নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

সময়নদীর জীবনকাহন!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩



জীবন যেন সময়নদী; বইছে- অবিরত।
সময় যেন গন্তব্যহীন ঢেউ, আশা আর আক্ষেপের বিকল্প সমতা।
পাড়ে জন্মিয়াছে পাতাময় দারুন সব ম্যাপল বৃক্ষ, শোভিত এবং বিপুল।
অথচ, এখন চলছে পাতাঝরার মৌসুম।
সময়নদীতে ঝরাপাতার প্লাবন; অপেক্ষার কোঠরে বিচিত্রবর্ণ মাছরাঙা,
আদ্যিকালের দু’টো ভূতুম- কন্ঠকারসাজিতে ছড়াচ্ছে অন্ধকারের ভয়!

মৃত্যু যেন স্লুইসগেইট-
কখনও অবিরাম বইয়ে চলা সময়নদীর আচনক শাসক;
লাগাম টেনে মথিত করছে সাগ্নিক শোক।
ক্রন্দনের হলকায় বইছে সুরভিত শেষবাতাস। তারপরই সব হয় শেষ।

দেখতে দেখতে সবুজপাতাসমূহ হলুদ আর বাদামী হয়ে আমার পায়ে জড়িয়েছে স্পষ্ট;
আমার বুটের কার্ণিশে ছোপ লাগছে পান্ডুর এ বিবর্ণতার।
আমি চোখ বুজে ভাবছি এই বৃক্ষ পাতাটির অপূর্ব যৌবনে-
তুমি আমি কতটাই না দূরন্ত হয়েছিলাম পত্রপল্লব বিনির্মানে!
কখনও সাড়াশি কখনও মই দিয়ে পেড়ে এনেছি সবুজাভাব পত্রশিরাপল্লব!
আর আজ আমার পদতলে তাদের সমভিব্যাহার,
গন্তব্যের ধারনা কিছুটা কি বদলে দিচ্ছে!

নাকি, তুমি আমি কি বোধের দেনায় নিয়ত বিকোচ্ছি নিয়তির শোক!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনবদ্য কবিতা। সময় নদীর আখ্যান অথবা শোকের মাতম। কবিতায় ভালো লাগা। ++

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
ভালো থাকুন সবসময়-

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


সামু কি হতাশ কবিদের আস্তানা?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
সত্য এবং ক্রমাগত সত্যের অবগাহন কখনও হতাশার মতো, কখনও বা আশাবাদী আলোক-
কেউ কেউ বিষন্নতা ভালোবাসে, যেন নীল রঙ- কেউ কেউ গোলাপী অথবা সাদা!
কবিতাতো শব্দের ক্যানভাস!

শুভেচ্ছা আপনার জন্য-

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
পাঠে আনন্দ পেলাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার-
ভালো থাকুন সবসময়, শুভকামনা

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: কবে লিখেছেন এই কবিতাটি?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

সোনালী ডানার চিল বলেছেন:

দু’ঘন্টা আগে লিখেছি।
শনিবার, রবিবার ভোর সকালেই কবিতার চাষবাস চলে।
ভোরের অবকাশে সূর্য্যদয় আর সমুদ্রের শুনশান মেখে নেমে আসি শব্দহীন ছায়াপথের আলপনায়।
কখনও ম্যাকের ক্যাপাচিনো হাতে, কিংবা কাঠের পাটাতনে, নোটপ্যাড হাতড়ে সাজাই পালাক্রমে নিজস্ব বন্ধনী।
অনেকদিন ব্লগে লিখিনি, হয়ত কিছু ছাপিয়েছি নকল ফেসবুকের টাইমলাইনে- বাকিসব গচ্ছিত করেছি-
বিষন্ন সময়ের ফুটনোটে, নিজের জন্য-


আপনাকে ধন্যবাদ, আমার কবিতাকে গুরুত্ব দেওয়ার জন্য।
আপনার সম্পাদিত ক্রমবিন্যাসে প্রথাগত মানুষের সামনে তুলে ধরার জন্য। কৃতজ্ঞতা-

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

নার্গিস জামান বলেছেন: অসাধারণ সুন্দর :)

০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ- শুভেচ্ছা রইল;
ভালো থাকুন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.