নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

একটি নষ্টালজিক পরিভ্রমণ-১

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫




‘’বন্ধু মানে তোমার হাতে পড়ে থাকা
ভুলে থাকা মনযাতনার অলস সে হাত
বন্ধু মানে মনের কথা, আমার ভীষণ অন্ধকারে
পাশে বসা ছায়াটাকে বলতে পারা-
বন্ধু মানে দু:সময়ে একফালি রোদ,
শক্ত বাটের শরীফ ছাতা-
বন্ধু মানে ঝুম বৃষ্টি, কাঠ বাদামের মস্ত নেশা
বন্ধু হলো দীর্ঘসময় চুপটি করে আবার বলা:
কেমন আছিস!’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক স্মৃতি।
আমার চোখ খুলে দেবার অধ্যায় এ পাঠপর্ব; সুদীর্ঘ পথচলায় এক একটা পরাতে কিছু বিস্ময়, অনেক আনন্দ, ক্ষীর্ণ বিষাদ, বন্ধুত্বের থই থই সারি আর অসীম প্রেরণা একজন আমার প্রান্তিক প্রাপ্তি হয়ে আছে- আমার তৃপ্তির খাতা ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছিল আবার ভাজ করেও দিয়েছে। আমি ভাজ করে দিয়েছি বলছি এজন্যে, বিশ্ববিদ্যালয়ের দিনগুলির পর ব্যক্তিগতভাবে আমার আর কিছু পাওয়ার ছিল না।
হয়ত আমার সাথে আমার সহপাঠিরা একমত হবেন।
সেই ক্যাম্পাস, টি এস সি, কার্জন হল, ফুলার রোড, মল চত্বর, রেজিস্টার বিল্ডিং কিংবা বাস ডিপো- চোখ বুজলেই ভালোবাসার টুকরো-টাকরা।
প্রথম প্রেম, প্রথম রাত জাগা, প্রথম বয়স্ক হবার পাঠ- পরিচিত মানুষের গন্ডি পেরিয়ে অপরিচিতদের আপন করার সময়- এসবের সাথে প্রাপ্তি লেপ্টে আছে জমজ আনন্দে।
বন্ধু যে আত্মার সাথে সম্পর্কিত হয়, ঘাষ যে এতটা সবুজ হতে পারে, রাত যে এতটা মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ে না আসলে আমি কি তা জানতাম!
তরঙ্গে বাসে ফেরার সেই স্বর্ণালী বিকেল অথবা চারুকলার পদ্মপুকুরে কাটানো সারারাত আর রাতকে ঘিরে থাকা বাউলীয়ানা, পলাশীর মোড়ের চিতই পিঠা শুটকির ভর্তা কিংবা নীলক্ষেতের জালাল মামার হোটেল আর কোথায় পাবো বলো!
নাজিমুদ্দিন রোডের নিরব আজ একেবারে নিরব হয়ে গিয়েছে নাকি, বাজমে কাদেরিয়ের পাশের হোটেলটার গরুর গোশত এখনও অত ঝাল কিনা, শাহবাগের কোহিনূরে সিঙ্গারা এখন পাওয়া যায় কি - এসব কিন্তু ভাবনায় ঘুরাঘুরি করে আজও-নিয়ত;

অনেকবছর পর এখন এই প্রবাসে যখন কোন বন্ধুকে পাই, কিংবা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু তখন সবকিছু উতরে সেটাই মুখ্য হয়ে উঠে আজও...

(ক্রমশ)

ফুটনোট: শুরুতে ব্যবহৃত কবিতাটি আমার লেখা। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থে প্রকাশিত।
আর পুরো লেখাটি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধু সংগঠন ডুফার রিইউনিয়ান উপলক্ষে আমার লেখা, সংক্ষেপিত।

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

এম এ হানিফ বলেছেন: বন্ধুদের সাথে কাটানো এক একটি দিন এক একটি স্মরণীয় মুহূর্ত। বিশ্ববিদ্যালয় জীবনের এই রঙ্গিন দিন গুলো এখন শুধুই স্মৃতি হয়ে ভেসে বেড়ায় মনের আকাশে।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯

সোনালী ডানার চিল বলেছেন:


‘সুখ তুমি রঙধনুর মতো আজও রঙিন
স্মৃতি তুমি বেদনার কাছাকাছি চিরদিন’

শুভকামনা রইল!

২| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন। লেখাতে আপনার আবেগ সূন্দরভাবে ফুটে উঠেছে।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯

সোনালী ডানার চিল বলেছেন:



অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার-
শুভকামনা রইল- ভালো থাকুন সবসময়!

৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার !

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

সোনালী ডানার চিল বলেছেন:



অনেক ধন্যবাদ।
খুব ভালো থাকা হোক-

৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

জাদিদ বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

সোনালী ডানার চিল বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ জাদিদ ভাই!
খুব সারপ্রাইজ দিলেন!
শুভকামনা রইল-

৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

শুভজন্মদিন । নিরন্তর শুভকামনা ।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

সোনালী ডানার চিল বলেছেন:



অনেক ধন্যবাদ কবি।
আশা করি ভালো আছেন। শুভেচ্ছা রইল!

৬| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

ইসিয়াক বলেছেন: কামরুল বসির ভাইয়া পোষ্টে ভালো লাগা।
শুভকামনা রইলো প্রিয় কবি।
শুভজন্মদিন ।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২

সোনালী ডানার চিল বলেছেন:


অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা কবি!
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়!

৭| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫

ঢাবিয়ান বলেছেন: আহ কি দিনগুলোর কথা যে স্মরন করিয়ে দিলেন! জীবনের স্বর্নালী দিনগুলো পার করেছি সেখানে। এবারো দেশে গিয়ে কার্জন হলে মিলিত হয়েছি প্রিয় বন্ধুদের সাথে। বিশ্ববিদ্যালয় ছেড়েছি প্রায় আঠারো / উনিশ বছর কিন্ত মনে হচ্ছিল যেন এই সেদিন। স্মৃতিপটে এখনো উজ্জ্বল সেই দিনগুলোর কথা।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:


মন্তব্যে কৃতজ্ঞতা!
আসলেই এই স্মৃতির আর কোন তুলনা হয়না।
গত ফেব্রুয়ারির বইমেলায় দেশে গিয়ে আমিও অনেক বন্ধুদের সাথে মিট করেছি।
তাছাডা ডুফা ৯৫-৯৬ এর ব্যাচের একটি বন্ধু সংগঠন- প্রায় ৪/৫ হাজার বন্ধু ঐ সেশনের-
ভালোলাগে অনলাইনে তাদের সাথে আড্ডা দিতে;

আপনার জন্য শুভেচ্ছা!

৮| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার-
শুভকামনা রইল- ভালো থাকুন সবসময়!

আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

সোনালী ডানার চিল বলেছেন:



আপনার জন্যও শুভকামনা।
আপনি মাঝখানে কবিতা লিখেছিলেন; এখন অবশ্য মনে হয় বাদ্যযন্ত্রের সাথে ধর্মের প্রভেদ নিয়ে পড়েছেন-
তবুও আমার এই পাঠ আমাকে মুগ্ধ করে!
সৃজনশীল মানুষ অন্ধ নয়!
ধন্যবাদ-

৯| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর.............।
শুভেচ্ছা জন্মদিনের........।
ভাল থাকুন.............।

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

সোনালী ডানার চিল বলেছেন:



অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়-

১০| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩

শের শায়রী বলেছেন: এক দিন দেরী হয়েছে তাতে কি, শুভ জন্মদিন প্রিয় ব্লগার। আমিও কার্জন হলের ছাত্র তবে অনেক আগের। আপনিও কি আমার মত অনেক আগের? গত শতাব্দীর নব্বই দশক ভাই।

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯

সোনালী ডানার চিল বলেছেন:


ধন্যবাদ, কৃতজ্ঞতা!
জন্মদিন এখন গৌন যেহেতু তা শুধুই বিষাদ এনে দেয়!
আমি ৯৫-৯৬ এর ব্যাচ, কলাভবনের-
তবে আপনাদের কার্জন হলের চেয়ে ভালো ছবি বিশ্ববিদ্যালয়ের আর হয় না!

আপনিও ক্যাম্পাস জীবন নিয়ে কিছু লিখুন। আমরা আনন্দিত হবো।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪২

শের শায়রী বলেছেন: আমি যদিও কার্জন হলের ছাত্র ছিলাম কিন্তু এ্যাটাচড ছিলাম জিয়া হলে, আমরাই লাষ্ট ব্যাচ যারা কার্জন হলের হয়েও কিছু ছাত্র ওদিকে এ্যাটাচড ছিলাম। আপনি যখন ঢুকছেন আমি তখন বিদায় নিচ্ছি ভার্সিটি থেকে। :)

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:


আমি এস এম হলের আবাসিক ছিলাম!
তবে কার্জন হলে সামনে আড্ডা দেওয়া হতো খুব-
আপনি তো আসলেই বড় ভাই! সব দিক দিয়ে-
ভালো থাকুন সবসময়,,শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.