|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

তোমার জন্য রেখেছি মেঘলা ভোরের সাদা অদৃশ্য
সূর্য্যটির পাল্টা ক্ষোভ;
জমে উঠা ফসফরাসের বাড়তি আগ্রহ-
সবুজ বনানীর বিপন্ন শৈতিক অত্যাচারের নিঝুম অপরাধ।
তোমার জন্য রেখেছি বাষ্পে ভরা মৃদ্যু কনকনে হাওয়ার জমাট কূয়াশা।
ক্রিসমাসট্রির বর্ণিল কারুকাজের রঙিন আলোকিত মনোযোগ-
তোমাকে আমার সবটা ভালোলাগা দিতে চেয়ে,
আমিই ভুগছি ক্ষুধামন্দের একটানা অজীর্ণতায়;
যে তোমাকে শরীর দিতে চেয়েছিল, তাকে প্রশ্ন করতে পারো: 
প্রতিঘাতে যে ক্ষরণ তা কতটা সহজাত!
প্রান্তিক উষ্ণতায় যে প্রাপ্তি তারও অধিক কোন উপসম আছে কি 
রতিদাহের মোহিত কুন্তলে!
তোমার জন্য আমি রেখেছি;
না দেখা, না পাওয়া এক বৌয়াম দীর্ঘশ্বাস-
স্পর্শের আরো দূর অযোচিত একটি কর্কের ঢাকনা
নধর সময়ের বিষন্ন কাম যার ভেতর কুন্ডলী পাকিয়ে
যেন বৃহৎ সরিসৃপ।
তারপর, আমি দূরবীনে চোখ রেখে তোমাকে দেখবো;
ছায়াজীবি সব অপ্সরার কাছে ছড়িয়ে দেব বিরহবৃত্তান্ত-
আর তোমার শাররীক ওমে জ্বলে উঠবে 
আমার দাহ্য অপ্রতূল হৃদয়কোণ।।
 ২৮ টি
    	২৮ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪১
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪১
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়-
২|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৪
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
যে তোমাকে শরীর দিতে চেয়েছিল, তাকে প্রশ্ন করতে পারো:
প্রতিঘাতে যে ক্ষরণ তা কতটা সহজাত! 
অসাধারন কবিতা  !++
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪২
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪২
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
শুভকামনা
৩|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৪১
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪২
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪২
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ। ভালো থাকুন, কবিতার সাথে থাকুন
৪|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৭
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৭
নার্গিস জামান বলেছেন: অসাধারণ 
বিষাদময় 
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৩
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ -
আসলেই বিষাদ কবিতার অলংকার
৫|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৩
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৩
ইসমাঈল আযহার বলেছেন: অনেক শব্দ প্রয়োগ এভাবে দেখিনি
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৪
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
শব্দ কাঙালের শব্দবিন্যাসে আপনাকে স্বাগত
৬|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৮
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৮
নজসু বলেছেন: সুন্দর।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৪
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ। ভালো থাকুন
৭|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৯
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:০৯
ST COVER SONG বলেছেন: পড়লাম।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৫
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ পড়ার জন্য
৮|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪০
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইন দারুন আবেগময়।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৫
০৬ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার
ভালো থাকুন সবসময়
৯|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৪
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৪
ইসিয়াক বলেছেন: ভালোবাসা এই যুগে এসেও কিছু মানুষের কাছে শুধু দেখা, ছোঁয়া, একসাথে থাকা নয়। এখনও কিছু মানুষ একে অপরকে দূর থেকে ভালোবেসে যেতে পারে। আমার কাছে মনে হয়, প্রেম যত গভীর হয়, দূরত্ব তত সয়ে যায়। ভোঁতা একটা যন্ত্রণার মত দূরত্বটা মাঝেমধ্যে গুঁতা মারে ঠিকই, কিন্তু ভালবাসতে বাধা হয়ে দাঁড়াতে পারে না  কখনোই।  
অসাধারণ বর্ণনাভঙ্গী।
কাব্যে মুগ্ধতা
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার মন্তব্যে অনুপ্ররণা পেলাম। কৃতজ্ঞতা।
আশা করছি কবিতাপাঠ আমাদের পরস্পরকে সমৃদ্ধ করবে!
শুভকামনা কবি-
১০|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৯
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৯
নুরহোসেন নুর বলেছেন: শিরায় শিরায় গেঁথে গেল প্রতিটা লাইন,
অসাধারণ সাজিয়েছেন চমৎকার কথামালায়!!
ভাল লাগলো।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার মন্তব্যের প্রতিউত্তর জানা নেই-
শুধু কবিতার কিছু শব্দমালার প্রেক্ষণে সময়ের বাষ্প ছড়িয়ে দিলাম, 
আপনি ভালো থাকুন
১১|  ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫২
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫২
অধীতি বলেছেন: আপনার কবিতায় মুগ্ধ হই এবারেও হলাম।নিখুঁত উপমায় কবিতাকে জড়িয়ে রাখেন মোহে।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা।
আপনার বিদগ্ধ মন্তব্য আমাকে সমৃদ্ধ করে।
শুভকামনা
১২|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৩:৪৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৩:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুন কবিতা।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ কবি!
ভালো থাকুন সবসময়
১৩|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১০
মুসাফির নামা বলেছেন: ভালো লাগল।
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩০
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ প্রিয় পাঠক।
শুভেচ্ছা রইল-
১৪|  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৫
০৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৫
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন:
আপনার মন্তব্যে অনুপ্ররণা পেলাম। কৃতজ্ঞতা।
আশা করছি কবিতাপাঠ আমাদের পরস্পরকে সমৃদ্ধ করবে!
শুভকামনা কবি-  
অবশ্যই আপনার কবিতাপাঠে  আমি সমৃদ্ধ হয়েছি।অনেক কিছু শিখেছি। 
কৃতজ্ঞতা কামরুল ভাই।
  ০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:২৩
০৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:২৩
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার মন্তব্যে লজ্জা পেলাম-
আমার এই অপ্রচলিত কবিতাসকল আপনাকে যে মুগ্ধ করেছে তা 
আমার জন্য বেশ পাওনা! 
দূর্দান্ত লিখছেন আপনি, আশা করবো এর ধারাবাহিকতা!
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৩
০১ লা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ এক ভাবনার কবি দা
অনেক শুভেচ্ছা রইল