নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পিছিয়ে পড়া মানেই পরাজিত হওয়া নয়!

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯



তবুও আমি পিছিয়ে রইলাম, জাগতিক সেই
অসম অথচ অনিবার্য দৌড়ে; কিম্ভূত আমলারা বসে আছে লোহার রেলিংয়ে,
যেখানে সবাই একটা সময়ে অবসাদ ঢেলে দেয়।
সে সব অবসাদে নম্র বিদুষক জাগে, জেগে রয় তদ্রালু নপুংশক চাহনীতে-

আমি তবুও জেগে রইলাম, বিদুষকগণের চাদরের আড়ালে,
মোটিভেশন স্পিকারের বগলদাবায়-
আমি তবুও পিছিয়ে রইলাম;
অথচ পার হয়ে গেল অসভ্য বিধায়ক,
রাজনৈতিক এবং উৎকোচকর্মীগণের সম্মিলন!

আমার দু’চোখ নিদ্রাপরাহত তবুও আমি চোখ বুজে রইলাম,
আমাকে নিহত করার স্বাগত আয়োজনে-
দু’টো বুটজুতো ঘেউ ঘেউ করছে,
চকচকে চিবুকে উচু হয়ে আছে পিরানহা স্বাপদ-
একটি পেতলের রেকাবিতে উপচে আছে একাঙ্ক মোহরদানা;
চাতালের তেতুলগাছে সাম্প্রদায়িক ভূত-

তবুও আমি পরাস্ত হলাম,
পদবী, হিংসায়, হতাশায় কিংবা বৈভবে-
তবুও আমি পিছিয়ে রইলাম,
দৌড়, দমন আর ক্ষরণের প্রমত্ততায়-

তবে আমার কল্পনার লাগাম টানবে কে!
কল্পলোকে দেখি: অজস্র শব পাশাপাশি,
অজস্র উলংগ শব হেটে চলেছে, অজস্র পদবীহীন
মানুষ বেআব্রু- মশলাদার খোলস পাল্টে তাকিয়ে
অভিমুখে আকাশ; যে আকাশে মেঘ নেই, পদক নেই,
কড়ি নেই, শাসকবর্গের সিলমোহর নেই-
তৈলক্ত মুখের বিভ্রম আকাঙ্খা নেই, সাদা নেই, কালো নেই;
আছে শুধু অপরাধের অমার্জনীয় আমলনামা!

——-

ব্যবহৃত ছবি: ভ্রাদিমির কুশের আকা সুরিয়ালিষ্ট পেইন্টিং।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

শিখা রহমান বলেছেন: আপনি এত্তো ভালো লেখেন যে ভালোলাগা ও মুগ্ধতার সাথে একটু ঈর্ষা মিশেই থাকে।

লাগামহীন কল্পনার ক্ষমতা যার আছে তাকে কে হারাতে পারে? শুধু কল্পনা আছে বলেই যে স্বপ্ন আছে, আশা আছে, বেঁচে থাকা আছে।

অনেক অনেকবার পড়ার মতো একটা কবিতা।
অফুরন্ত ভালোলাগা ও মুগ্ধতা রেখে গেলাম কবি।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫২

সোনালী ডানার চিল বলেছেন:







ইর্ষা তো আনে সহস্র শব্দপাত
কল্পনাতেই সহিসের সন্তাপ
মুগ্ধতার ঐ বিপরীতে দেখ লেখা
জনান্তিকে কবিতার অভিশাপ!


মন্তব্যে কৃতজ্ঞতা!

২| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

ইসিয়াক বলেছেন: এতো সুন্দর কবিতা ! কিভাবে লেখেন প্রিয় কবি?
ভালো লাগা ছুয়ে যায় বারবার । শিখা আপুর সাথে আমি একমত ,অনেক অনেকবার পড়ার মতো একটা কবিতা।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫২

সোনালী ডানার চিল বলেছেন:







ভালোলাগা তো ছুয়ে যায় আমাকেও
ভালোবাসা নিয়ে প্রেমের কবিরা থাক(!)
আমার কলমে তবুও ফুটছে দেখ
অব্যক্ত সব নিষাদী কলরব-


শুভেচ্ছা প্রেমের কবি!

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

এম এ হানিফ বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:


আপনার মুগ্ধতা আমার অনুপ্রেরণা।
ভালো থাকা হোক-

৪| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আধুুনিক গদ্য কবিতা আমার
খুব বুঝে আসেনা। যারা কবিতা প্রেমী
তারা আপনার কবিতা পাঠে মুগ্ধ। আমিও
তাদের সহযাত্রী! বুঝি বা না বুঝি লাফাই ঠিকই।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:






লাফ দিয়ে যদি কবিতা ধরা যেত
কবিরা হতো মস্ত কুস্তিগীর
আধুনিকতা কবিতায় যদি আসে
তবে তুমি কেন হবে না সুস্থির!


শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবসময়-

৫| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:

আগে আপনার লম্বা মন্তব্য পেতাম-
হয়ত এখন আর কবিতা ভালো লাগে না, তাই হয়ত দায়সারা গোছের এই দায়উদ্ধার!

ভালো থাকুন!

৬| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০

ফয়সাল রকি বলেছেন: আসলেই কল্পলোকে সবাই সমান! কোনো ভেদাভেদ নাই।
+++

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:

কল্পনার লাগাম নেই। আর সত্যের সংমিশ্রণে কল্পনা হয়ে উঠে অপার্থিব!
শুভেচ্ছা নিন!

৭| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: সুন্দর কবিত।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:


অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৪

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর:)

১৪ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য; ভালো থাকুন সবসময়-

৯| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুধু মূল কবিতাই না, একেকটা কমেন্টের উত্তরে যেসব ক্ষুদ্র কবিতা লিখেছেন, সেগুলোও হীরার টুকরো। আপনার অন্তরে এখন কবিতার বীজ টগবগ ছটফট করছে, খোসা ছাড়ছে, যা লিখছেন তাই সোনা হয়ে যাচ্ছে। দ্রুত লিখুন। এমন সময় খুব বেশিদিন স্থায়ী হয় না মনে হয়।

আপনার কবিতাশৈলি- শব্দচয়ন, শব্দস্থাপন, প্রতিস্থাপন, বাক্যনির্মাণ- অসাধারণ। পড়তে পড়তে একটা ঘোর লেগে যায়।

কবিতার শিরোনাম ও কন্টেন্টের মধ্যে আমার কাছে সাংঘর্ষিক মনে হলো, হয়ত আমি বুঝি নি এজন্য এমন মনে হচ্ছে। শিরোনাম- পিছিয়ে পড়া মানেই পরাজিত হওয়া নয়, অথচ ভেতরে- 'তবুও আমি পরাস্ত হলাম'।

নূর মোহাম্মদ নুরু ভাইয়ের 'বুঝি বা না বুঝি লাফাই ঠিকই' কথায় যেমন মজা পেয়েছি, তেমনি তার এই সরল-অকপট সত্য কথাইয় তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা বেড়ে গেছে।

বরাবরের মতোই অসাধারণ।

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩

সোনালী ডানার চিল বলেছেন:



সালাম এবং কৃতজ্ঞতা খলিল ভাই।
হয়ত এরকম একটা মন্তব্যই আমার কবিতার সবচে দূর্লভ মূল্যায়ন।
যখন কবিতা আসবে না, তখন হয়ত আপনার এই মন্তব্যটি আবার পড়বো, সাহস ফিরে আসবে- হয়ত সাথে কবিতাও
শব্দের সমবাসে!

কমেন্ট লিখেছি আনন্দ নিয়ে আর কবিতাটি এসেছে বিষাদের পরিক্রমায়; তাই হয়ত একটু তারতম্য-
তবে, আমি এটাই বুঝিয়েছি যা পরাজয় ভাবে মানুষ তা হয়ত পরাজয় নয় অত:পর-
কোথাও পরাজিত মানুষ খুজে পায় স্বস্তির উত্তরন।

এসব ভাবনা সোনার ঘন্টা খুজে ফেরা ফ্রান্সিসের কাহিনী, আমার অথবা আপনার!

নুরু ভাই বিদগ্ধ মানুষ তার অকপটতা মুগ্ধ করেছে।

সবার জন্যই শুভকামনা।
আপনি ভালো থাকুন, এভাবে পাশে থাকুন, কবিতার পাশে-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.