নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
ডেইলি সানের ভিডিও পেজে আজ পুড়ে যাওয়া একটি
কোয়েলাকে উদ্ধারে একজন অষ্ট্রেলিয়ান নারীর
তৎপরতা দেখছিলাম। ধূয়া আর ধূমের মধ্যে থেকে
মিডিয়ার বাহারী ক্যামেরাগ্রাফির কূয়াশায় তার এই
মহত্ত্ব পৃথিবীব্যাপি বাহবা’র জৌলুসে ঘৃতাহুতি দিচ্ছিল, সময়ব্যাপি-
আহা! কতটা দরদ আর প্রাণীপ্রেমের দূরন্ত আয়োজন!
মানুষের বিবেকের এ এক সুপ্ত অভিকর্ষ-
সুসভ্য বৈভবের মধ্যকার অমিয় বৃত্তান্ত;
অথচ, বহুদিন ধরে আমার চোখ পুড়ে যাচ্ছে মানুষের চামড়ার লেলিহানে-
আমার ঘ্রাণশক্তিকে উপেক্ষা করে বারুদ আর বুলেটে
নেমে আসছে মানুষ পোড়ার জান্তব দহন-
বিবেক মহাজন তালাবদ্ধ হয়ে হাতড়াচ্ছে ব্যাকুল হয়ে
বিলুপ্ত প্রহেলিকা!
তাহলে কি শুধু জমানো রসদের বিনিময় আমরা চাইছি সমগোত্রীয় সমকাম!
বিপন্ন মানুষেরা আর নয় কোন প্রথাগত প্রাণদ;
তাদের বিস্ফোরিত পুজ হাডসন নদীতে ধুয়ে আমরা
মাখছি সভ্যতার পারফিউম!
তোমাকে প্রশ্ন বিবেক, তোমাকে আমি শুধু মাংসপিন্ড
না ভেবে ভাবছি প্রভেদের নিক্তি আর সহমরনের
এ্যাটোমিক পিরানহা!
আমি জানি এ প্রশ্নে ঘুমন্ত তুমি এবং তোমার সারথীবর্গ
নিরবতা ভালো থাকার আশ্চর্য ভাগফল ভেবে
আবারও চোখ বুলাবে ডেইলি সানের মানবিকপর্দায়-
অথচ অজস্র ঘৃণা নিয়ে আফ্রিকা আর মধ্য এশিয়া মেতে থাকবে তোমাদের
সৃষ্ট প্রথাগত যুদ্ধবিহারে-
যারা তোমাদের সমগোত্রীয় নয়।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই, আমাদের এই তথাকথিত মুখোসের আড়াল্ এক বিভৎস
নিরাবতা, যা এড়িয়ে চলায় দায়ের সাথে সম্পর্কিত!
ধন্যবাদ আর শুভকামনা!
২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ইসিয়াক বলেছেন: ভালো করে পড়ে মন্তব্যে আসছি......।ব্যস্ততা।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
সোনালী ডানার চিল বলেছেন: আপনার পাঠ আমাকে আপ্লুত করে-
৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল কাব্য ।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতা পাঠে-
ভালো থাকুন সবসময়
৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন হয়েছে কবিতা ।
তাদের ভন্ডামীর চিত্র এমনিভাবে হোক্ উন্মোক্ত ।
বিছানায় কুকুর নিয়ে ঘুমায় মানব শিশু আইলাইন
মুখ থুবরে পড়ে থাকে সাগর বেলায় ।
শুভেচ্ছা রইল
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা!
শুদ্ধতা কথা বলে উঠুক, বিবেকের ঘুলঘুলিতে-
৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬
হাবিব বলেছেন: ভিডিওটি আমিও দেখেছিলাম।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
তাহলে নিশ্চয় আপনিও আশাহত কিংবা তুলনামূলক ছক একেছেন!!
৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১
ইসিয়াক বলেছেন: মানবতা আজ ভূলুিন্ঠত সর্বত্র।
দারিদ্র ও ক্ষুধামুক্ত পৃথিবী আজ শুধু কথার কথা।যা বর্তমান সমাজে হাস্যস্পদ সীমাহীন ভণ্ডামির প্রতিচ্ছবি।
একদিকে যুদ্ধাস্ত্র সরবরাহ করে নারী শিশু নিধনের ধ্বংসযজ্ঞ উপরে তথাকথিত মানবিকতার নগ্ন উল্লাস।
অন্যদিকে পশুপ্রেমের নামে সভ্যতার বলাৎকার।
কবিতায় সুন্দর প্রকাশ,বরাবরের মতো মুগ্ধতা।
শুভকামনা রইলো প্রিয় কবি।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
আপনি ঠিক বলেছেন।
আমরা সবকিছু কিভাবে যেন এড়িয়ে গিয়ে,
প্রসাধন প্রেমে উন্মুখ-
শুভেচ্ছা রইল, ভালোবাসা!
৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭
নার্গিস জামান বলেছেন: অসম্ভব সুন্দর
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা কবিতাপাঠে-
ভালো থাকুন, নিরপদে থাকুন!
৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: অন্য রকম কবিতা। কঠিন কবিতা হয়েছে।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাই।
ভালো থাকুন, কবিতার সাথে থাকুন
৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তবতার চমৎকার উপস্থাপন।
ভালোলাগা রইলো।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি-
কবিতা হয়ে উঠুক সময়ের সাহস!
শুভকামনা
১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৫
অধীতি বলেছেন: কবিতা যে লুতুপুতু ও সস্তা সাহিত্য নয় তা বোঝা যায় আপনার শব্দ চয়ন,ছন্দ বিন্যাস আর ভাবার্থে।আরো সুন্দর লালিত ও পরিচর্যা করুন আপনার ফসল।সব শেষে আমি ঠোট কাটা মানুষ বানানে একটু সতর্ক হবেন।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
পাঠ কৃতজ্ঞতা।
আপনার মন্তব্য আমাকে আনন্দিত করেছে।
মোবাইল নোটপ্যাডে সরাসরি লিখি- আমি আন্তরিক দূ:খ প্রকাশ করছি
বানান নিয়ে। শুভকামনা রইল।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪২
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই সুন্দর!
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
আপনি কবিতা পড়েছেন দেখে খুব ভালো লাগলো।
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়। শুভকামনা-
১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪
বিজন রয় বলেছেন: এমন কবিতা পড়লে আমি শুধু স্তব্ধ হতে পারি!
খুব ব্যস্ততা যাচ্ছে আমার, তাই বেশি কথা বলতে পারছি না।
কথা হবে একদিন।
তার আগে এমনসব কবিতা দিয়ে আমাকে মেরে ফেলুন, যেন দম আটকে না যায়!!
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
সম্পাদকের এমন মন্তব্যে আপ্লুত হলাম।
আপনি ব্যস্ত থাকেন তবুও কবিতার জন্য অনেক কিছু করছেন, আপনাকে
শুভেচ্ছা!
ভালো থাকা হোক-
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার কাব্যে ভালোলাগা।++
শুভকামনা জানবেন।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আর আপনার জন্যও কাব্যিক শুভকামনা।
ভালো থাকুন সবসময়-
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায়রে দুনিয়া!
পশুপ্রেমে মত্ত কিন্তু মানুষ মারছে মানুষেরে কোন বিকার নেই।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
সে কথায় নিরব পৃথিবী,
যে প্রেমে মানুষ নেই- সে তথাকথিত প্রেমে আমাদের বিভ্দ বাড়ছে শুধু-
অনেক ধন্যবাদ আপনাকে
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
শিখা রহমান বলেছেন: চমৎকার উপস্থাপন আর শব্দ চয়ন!! একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
শুভকামনা কবি।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ কবি।
শুভেচ্ছা রইল, ভালো থাকুন সবসময়
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতার কাব্য - খুব ভালোলাগা.....
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর-
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন একটা কবিতা পড়লাম।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। পাঠে কৃতজ্ঞতা। আশা করি কবিতার সাথে থাকবেন, শুভকামনা রইল!
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
নগরসাধু বলেছেন: জয় গুরু!
পশু,পাখির প্রেমে যতটা মহৎ বানানোর অপচেষ্টা নিরন্তর করছে
আহা যদি তার কিঞ্চিত করতো মানুষ আর মানবতার জন্য!
তাদের মুখোশের আড়ালে মূখটাকে দারুন এঁকেছেনগো কাব্য!
ভাল লাগলো কবি