নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

কলঙ্ক মুকুটের সম্রাট

০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৪০



আলো নেই বলে তুমি অন্ধকারে
শোকের কফিনে গা এলিয়ে শ্লোক আওড়িয়ে
কোন প্রভূর কিতাব তর্জমা করো!
বয়ে চলা রুধির স্রোতে তুমি কোন তপস্যায়
এক এক করে বলি দিচ্ছ মানুষ এবং মানুষকে-
সম্ভ্রম পরাস্ত করে দূরের মিনারে তোমার ঝান্ডা,
কোন আজ্ঞাবহ দ্রাবিড়ের পুরোধা তুমি-
যে মহাত্মা হনুমানের আগুনে একদা পরাজিত অসূরালয়-
তার প্রধানতম নিষ্পেষক তুমি হে কলঙ্ক মুকুটের সম্রাট, যখন
দ্রাঘিমা ফুটো করে চলেছে আদীমতম হিংস্রতার মুক্তাভিনয়-
তোমার মোহন্ত কোন সে করদাস সেবকের বিষ্ময়!

আলো নেই বলে আকাশে অযুত তারকা লুকিয়ে,
তবুও কখনও অমবস্যা সুস্থির থাকে না চিরকাল-
বর্ষা বেয়নটের মতো বৃষ্টি ঝরায় পাপের শহরে অদ্ভূত
তুমি কোথায় অত:পর লুকাবে লজ্জার দায়ভাগ;

একদিন একটা সময় একপাক্ষিক পূর্ণিমা তপবন ভেদ
করে, বেদের মন্ত্র ধরে বিলিন করবে তমশা; তোমার
কৌপিনে ঝলসে উঠবে মর্মর পিতবস্ত্র।

তোমার প্রায়শ্চিত্তের হাহাকারে সেদিন টুকরো টুকরো মেঘ
আসমানে এ্যাসিড বৃষ্টি হেনে সমতা আনবে এই আর্যভূমে-
আর জিঘাংসার প্রতিবিম্ব হয়ে তুমি একঠাই
প্রস্তর মূর্তি হয়ে জেগে রবে, নিরবে; ইতিহাসের পাতায়,
ঘৃণার অনুবাদে!

২৭.০২.২০২০

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

ডেইলিবাংলাদেশ বলেছেন: ভাল লাগল । শুভ কামনা রইল।

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য!

২| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক প্রতিবাদী কণ্ঠসর

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:

সময়কে ধরে রাখার চেষ্টা-
শুভকামনা রইল!

৩| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: একদিন সবাই পাপের শাস্তি পাবে।

৪| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

অরূপ চৌহান বলেছেন: পাপ কি ছেড়েছে কখনো কাউকে?না ছাড়েনি।ভাল লাগলো

৫| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য,সুশোভন লেখা।

৬| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন: বরাবরের মতো চমৎকার লেখনী।
শুভকামনা প্রিয় কবি।

৭| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৩

অধীতি বলেছেন: পাপ ছাড়েনা বাপকেও এরকম একটা গল্প পড়েছিলাম।আপনার কবিতা ভীষণ ভালোলাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.