নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র-৪

১৩ ই জুলাই, ২০২০ রাত ৩:৪৬



আমি জানিনা কেন, তবুও সূর্যাস্ত আমার সবচেয়ে প্রিয়।
প্রতি সন্ধ্যায় যখন সমুদ্র ঘেঁষে ঘরে ফিরি,
তখন অস্তগামী সূর্যটা আমাকে কিছুটা মন খারাপের গল্প শুনিয়ে টুপ করে ডুবে যায়।
আকাশে তখন মধ্যযুগীয় তৈলচিত্রটি থৈ থৈ করছে।
আমি রঙের বিতানে হাবুডুবু খেয়ে পাথরের বেদী হাতড়ে উঠে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে।
শৈশবে কখনও সমুদ্র দেখার সৌভাগ্য হয় নি বলেই হয়ত এখন সমুদ্রের প্রতিবেশী আমি!
হয়ত এভাবেই পরম করুণাময় আমাদের অজান্তেই আমাদের শূন্যতা গুলো ভরিয়ে দেন।
অথচ আমরা তা প্রায়শ অনুভব করিনা!





মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২০ ভোর ৬:১৪

ইসিয়াক বলেছেন: অসাধারণ উপলব্ধি।
সুপ্রভাত প্রিয় কবি।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবি!

২| ১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সুন্দর।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৩| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। জাপানিজ হাইকুর মত অনেকটা।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই!!

৪| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৬

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর অনুভূতিশীল লেখা ।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবসময়

৫| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

ডি মুন বলেছেন:
চমৎকার।

সূর্যাস্ত বা সন্ধ্যা হওয়ার সাথে যেন হঠাৎ করে ক্ষণিকের একটা বিষন্নতা নামে প্রকৃতিতে।
কবিতায় যাপিত জীবন ও নস্টালজিয়া পাশাপাশি বসে আছে।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৫

সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা, অনেক দিন পর আপনাকে দেখছি!

৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬

মিরোরডডল বলেছেন:



তবুও বলছেন কেনো, অবশ্যই সূর্যাস্ত প্রিয় হবে । সেইম হিয়ার, আমারও ভীষণ প্রিয় । আমিও সাগরপাড়ের মানুষ । কিছু পোষ্টে বাসার পাশের নীল সমুদ্রতটের ছবি দিয়েছিলাম । আপনার দেয়া এই ছবিটাও খুবই সুন্দর ।

লাস্ট উইকেন্ডে কান্ট্রিসাইডে গিয়েছিলাম । সেখানে নেয়া একটা সানসেট শেয়ার করলাম । যদিও এটা রাইট আফটার সেট । সূর্যটা টুপ করে নীল পাহাড়ের পেছনে ডুবে গেছে ।

বাই দা ওয়ে, সোনালী ডানার চিল, চমৎকার একটা নিক ।


০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য এবং অসম্ভব সুন্দর একটা ছবি শেয়ার করার জন্য। আমিও কান্ট্রিসাইডে বাস করি। উত্তর সাগরের কোল ঘেঁষে!

শুভকামনা রইল

৭| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

ইসিয়াক বলেছেন:



ঈদের শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক প্রিয় কবি।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৮

সোনালী ডানার চিল বলেছেন: ঈদ মুবারক কবি

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৮

অধীতি বলেছেন: সূর্যাস্ত, সূর্যদয়,মধ্যদুপুর এই তিনটা সময়ে একা থাকলে অনুভূতির দল হানা দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.