নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০



ধৈর্য্যের মাপে সহ্য কি যায় কেনা
অবগুণ্ঠনে মানুষের মুখ ঢাকা
দুপুরের রোদ রাতের মতো কালো
মৃত্যুর রঙ বাতাসের বুকে আকা!

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: এখন সবখানে, আকাশে-বাতাসে, রাত্রে-দুপুরে, সকাল-সন্ধ্যায়, সবখানে মৃত্যু আর মৃত্যুর রঙ ছড়িয়ে আছে।

এমন ছোট কবিতা পোস্ট করছেন?

আপনি কিন্তু উত্তর করছেন না!!

কেমন আছেন?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

সোনালী ডানার চিল বলেছেন:
শুভমধ্যাহ্ন। আমি এবং আমার পরিবার ভালো আছি।
তবে, দীর্ঘদিন ঘরবন্দি হয়ে আছি অন্য সবার মতো। আমার বসবাসের এই দ্বীপভূমে
এখনও করোনার প্রাদূর্ভাব অতটা প্রকট হয়ে আসেনি। যদিও সমগ্র ব্রিটেন জুড়েই
বিরাজ করছে আতঙ্ক।

আপনি কেমন আছেন? কেমন চলছে আপনার দিনরাত্রি! ব্লগে খুব আসা হয় না।
তবুও দু’এক লাইন যা মনে আসে লিখছি।

আমি দূ:খিত দেরিতে উত্তর দেওয়ার জন্য।

ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়-

২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: এখনো ভাল আছি আমি আমার পরিবার।
ঘরবন্দি, মনবন্দি, নজরবন্দি।

আপনি সম্ভবত বৃটেন থাকেন!!
ব্লগার অনন্ততরকে কি আপনি জানেন?

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
সরি ব্লগে এসে উত্তর দিতে খুব দেরি হয়ে গেল।
আমি ঠিক চিনতে পারছি না।
হ্যা আমি বৃটেনে থাকি।

আপনি কেমন আছেন?

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: অন্তরতর হবে।

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:২৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:২৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: এত ছোট কেন?
তবে যেটুকুই হোক ভালো হয়েছে।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:২৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ,
এপর্যন্ত লিখেই ঘুমিয়ে পড়েছিলাম!!

ভালো থাকবেন সবসময়

৭| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্লগে কি দু্ইজন সোনালী ডানার চিল?
একজনকে আমি এড়িয়ে চলি !!

যাহোক চার লাইনের কাব্য
অসাধারন !! শুভেচ্ছা নিন
যদি সে না হন।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:২৫

সোনালী ডানার চিল বলেছেন: তাই নাকি! আমার তো জানা ছিল না!

আপনার জন্য শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.