নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
বৃষ্টিস্নাত সন্ধ্যা।
আজ ক্রিসমাস ইভ ছিল, আগামীকাল মেরি ক্রিসমাস। পাশ্চাত্যের সবচে আকাঙ্খিত আর জমজমাট উৎসব।
সবাই পুরোটা বছর অপেক্ষা করে থাকে এইদিনটির জন্যে।
তবে, আমার অনুভূতি এবার অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন বলা যায়। শুধু আবহাওয়া নয়- আমি ফিল করেছি এদেশের আদি মানুষগুলোর জীবনযাপনের পর্যায়, যা লন্ডন থেকে সম্পূর্ণ আলাদা। এরা অধিকাংশই ক্রিসমাসের উৎসবকে আচার হিসাবে মানে, ধর্ম হিসাবে নয়।
আমি আমার কলিগ লালচুলের মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, তার আগামীকালের দিনলিপি কেমন হবে? সে যা বল্লো তা অনেকটা আমাদের ঈদের সাথে মিলে যায়, যেমন - গিফট আদানপ্রদান, বেড়াতে আসা যাওয়া, খাওয়া দাওয়া এসব- শুধু ধর্মিয় আচার ছাড়া। পাল্টা প্রশ্ন করেছিলাম- তুমি স্রষ্টায় বিশ্বাস করো কিনা! সে উত্তর করলো: আই ডোন্ট নো! - সে কখনও ভাবেও নি!
অবাক তাই না! তবে এটা কিন্তু সত্যি তার সত্যিবাদীতায় আমার বিশ্বাসীমন একটা ধাক্কা খেয়েছিল- আহা! বলে; তবে আমি জানি তার বিশ্বাস তার কাছে আমার বিশ্বাস আমার কাছে!
সন্ধ্যায় লন্ডন ফেরার ট্রেনের জন্যে ষ্টেশনে যাচ্ছিলাম। হঠাৎ চমকে উঠলাম গিটারের সুমধুর আওয়াজ আর অসম্ভব সুন্দর এক গায়কের গায়কিতে- রাস্তার পাশে বৃষ্টিতে টোং করে সে গিটার বাজিয়ে জিঙ্গেলবেল গাইছে।
মুগ্ধ হয়ে থমকে দাঁড়ালাম কিছুক্ষণ- মনে হলো আল্লাহ আছেন, এই দারুন সন্ধ্যায়- অপার্থিব আবহে- উষ্ণ মমতায়- আমাদের পাশেই, সবসময়! আমি অনুভব করলাম আবারও।
সবাইকে মেরি ক্রিসমাস।
(বছর কয়েক আগে লিখেছিলাম; সময় বড় দ্রুত চলে যায়!)
২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
শুভেচ্ছা!
ভালো থাকুন সবসময়-
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বড়দিনের শুভেচ্ছা !
উৎসব আর আমেজ কল্পনা করতে পারছি। সুন্দর লিখেছেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
অনুভূতির ভাষান্তর আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম!
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: বড়দিনের শুভেচ্ছা ! কবি।
নিরন্তর শুভকামনা ।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি!
একরাশ হিমেল শুভেচ্ছা- ভালো থাকুন সবসময়!!
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
আমি আমার অনুভূতির অনুবাদ করেছি।
আপনার জন্য শুভকামনা রইল-
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: কলিগ লাল চুল মেয়েটার নাম কি?
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
নাম- শনেড, জাতীয়তা- ওয়েলস, বয়স- ২১ বছর, যোগ্যতা- ফ্যাশন ডিজাইনার, অবিবাহিত।
এটা ছিল ৪ বছর আগের স্টাটাস।
ধন্যবাদ প্রিয় ব্লগার!!
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯
ইসিয়াক বলেছেন: বড়দিনের শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
পোষ্টে ভালো লাগা।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
ভালো থাকুন সবসময়- শুভেচ্ছা রইল।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১
অধীতি বলেছেন: আপনার অনুভবের সাথে থ হয়ে গেলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই-
শুভকামনা রইল!
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
জাহিদ হাসান বলেছেন: