: সহজস অরল সুন্দর একটি কবিতা।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: হ্যা, সরল সহজ - এজন্যে ড্রাফট ছিল
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
নার্গিস জামান বলেছেন: কি সুন্দর।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইল
৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৯
সাইন বোর্ড বলেছেন: আবেগ মাখা অনুভব, অনেক ভাল লাগল ।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
শুভকামনা নিরন্তর
৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪
শিখা রহমান বলেছেন: কবিতার আকুতি মন ছুঁয়ে গেলো। ড্রাফটের কবিতাদের চমৎকার লাগছে।
বাকী কবিতাদেরও ড্রাফটের কারাগার থেকে মুক্তি দিয়ে দেবেন প্লিজ!!
শুভকামনা ও শুভরাত্রি কবি।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
সোনালী ডানার চিল বলেছেন: শুভসকাল; মন্তব্যে কৃতজ্ঞতা-
হ্যা অপ্রকাশিত কবিতাগুলো দেখছি প্রকাশ করলে মন্দ হয় না!
শুভকামনা আপনার জন্য!!
১০| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। শুভকামনা কবি।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
ভালো থাকুন সবসময়
১১| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৫
ল বলেছেন: ড্রাফট কবিতা হবে কেন ???
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
সোনালী ডানার চিল বলেছেন: হয়ে ছিল এতদিন-
শুভসকাল; ভালো থাকা হোক
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো ..............
জীবন তো এমন ই ......
পাওয়া না পাওয়ার ভুল ভাবনা ,
মিছে মরীচিকা সব মিছে ছলনা ।