নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
যার কোন শেষ নেই, তা সমাপ্তির অন্তরালে-
যেমন: বিস্ময়, তোমার আয়ূ শেষ হলেও
অগোচরে বিস্ময় প্রতিটি বৈদেহী অভিজ্ঞতায়
নিমগ্ন হতে হতে বলে উঠে, আহা! যদি এমনটি হতে পারতো!
আহ, তাই হয় নাকি!
আবারও এই পৃথিবীর সুস্থির জল, টলমল বৃক্ষের ছায়া,
আপনজনের টানটান ত্বক; বাতাসের ফিসফিসানি।
মরে গেলে তো রেখে গেলে জগৎভরা আক্ষেপ।
ভবিতব্যের ঘৃণামাখা বিষাদী শকুনচোখ।
যার কোন শেষ নেই, তা আমাদের সযত্ন মোহমায়া,
পাপের সজাগ অনুভূতির বাইরের লবনাক্ত শ্বেদ-
কড়া লিকারের বিশুষ্ক পরমায়ূ, নির্গত জেলোটিনের গাঢ় সংশোধনী।
যার প্ররোচনায় তুমি আমি নিয়ত হারাচ্ছি সংবেদন।
পরকালের কোন শেষ নেই।
প্রতিটি অভিজ্ঞানের বাইরে তার অসীম সম্রাজ্য।
ভীষণ পেনড্রাইভ হাতে তেজস্ক্রিয় পাহারাদার।
খুঁটিনাটির মচ্ছবে বেশুমার হুলুস্থুল।
মানুষের শেষ নেই। সময়, কালের গহ্বরে পাক খেয়ে নামছে অতলে।
শুধু রুপান্তরের আনুভূমিক চলাচলে পৃথিবী ক্ষুদ্র দ্রষ্টব্য হয়ে জীবিত মানুষেরে
একে একে ফেলছে সেই অন্ধকারে।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫০
শোভন শামস বলেছেন: সুন্দর কবিতা
৪| ২৫ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
জাফরুল মবীন বলেছেন:
"পরকালের কোন শেষ নেই,
প্রতিটি অভিজ্ঞানের বাইরে তার অসীম সাম্রাজ্য।"
"মানুষের শেষ নেই।সময়,কালের গহ্বরে পাক খেয়ে নামছে অতলে।"
-অসাধারণ পংক্তিমালা!
খুব সুন্দর কবিতাখানির জন্য কবিকে অভিনন্দন জানাই।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
৫| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২২
অধীতি বলেছেন: আপনার কবিতা এখন বেশি পড়তে পারিনা। ব্যস্ততার ফাঁকে নিয়মিত লিখিয়েন।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা