নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

২০১৪ সালের দিকে আমি এইসব লিখতাম!

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১



ভেবে নাও কিছু একটা তোমার ইচ্ছে মত, সাগর পাড়ে দারুণ সূর্যাস্ত অথবা নক্ষত্রখচিত সুমেরু আসমান; অতল মহাজীবনের একাকী আলখেল্লা- সৎকারহীন অবৈষ্ণবের গলিত শব; ভেবে নিতে পারোঃ সুতো বাঁধা শালিকের ঠোঁট, বর্ণিল ঘুড়ির মিলিত সাঁ সাঁ, নুড়ি-পাথরের এ বিরান দ্বীপে সর্বনাশা হারিকেন। তোমার ভাবনার ঘোড়া তুমি যে দিকে চাও ছুটাও, পার হও গহীন পরোক্ষ ছায়াপথ- আমি বলবো না কিছুই!
মানুষের উপর থেকে আমি তুলে নিয়েছি অভিমানের চাদর, শুধু একটা দেশলাইয়ের কাঠি জ্বেলে পুড়িয়ে দিয়েছি অনুযোগ মননশীল শেষরাতে; আমার অভিজ্ঞতায় দ্বিপদের এই প্রাণী শুধুই হৃদয়ের পোস্টারে তামা হওয়া একটি সস্তা মুদ্রা, বাড়তি ক্ষুধায় যা বৃক্ষের বাকল আর শ্বাপদের চামড়া খুঁজে হয়রান অথচ বহিরাবরণে বিয়োগব্যথায় কুঁচকে রাখে পরিব্যাপ্ত মুখোস, যা ভাবনারও অধিক। আমি তাদের একজন যারা অনুতাপের শিশিতে রেখেছে ক্ষতির ঘাম, লোকাচারের অভূত উপলব্ধি সেই রবাহূতের বাইরের জমিন।

তোমার ভাবনায় মানুষ হয়ত মানুষের মত- আমার ভাবনায় মানুষ মৃত এবং বিলুপ্ত হওয়া একটি সম্প্রদায়;
নিসর্গ তোমার পরিধিতে ডানা মেলুক, আমি খুব রুঢ় সকাশে বিক্রিত হই ব্যাবচ্ছেদের চৌকাঠে; আমার কোন অভিযোগ নেই আর।








মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর লেখা মাশাআল্লাহ

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম প্রিয় সোনালি ডানা চিল! ভালো লাগা রইলো আগের মতই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন: কৃতজ্ঞতা, মনে রাখার জন্য। আশা করি ভালো থাকা হচ্ছে!

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: আবেগ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

সাগর শরীফ বলেছেন: সুন্দর। ভাল লেগেছে।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.