নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞতাপর্ব আবার!

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৫৭




প্রেমঃ
তোমার আঙুলে দুখ লাগেনি
নখে শুধু সুখ ছিল
তোমার চোখে রাত ছিল না
ভোর সকালের রোদ ছিল!

বিরহঃ
আকাশে যত বিষাদী মেঘ
কেউ ততটা কালো নয়
আমার মনের বিরহী খেদ
স্বপ্নভাঙা যাতনাময়!

আবেগঃ
দেখা হয় না, কথা হয় না
উপবাসী পুরোটা মন
ভালোবাসা ছিল যখন
আমার পাশে তুমি তখন
ভুল করেছি আবেগ চেপে
তোমায় ফেলে কাঁচটা তুলে
এখন আমি হাস্যপ্রদ
আবেগহীন ঠুনকোমন!

স্বপ্নঃ
এখনও দেখি
তখনও ছিল
রঙ শুধু পাল্টানো
আগে ছিল সবুজ গাঢ়
এখন সব উল্টানো!

অতঃপর
একজীবনে এত কিছু
এতো আলো এতো কালো
ভালোবাসা, ছোট্ট আশা
কত রঙিন সুখগুলো-
ক্ষয় হয়ে যায় সময়শেষে
কান্না-হাসির পাশ কেটে
ফুরিয়ে গেলে বলতে হয়
ভালোই ছিল ক্ষণগুলো!!


মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখনও দেখি
তখনও ছিল
রঙ শুধু পাল্টানো

.........................................................
হা ! সময়ের বির্বতনে সব কিছু পাল্টে যায় ।

২| ৩১ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর তো।

৩| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১২

অধীতি বলেছেন: আপনার কবিতা ভালো লাগে সবসময়। তবে এবার একটু ব্যাতিক্রম লাগল। আপনার গতানুগতিক কবিতাই ভালো

৪| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

৫| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো প্রিয় কবি।

৬| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৬

নেওয়াজ আলি বলেছেন: প্রেম বিরহ আবেগ স্বপ্ন তারপর বাস্তবতা

৭| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.