নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

অপ্রচলিত প্রেমের কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫



তোমাকে কিছু বলি-
তোমার চমকে উঠা চিবুকের ভাজে কিছু নি:শ্বাস গুজে
দিই। কূয়াশায় অন্ধ হওয়া আমার চক্ষুদ্বয়ের ইশারায় নম্র দু’টি সূর্য একে
ছুড়ে দিই তোমার দুই কুন্তলপাশে দিকবিদিক!

বিরান মালভূমির ছালবাকলহীন বসতীর অনুচ্চ পল্লবিত ছায়াকুন্জে
তোমার জন্যে শুধু একটি ঘাষফুল ফুটে আছে।
আমি ভালোবাসাবাসির সেই ফিসফিসানির দূরাগত স্বত্তা হয়ে
না হয় আবারও বের হবো ঘ্রাণাস্ত্রের কৌশলে।

মানুষ ফুটে ফুটে ঝরে যায়।
তোমার মতো বনস্পতি কদাচিৎ ঝরে ঝরে ফুটে রয়।
সবুজে, তরুলতায়, শুষ্ক এবং মরুৎ মরিচিকায়।
মানুষের সাথে আমি তোমাকে কখনও ভাবিনি বলেই
তোমার অস্তিত্বের কর্পূর এতটা সৌভিক।
মানুষের চোখে আমি তোমাকে দিখিনি কোনদিন তাই,
কুয়াশায়ও অন্ধ হয়ে উঠে আমার পরাজিত চক্ষুদ্বয়।

তোমাকে কিছু বলি-
আমার হৃদ-কৌটার গোপন খবর।
দেখা না দেখার অশাররীক আয়োজনের লিখিত রুটিন।
বন্ধ বসতীর একমাত্র প্রবেশ পথের নির্দেশ।
অথচ কিছু বলা হয় না আমার-
একাদশীর অনুজ্জ্বল আলোয় তোমার অনামিকা জ্বলে উঠে দূর্নিবার।

স্বান্তনার মতো অন্ধকারে একটি ম্যাগপাই তিরোহিত হয় শুধু।
বাকলহীন বসতী জুড়ে তখনও স্বপ্নবিহার।

০২।০২।২০২০

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২২

সোনালী ডানার চিল বলেছেন:


অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!
শুভেচ্ছা রইল-

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

শের শায়রী বলেছেন: অনেক গুলো শব্দের মানে বুজিনি প্রিয় ভাই, কিন্তু একবার পড়া শুরু করে শেষ পর্যন্ত পড়ছি এবং কিভাবে যেন বুজেও গেছি যদিও আবারো বলি ইন্ডিভিজ্যুয়ালি অনেক শব্দের মানে বুজি নি। এটাই বোধ হয় কবির স্বার্থকতা, আমার মত অপ্রেমিক কেও কবিতায় ভালো লাগা দিয়ে গেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৬

সোনালী ডানার চিল বলেছেন:


কৃতজ্ঞতা বড়ভাই। আমার এই সব অপাঠ্য শব্দকল্পনা যে আপনাকে মুগ্ধ করেছে
তা সত্যিই কবিতা লেখার সার্থকতা।
আমি কবিতাকে অনেকসময় শব্দজট করে ফেলি, শব্দের মধ্যেই যেন বুদ হয়ে একটি অন্তরীপ খোজা-
নিজের জন্যেই লেখা এসব শব্দকল্পনা হয়ত সবাইকে টানে না; কিন্তু আপনার মত বিদগ্ধ কেউ যখন
ভালো লাগা জানিয়ে যান, তখন সব অবহেলা গৌন হয়ে যায়-

শুভকামনা!

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শের শায়রীর মতই বলছি
আপনার কবিতা অনেক সুন্দর
কিন্তু কেন যেন সুন্দর করে সাজাতে পারি না।
আমার জ্ঞান কম তো তাই

কবিতা ভালো লেগেছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৭

সোনালী ডানার চিল বলেছেন:


আপনি ফটোগ্রাফিতেই কিন্তু কবিতা ফুটিয়ে তোলেন-
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!
শুভকামনা রইল

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

ইসিয়াক বলেছেন: চমৎকার প্রেমময় কবিতায় মুগ্ধতা প্রিয় কবি।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৮

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ কবি!
আশা করি ভালো আছেন- শুভকামনা

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯

নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৯

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কবিতা যে আপনার ভালো লাগছে তা আমাকে সুখিত করেছে;
শুভকামনা রইল

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬

অধীতি বলেছেন: দূর্বার।
জীবনানন্দ ও সুনীল বাদে কবিতার বই সাজেস্ট করুন

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:


বিনয় মজুমদার
উৎপল কুমার বসু
আব্দুল মান্নান সৈয়দ
ভাস্কর চক্রবর্তী

জনান্তিকে:
আর একটু উদার হলে আমার কবিতার বই

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শব্দের কারুকার্যে বিমোহিত।

০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৪১

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই!
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.