নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

কারো কারো জীবননামা

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮



কেউ তুমি সবুজ পাতাবাহার ফতুয়ায় স্মিতহাস্যে
সরোদে ‘তা দিয়ে গালিচায় করো ভর-
কেউ তুমি চমনবাহারের নির্যাসে চিলিমদানীতে পিক
ফেলে ফিক ফিক হেসে বলো: কেয়াবাত!
যেন সুনীল এবং স্নিগ্ধ চারপাশ-
সুখী আর পরিতৃপ্ত পেটফোলা মানুষজন;

জনান্তিকে তবুও রাতজাগে অজস্র পাপ-
যদিও কোনটা পাপ তা নিরীক্ষার অভিশাপ;
তোমার কাছে, তোমার নিক্তিতে!
তবুও ভেবে নিই, রাতভর রাতজাগে অজস্র পাপ,
কন্ডুলী পাকিয়ে, মিশ্র ভগ্নাংশে, রাজনৈতিক এবং
সামাজিক; মানষিক এবং বস্তুগত;
পাপসমূহ যেন কেউটে, অজগর, গোখরা আর দাঁড়াশের দামী চামড়ার পাদুকা!
পাপসমুহ যেন অস্থায়ী বহুমূল্যের রতি:ক্ষরণ,
চোখের নিচে জন্মকবচের কালচে মদিরতা, বিহ্বল এবং উৎস্যুক!

কেউ তুমি উড়োজাহাজে শরীর এলিয়ে কর্নিয়াকের
শিশি খুলছো, কেউ তুমি অলক্ষ্যে যৌবন পোহাচ্ছো
রাতকুমারীর বগলদাবায়, কেউ তুমি শাসানি দিয়ে
পকেটে ভরছো গনতন্ত্রের মোহর!

তবুও মিশ্র জীবনে বিজয় দিবস আসে,
লম্পট জনদরদী পতাকা তোলে মেরুদন্ডহীন হেডমাষ্টারের সমান্তরালে সহসা-
দেহপসারিনীর কিম্ভূত ঝুলিতে প্রবচনের খই, যারা বেড়ালের মতো হাটে, আর
শরীরে ঢাকে বৈভবের পাহাড়-
যদিও বিলুপ্ত হচ্ছে যাবতীয় ক্ষুদিরাম;
বন্ধত্বের দায়ে প্রতিনিয়ত একটি একটি করে খসে
পড়ছে আহসান মন্জিলের ইট, আজ বুড়ীগঙ্গায় দেখ
শোষিতের রজ:স্রাব, কামিনীর কুন্তল, বিষন্ন দু’একটি
নোনাধরা মুক্তিসংগ্রামের ফটোগ্রাফ-

তারপর, সবার মতো চুপচাপ; কেউ কেউ মরে যাবে
নক্ষত্রহীন রাতে- উচ্চাঙ্গ সঙ্গীতের মজমায়,
আলোহীন বসিলার সস্তা গাজার আসরে; ম্রিয়মান,
পান্ডুর এই সমসাময়িক জীবন হয়ত তারপরও পোহাবে
অবিমিশ্র এককালীন দূর্ভোগ, আর কিছু জানা নেই-
থাকে না আর।।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯

আসোয়াদ লোদি বলেছেন: গভীর উপলব্ধি আছে কবিতায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পাঠে কৃতজ্ঞতা-
শুভকামনা রইল!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবনের গভীরবোধ ধরা পড়েছে কবিতায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ, কবিতা পড়ার জন্য!
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়-

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, কবিতার সাথে থাকুন!

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে। পুতুপুতু টাইপ না।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:

যে কবিতা জীবনের প্রতিচ্ছবি তা তো উষ্ণ হবেই-
শুভকামনা সুপ্রিয় ব্লগার!

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

শের শায়রী বলেছেন: অর্ন্তভুক্ত উপলদ্ধিটুকু বেশ লাগছে ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
আসলেই ভেতরের আত্মজাত উপলব্ধিটাই কবিতায় চলে এসেছে-
শুভকামনা আপনার জন্য!!

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ ------

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভালো থাকুন সবসময়-

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: কবিতাটা আরেকবার পড়লাম।
এবার আগের চেয়ে বেশী ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:

কবিতার পঠন কবিতাকে বোধগম্য করে।
আপনার পাঠ এবং মন্তব্য আমাকে বিষ্মিত করে-
শুভকামনা রইল

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

ইসিয়াক বলেছেন: ওরে মানুষ, বিলাস ব্যসনে কাটালে জীবন...
ভাবলে না একটুকু।
যাপিত জীবনের যত পাপ পঙ্কিলতা, রঙীন মদিরায় মনে হয় এইতো পূন্য!
হৃদয়ের অলক্ষ্যে কোথায় যেন জাগে বারে বারে ,এসে হাজির হয় সামনে,
যত হিসাব সমূহ।
বিবেক হয়তো সেটা ..... তবু
মুক্তি,বিজয় ,স্বাধীনতা সবই জীবনের হিসাবের কাছে পরাজিত হয়।
স্বার্থ যেখানে মুখ্য।
লোভ লালসাই হয়ে ওঠে জীবন যাপনের ক্ষেত্রে প্রধান হিসাব।
সকল সত্য ন্যয় বার বার মুখ থুবড়ে পড়ে
লাঞ্ছিত হয় নকল চোওয়া পাওয়ার কাছে, এভাবে জীবন এগিয়ে যায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দারুন বলেছেন।
আমার কবিতার এ যেন এক ভিন্নরুপ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য!

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
শুভকামনা কবি।
অনেক ভালো থাকুন। পাঠমন্তব্যে কৃতজ্ঞতা-

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

শিখা রহমান বলেছেন: ঈর্ষা রেখে গেলাম মুগ্ধতার সাথে।
আপনার কবিতার শব্দচয়ন, উপস্থাপন, জীবনকে দেখার দৃষ্টি সবকিছুই আমাকে মুগ্ধ করে।

বিজয় দিবসে আমার পড়া শ্রেষ্ঠ কবিতাদের একটা এটা।
শুভকামনা কবি। লেখনী চলুক, আমি হতে চাই মুগ্ধ পাঠক।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এই কবিতাটির জন্য এই একটি মন্তব্যই কি যথেষ্ট নয়!!
হয়ত এরকম দু’একজন পাঠকের জন্য কবিতা প্রকাশ করি- না হলে হয়ত
নিজের কবিতা নিজের জন্যেই থাকতো, নি:শব্দে এবং অগোচরে-

কৃতজ্ঞতা!

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আবার এলাম।
কে কি মন্তব্য করে সেটা আমার জানা দরকার আছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
কৃতজ্ঞতা।
খুব জানতে ইচ্ছে হচ্ছে মন্তব্য পড়ে কি হয়!!

ভালো থাকুন সবসময়-

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা। সবকিছু কেমন যেন এলোমেলো চারপাশে। গভীর উপলব্ধি চমতকার শব্দচয়নে প্রকাশ। খুব ভালো লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য!
আসলেই অস্থির সময় অস্থির ভাবনায় নিমজ্জিত করে-
আর ভাবনায় শব্দের বাথানে কবিতায় দেয়াল হয়ে রয়-
ভালো থাকুন সবসময়, নিরাপদে থাকুন

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: আমি ও কিন্তু মন্তব্য পড়তে বারবার আসি।
এতে পাঠকের মন বোঝা যায় ।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
সরি কবি, উত্তর দিতে দেরি হলো।
সময় পেলে আমিও সব মন্তব্য পড়তাম, সব লেখা অন্তত:-
মিস করি অনেক লেখা, অনেক মন্তব্য!!!


ভালো থাকুন সবসময়—

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
কবিতার উপলবদ্ধি টুকু র প্রকাশে মুগ্ধ।
ভালোলাগা।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা। ভালো থাকা হোক-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.