|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

পরাজিত মানুষ ঘুরে দাড়ায় অথবা,
মৃত্যুর জলাধীতে একবুক আশা রেখে বিলীন হয় অপার্থিব ঘুমশহরে-
পরাজিত মানুষ সময়ে এবং অসময়ে উদগিরীত
কান্নার বিপরীতে নতজানু আকাঙ্খায় বরন করে সাময়িক দীর্ঘশ্বাস।
পরাজিত মানুষ মোহের ধাতব বন্ধনীর মধ্যে রোপন করে বিশ্বাসের সুমহান বিন্যাস;
পরাজিত মানুষের কথা লিখে রাখার কলমের নেই কোন বাহ্যিক পেখম-
অন্তর্গত জীর্ণ মলাটে শুধু পড়ে থাকে বিভক্তির ধূম,
সহায়ক বাতাস বইতে বইতে অবিরাম নিষিদ্ধ হয় নিজস্ব দ্রাঘিমায়-
পরাজিত মানুষ শুধু বইয়ে দেয় অলিখিত উপমার বিরান শুষ্কতা- 
প্রনালীহীন শাখা নদী,
সূরের ব্যতয়ে দীর্ঘকালের সংগ্রাম!
আসলে, গন্তব্যে কোন জয়পরাজয়ের তোরাণ-
কোন সাগ্নিক বিশুদ্ধতায় মেপে চলেছে শুদ্ধতার উত্তাপ!
এক এবং আলাদা এই যে  পুনরুত্থান সেখানে কে পাবে শান্তির করকমল, 
কার বিস্মৃত অন্তরে নেমে আসবে স্বস্তির জলদ- 
এই ছকচিত্রে আপত: সমীহ রেখে পরাজিত মানুষ হয়ে রইলাম!!
 ১০ টি
    	১০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৫
১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে।
ব্যস্ততার দরুন আপনার অনেকগুলো পোষ্ট মিস করেছি-
শুভেচ্ছা রইল
২|  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৬
১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুনদর কবিতা
  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৬
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে -
ভালো থাকুন সবসময়!!
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১০
১৪ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১০
আকতার আর হোসাইন বলেছেন: 'সোনালী ডানার চিল'..???
যদ্দুর মনে পড়ে,,,
এই নামে নির্জনতার কবি, তিমির হননের কবি, রুপসী বাংলার কবি জীবনানন্দ দাসের একটা কবিতা আছে।
আপনি কি সেই কবিতাত অনুপ্রাণিত হয়েই এই নাম দিয়েছেন? আপনি কি নির্জনতার কবিত খুব ভক্ত?
যাহোক, কবিতা পড়ে আরাম পেয়েছি। বিমোহিত হয়েছি। এগিয়ে যান দূর বহুদূর.... চিল যেমন আকাশে... শূন্যে বহুদূর উড়ে বেড়ায়, আপনিও যেন স্বর্গে, দূর বহুদূর যান সেই কামনা রহিল।।। শুভ রাত্রি।।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:০৪
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:০৪
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে।
চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা-
নির্জনতা আর বিষাদ ভালোবাসি তাই অনুবাদ করি কল্পতরুবীথির যতসব
পার্থিব শব্দশোক- আপনাকে স্বাগত আমার কবিতায়; 
শুভকামনা -
৪|  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৪
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৪
নার্গিস জামান বলেছেন: অসম্ভব সুন্দর
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:০৫
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:০৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ, কবিতা পড়ার জন্য।
এতসব পোষ্টের ভিড়ে এই অপাঠ্য কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।
শুভকামনা
৫|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২১
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২১
আকতার আর হোসাইন বলেছেন: আবার আসলাম
আপনি কি সেই কবিতার অনুপ্রাণিত হয়েই এই নাম দিয়েছেন? আপনি কি নির্জনতার কবির খুব ভক্ত? উত্তরটা জানালেনা কিন্তু ভাই...
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫০
১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫০
সোনালী ডানার চিল বলেছেন: 
ব্লগিং এর শুরুতে অন্যনামে ব্লগিং করতাম। পরে ভাবলাম, শুধুই কবিতাই লিখবো-
যেহেতু কবিতা ভালোবাসি, তাই কাব্যিক নামের ভাবনায়- বোদলেয়ার, জীবননান্দ আর
মান্নাস সৈয়দ ভর করেছিল, সেখান থেকেই এই শব্দমালা নিজের কবিতার সাথে জড়িয়ে
নিলাম!
আপনাকে অনেক ধন্যবাদ আগ্রহ প্রকাশ করার জন্য।
ছদ্মনামে লিখেছি, লিখছি। যদিও প্রকৃত নামে কবিতাসমূহ গ্রন্থবদ্ধ হয়েছে।
আর নির্জনতা আমার খুব প্রিয় বিষয়- সম্ভাবত আমার অধিকাংশ লেখা কবিতাই নির্জনতার সুরে গাথা।
আশা করছি আপনি একটু কষ্ট করে তার দু একটিতে চোখ বুলাবেন, কথা দিচ্ছি যদি নির্জনতা ভালোবাসেন
তবে হতাশ হবেন না!
আপনার জন্য আমার একটি কবিতা উদ্ধৃত করলাম:
—///——
নির্জনতার অপবাদ নিয়ে আমি আর কত ঘুরবো! স্বপ্নের যে বাধনে জনাকীর্ণ এই পলায়ন সেখানে দুটো মানুষের বিবাদ শুধুই তমশা নয় কি! 
আসমানের দরোজায় যে বিষন্ন চৌকাঠ তার কিছুটা বিষাদের, কিছুটা অনিবার্য শোকের; কখন যেন এলোমেলো পরিপূর্ণ এক সমাপ্তির। তবুও কি সব হারিয়ে যায়! আর হারালেই কি অপরাধী সময় সবটা গিলে ঢেকুর তোলে তৃপ্তির!
অপেক্ষার মাস্তুলে আর কত পাল তুলবো আশার-
ফেলা আসা ছায়াপথে বিরুদ্ধ শেষমিছিল; বয়সী চামড়ার বিগলিত ভাজে অন্তিম ফেরত-খাম, যেখানে প্রাপকের ঠিকানায় গম্ভীর একটি শ্লোক।
ঢেকেছে বনানীর প্রাচূর্য্য অাগ্নেয় লাভায়, নিয়তির ভ্রুকূটিতে বিচ্ছিন্ন রঙধনূ। কখনও পাবো না জেনেও অস্বস্তির আক্ষেপ আর দূরগামী ভালোবাসার সবকটা দূয়ারে প্রান্তিক শেকলের ঝনঝন, ফিরবার আর কোন উপায় থাকে না অত:পর।
দু’টি মানুষ কল্পিত সংসারে সম্পূর্ণ একা। নির্জনতা নিয়ে আমি আর জনান্তিকে তোমার মুখরতা। আসমানের দুটো দরেজায় দুরকম মেঘ; অযুত ভাবনায় তবুও মিলনের পরাগ- তোমাকে কখনও বলিনি আমিও ছিলাম, আমিও কখনও শুনিনি তোমার নি:শ্বাস, শাররিক! 
তবুও একই চাদ দেখি দুজন, জোছনায়- তবুও একই বাতাসে মিলিত প্রশ্বাস- একই আলো খেলা করে ভিন্ন দু’টি চোখের তারায়; নির্জনতা আর কোলাহলের এই এক অভিন্নতা। আর এখানেই আশা, সেতুবন্ধন।।
—-///—-
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৯
১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা পাঠ করলাম।