নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

তিনটি মেঘের ঐরাবত আর অবিশ্বাসী এক বৃদ্ধের গল্প

১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১২





নিষ্ঠুরতা আস্কারা দেয় সামাজিক ব্যাধিকে আবার, যখন
দূর্বিনীত অথচ পাশবিক হৃদয় সৌজন্যতা ছড়ায় যত্রতত্র-
কারো কারো দৃষ্টি বধির হয়ে বিনম্র হয় বহুগামী লালসায়;
কারো কারো শোকে ফুটে উঠে পানাফুল, সবুজ- সতেজ
কেউ কেউ অবিশ্বাস্য জ্ঞান চাপা দেয় হলুদ মাড়ীর ক্ষতে-
বেধে যাতনার স্যাভলন, তারা পাড়ি দেয় অযুত মরুপথ, দীর্ঘ সন্তাপে!

অবিশ্বাসী বৃদ্ধ ছড়ায় ঘৃণার কস্তুরী-
বিজ্ঞাপনের চাকচিক্যে বিষাদী মানুষজন পান করে পাপের বটিকা আবার,
দু’টি জাবেদা খাতায় ভরে উঠে অহংকারের সম্পাদ্য,
কৌণিক দূরত্বে তখনও লাল নোটবুক হাতে মৃত্যুর ফেরেশতা,
বিভ্রান্ত চোখে তাকিয়ে দেখছে ক্ষণিকের জৌলুস!

মানুষের হৃদয়ে পেরেক গেথে ওরা ছড়িয়েছে সাম্যের সঙ্গীত;
যেন রক্তকণিকার ধুকধুকানি রাগ-রাগীর মিলিত কোরাস-
অভ্র আর অক্ষাংশে মিলিত দু’রকম অন্তজ জিঘাংসা!

তোমার অস্তিত্বে অবিশ্বাস হেনে মাথাভর্তি হচ্ছে বেদনার শুভ্রতা-
তোমার সময় ফুরিয়ে ফুরিয়ে শুকিয়েছে ত্বকের মসৃন যৌবন-
তোমার গতি ছিনিয়ে রাতভর দাপাদাপি করেছে তিনটি মেঘের ঐরাবত;
শান্ত এবং সুমহান আলোকস্তম্ভ তবুও জ্বেলেছে আশা নক্ষত্রের অস্তাচলে-
জীবন এবং যাপিত সময় মর্মর বার্ধক্যে এসেও তন্ময় আরাধনায়,
যেন সময়ের খাজে লুকিয়ে থাকা পানাফুলে বিধে আছে ভবিতব্যের শল্ক-
যে শল্কর ঘ্রাণ বৃদ্ধের কস্তুরীর উপর ছড়িয়েছে বিশ্বাসের আতর।

আমরা এই তৈলচিত্রের বিপরীতে পাচ হাজার বছরের প্রলেপ দিয়ে
পরিতৃপ্ত হচ্ছি নিজস্ব নিরাবতায়!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

ইসিয়াক বলেছেন: চমৎকার লিখন শৈলি।
শুভকামনা জানবেন প্রিয় কবি।

১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ কবি।
শুভেচ্ছা। আশা করি ভালো আছেন।

২| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: একটার পর একটা শব্দ বসিয়ে খুব সুন্দর লিখেছেন।

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

সোনালী ডানার চিল বলেছেন:


অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার-
ভালো থাকুন সবসময়, শুভেচ্ছা!

৩| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

অধীতি বলেছেন: বরাবারের মতই ভাল লিখে যাচ্ছেন।
অবাক হয়ে যাই কবিতায়

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই।
আমার অপাঠ্য কবিতাগুলো তবুও তো কেউ কেউ পাঠ করে-
কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.