নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আমার যদি ক্লদ মনেটের মতো একটি বাগান থাকতো-
হাওয়াব্রীজ আর পদ্মফুলের জলটলমল সরোবর!
আমার যদি ফুল আর পাখির পৃথক পরাগায়নের
অন্তর্গত সক্ষমতা বোঝার বিশেষ দৃষ্টি থাকতো-
অন্তহীন!
রমণীয় প্রচ্ছদের আয়তকার ক্যানভাসে শুধু
গ্রীষ্মমন্ডলীয় জলদের সাথে যদি খেলে যেত গৌরিক
ককেসাস অনুগ্রহ-
আমি যদি তরুনী ময়ূরীর পেখমের তুলিতে ফুটাতে পারতাম
অনুগ্রহের জলরঙা শিশির!
তুমি বলতে পারো, শ্রেণীবৈষম্যের এই বন্ধ্যাসময়ে ক্লদ মনেট বাহুল্যের সেমিকোলন;
অথবা, একটি বাসগৃহ অনেক বেশী আকাঙ্খীত, সবুজাভাব বাগানের পরিমার্জনায়!
যেন আকাশে শুধু বিচ্ছিন্ন চাদ উঠেছে নক্ষত্রের বিপরীতে, সৌধ এবং সমাপ্তির বিন্যাসে-
আহা, আমার যদি একটি ক্লদ মনেটের মতো ঘর থাকতো, নির্জন এবং মুখর-
সবুজ এবং মানবিক; হাওয়াব্রীজের মুখোমুখি, দানব জাতাকলের জলজ উথ্থানে;
দেখ, বৈষম্য একরকম সৌন্দর্য্যের তারতম্য এনে দেয়;
শুধু সাদা বরফ দেখছি বলে, মাটি এতটা মানবিক-
মহৎ শিল্পী অশ্রু আকতে পারতেন বলেই সে আমার
ইর্ষার প্রতিরুপ; যেহেতু কবিতায় আমি কখনও ক্রন্দন
আকতে পারিনি- শব্দের ভোজবাজীতে!
পৃথিবী ক্রমশ কদাকার হয়ে উঠছে বলেই আমি মনেটের তুলির খোজ করছি-
অশুদ্ধ জলজে ভরে গিয়েছে সমুদ্র-নদী তাই পদ্মপুকুরে আমি আকাঙ্খা ফেলছি ব্যাপক;
স্বস্তির বাড়ীঘরে ভিন্ন বসতী বলেই মনেটের নির্জন বাড়ীটি আমার স্বপ্নের উদ্ভাস-
যদিও আমি একঠোঙা কাঠবাদাম হাতে- চানখারপুল পার হচ্ছি!
২৮/১২/২০১৯
আইল অফ শেফি
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩২
সোনালী ডানার চিল বলেছেন:
ক্লদ মনেট আমাকে বিবশ রাখে-
অনেক ধন্যবাদ ছবি শেয়ার করার জন্য!
শুভকামনা ভাই।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: বড় কঠিন কবিতা।
কিছুই বুঝতে পারলাম না।
শিরোণাম দেখেই তো মাথা ঘুরাচ্ছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
আমি দূ:খিত কবিতাটি
আপনার ভাষায়, ‘সরল সহজ সুন্দর’ হলো না বলে!
তারপরও কষ্টপাঠে ধন্যবাদ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
অপর্ণা সেন বলেছেন: কিছু বুঝিনি।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
আমি দূ:খ প্রকাশ করছি। কবিতাকে দূর্বোধ্য করার জন্য।
আশা করছি মার্জনা পাবো-
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'পৃথিবী ক্রমশ কদাকার হয়ে উঠছে বলেই আমি মনেটের খোঁজ করছি ---' এই স্তবকটা অসাধারণ লেগেছে। লাস্ট পঙ্ক্তিতে ছিল সবচাইতে বড়ো চমক।
মনেটের 'নির্জন' এবং যুগপৎ 'মুখর' ঘরটা কেমন হতে পারে, তাই ভাবছিলাম।
খুব ভালো লিখেছেন কামরুল বসির ভাই।
'শ্রেণীবৈসাম্যের এই বন্ধ্যাসময়ে' কথাটা আমি বুঝতে পারি নি। এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে, এখন 'শ্রেণীবৈসাম্য' নেই? কথাটা 'শ্রেণীবৈষম্য' হলে মনে হয় বেশি অর্থবোধক হতো।
শুভেচ্ছা রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা খলিল ভাই,
আপনার বিদগ্ধ পাঠ এবং কবিতার আলোচনা আমার জন্য সবসময় বড় প্রাপ্তি।
আমি আপনার শব্দটি গ্রহণ করলাম, এবং ব্যবহার করলাম, ডাবল কৃতজ্ঞতা!
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।
আপনার পাঠ এবং কবিতা সম্পর্কিত মন্তব্য আমার কবিতাকে সমৃদ্ধ করে।
শুভকামনা রইল।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবীর মানুষগুলো যদি মনেটের মতই সুন্দর হতো !!
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
ভাই, সবাই না হোক আপনি মনেটের মতো সুন্দর;
আমি বিশ্বাস করি!
ওয়েলকাম ব্রো!
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
না ভাই নিজের প্রতি সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছি।
তবে আপনার ভালবাসা ও স্নেহের কাছে আমি সবসময় দায়বদ্ধ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
ভাই যেখানে শেষ সেখান থেকেই কিন্তু শুরু-
রাত যত গভীর, ভোর ততই অন্তিম!
আশা করছি আপনার আকাশের সব মেঘ কেটে সূর্য্য উকি দেবেই সহসা!
আবার হাত খুলে লিখুন-
সময় অবশ্যই সহায় হবে, ইনশাআল্লাহ!
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
নার্গিস জামান বলেছেন: অসম্ভব সুন্দর
৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
ভালো থাকুন, শুভেচ্ছা রইল-
৮| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
মিরোরডডল বলেছেন: মনেট তাঁর স্বপ্নগুলকে পেইন্টিং এর মধ্যে দিয়ে প্রকাশ করতো ।
আপনিও করবেন আপনার কবিতার মধ্যে দিয়ে ।
মনেট ছিল প্রকৃতিপ্রেমী ।
খুঁজতে থাকুন । একদিন আপনিও পেয়ে যাবেন সবুজের মাঝে একটা নির্জন ঘর ।
এরকম স্বপ্ন আছে বলেই জীবনটা এতো সুন্দর ।
১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার বলেছেন, স্বপ্ন আছে বলেই জীবন সুন্দর।
আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর হোক জীবন- স্বপ্নময়!
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮
শের শায়রী বলেছেন:
আর একটি মনেট সহ ভালো লাগা।