নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
কান্না আসে জানো, ভোরে-
শীতল পথ ধরে যখন একদম একা আমি হেটে যাই
চোখ মুছি উল্টো হাতের আঙুলে, আনমনে
যখন স্তব্ধ পারিপার্শ্বিক!
শোকের নকশীকাঁথা যে বিষাদ সুতোয় বোনা,
তার রঙ তোমার চোখের তারার মত ধূসর-
আমি ক্রমন্বয়ে তুহিনপ্রপাতে মেলে রাখি দীর্ঘশ্বাস;
একটি হালকা দ্যুতি পাঠিয়ে দিই, তোমার ভুলে যাওয়া
ঠিকানায়। যেপথে, ভোরে আমি তোমার জন্যে
অপেক্ষা করতাম- ভালোবাসা নিয়ে!
আসলে আমার কান্না কি তোমাকে না পাবার বেদনা,
নাকি সেই আশাহত সময়ের প্রান্তিক দীর্ঘশ্বাস হারিয়ে
ফেলার ব্যাকুলতায়! আমার দু’চোখের প্লাবন কি একা
থাকার নিগ্রহ, নাকি তোমার বিচিত্রসব শল্কপত্রের দহন!
কখনও তোমাকে খুজিনি আর; অথচ যাপিত সেই সময়ের
প্রতিটি ছায়াচিত্র ভর করে কখনও আলোয়,
কখনও অন্ধকারে। পার্থিব সকাল এগিয়ে চলে যায়
তীর্যক মধ্যাহ্নে; আমিও বিভ্রমে আবার ইর্ষাতুর হই-
কচ্ছপের খোলসের দূর্লভ চশমায় আড়াল করি মানবিক দূর্বলতা।
কান্না আসে জানো, মধ্যরাতে
ঘুম ভেঙে গেলে। স্বপ্ন ভেঙে গেলে।
নৈ:শব্দ ভেঙে গেলে। অন্ধকার ভেঙে গেলে।
এ বেশ অন্যজীবন, আলো আর আধারে সমানতালে
নিমগ্ন থাকা; শব্দ আর নৈ:শব্দে বুদ থেকে
বিষাদবুননের নকশিকাঁথায় আত্মগোপন।।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
সোনালী ডানার চিল বলেছেন: শুভসকাল।
মন্তব্যে কৃতজ্ঞতা; খুব ভালো থাকুন সবসময়!
২| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: কোথা থেকে আসে একটার পর একটা শব্দ? শব্দের মালা।
১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২
সোনালী ডানার চিল বলেছেন: শব্দ আসে, শব্দ ভাসে, শব্দ করে খেলা
শব্দ নিষাদ, শব্দ বিষাদ, শব্দজলের ভেলা!
আপনাকে ধন্যবাদ
৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
হাসান মাহবুব বলেছেন: অন্যেক জগতের নিমগ্নতা।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।
অনেকদিন পর আমার কবিতায় আপনাকে পেলাম!
শুভেচ্ছা রইল
৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
ইসিয়াক বলেছেন:
মনের বিরহ ব্যাথা
বলা না বলা শত কথা....
শব্দ হয়ে ধরা দেয় নিঃশব্দের মাঝে ।
পাওয়া না পাওয়ার আকুলতায়
হৃদয়ের হাহাকার ব্যকুলতায়
প্রতি পলে ফিরে আসো সকাল কি সাঝে।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৯
সোনালী ডানার চিল বলেছেন: এই ফিরে আসা না আসা-
এই বিরহ, না বলা কথা;
এইসব হাহাকার-
আকুলতার বয়স্ক নি:শ্বাস!
শুভকামনা কবি!
৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: অন্যেক- অন্য এক।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৯
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ!
৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
নুরহোসেন নুর বলেছেন: কুয়াশা ঢাকা সকাল
বিষাদের রাস্তায় আমি একা,
তোমার অপেক্ষাতে যতটা কষ্ট পাচ্ছি সেটা সার্থক হবে যদি পাই তোমার দেখা।
তুমি ফিরে এসে বসন্তের পুর্বে শীতের শেষে....
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪
সোনালী ডানার চিল বলেছেন: আসলে কেউ কি ফিরে আসে!
অথবা ফিরে আসা না আসার পথ কখনও বিষাদহীন হয় কি!
যে পথে অন্ধকারে মণিমুক্ত তোমার দু’চোখের তারার মতো অপার্থিব-
শুভকামনা
৭| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৮
নার্গিস জামান বলেছেন: কি যে ভালো
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবিতায় মন্তব্যের জন্য!
৮| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭
সাইন বোর্ড বলেছেন: অনবদ্য, মুগ্ধতা একরাশ !
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:০৫
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
শুভকামনা সবসময়ের....
৯| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২
নেক্সাস বলেছেন: সুন্দর.
১৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই-
শুভেচ্ছা রইল
১০| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই জ্বালা
এই শব্দের খেলা
মাথার ভিতর অনুক্ষন
কাব্যের ভাবনায় বিভোর তব মন।
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা’তো শব্দের সবচেয়ে সুন্দরতম প্রতিরূপ-
তবে আপনি ভালো বলেছেন, শব্দের খেলা একরকম ভেতরকার অস্বস্তি!
ভালো থাকুন সবসময়
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুব ভালো লাগলো।