নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
পরিবর্তিত জীবনের জন্য দূ:খবোধ নেই, শুধু
প্রত্যাবর্তিত সময়ে নিষ্কাম একপাক্ষিক বায়ূ- ভেদ
করে যাতনার মহাবিন্দু, সেখানে ক্ষোভ বলো ক্রোধ
বলো সেসব কিছু রেখেছিলাম।
নতুন বাতাসের জন্য খুলে রাখি জানালা, অথচ
পৃথিবীভরা নতুন বাতাস কারো কারো ফুসফুসে
পৌছেনা এ নম্র গ্রীষ্মকালে;
তারা দু’টি নলের আশায় দু’চোখ বুজে শুধু আত্মিক প্রমাদে অশরীরী দেখে;
আসমানে- বায়ূসরোবর ব্যাপী।
পরিবর্তিত সময়ে দূ:খবোধ নেই, যেহেতু এখনও জানালা খুলতে পারি-
তফাত করতে পারি অক্সিজেন থেকে কার্বোনডাইঅক্সাইড;
অশ্রু ফোটা রাতের মনান্তরে টুপ করে গাল বেয়ে দাড়ি ভিজিয়ে দিলে অবাক হয়ে ভাবি,
এখনও বেচে আছি-
ক্ষোভ বলো কার কাছে! তুমিই তো ক্ষতের মোহন্ত,
অবিশ্বাসের তুণে জ্বালিয়েছ স্রষ্টার পারদ;
বস্তুগত চোরাবালিতে ডুবিয়েছ কারুকার্যময় যৌবন। তবে কেন
তোমার প্রার্থণা আজও জ্ঞানজ্যোতিহীন!
প্রত্যাবর্তিত সময়ে যেমন মুছে যাবে কিছু নাম,
নীলাকাশে খেলা করবে সমুদ্রচিলের ঝাক;
নতুন বাতাসে তবু নাক ডুবিয়ে অঙ্কুরিত হবে আবারও অবিশ্বাসী অণুরূপদ্যুতি।
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
গৃহনির্বাসনে যাচ্ছে বেশ, পড়াশুনা করারও সুযোগ পাচ্ছি-
আপনার জন্য শুভকামনা- ভালো থাকুন নিরাপদে থাকুন
২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার-
আশা করি ভালো আছেন।
নিরাপদে থাকুন সবসময়, শুভকামনা রইল!
৩| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২২
শের শায়রী বলেছেন: আপনার শব্দের আভিজাত্য আমাকে সব সময়ই মুগ্ধ করে।
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১২
সোনালী ডানার চিল বলেছেন:
সালাম বড়ভাই।
অনেকদিন আপনার লেখা পড়া হয় না।
ব্লগে একটু অনিয়মিত ছিলাম। আশা করছি আবার দেখা হবে নিয়মিত।
কেমন আছেন! দোয়া করবেন-
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়
৪| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩২
নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আলি ভাই।
দোয়া করবেন।
ভালো থাকবেন, নিরাপদে সবসময়-
৫| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২
ইসিয়াক বলেছেন: প্রিয় কবি, আপনার কবিতা মানে অন্যরকমের ভালো লাগা।
শুভকামনা জানবেন।
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, শুভেচ্ছা রইল।
বেশ কিছুদিন অনিয়মিত থাকার কারণে আপনার লেখা পড়া হয়ে উঠে নি।
সব ঠিকঠাক তো!
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়-
৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:২৩
অধীতি বলেছেন: বাহ! অমায়িক
০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:২৬
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৭
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আজকে সকাল থেকে ব্লগে সময় দেওয়া শুরু করেছি। আশাকরি এখন থেকে কিছুটা সময় দিতে পারবো যদি সুস্থ থাকি।
সকালে আপনার কথা ভাবছিলাম।
কোথায় আছেন, কেমন আছেন।