নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

মাঝরাতে ভালোবাসা খোঁজে বিস্মিত মানুষ-যারা!

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২১



এখন মাঝরাত পেরিয়ে গেছে। রাতের বাসে কটকটে আলোয় ফিরছি ঘরে। আমার ডানপাশের সিটে এক পূর্বইউরোপিয় তরুনী, একমনে মোবাইল টিপে চলেছে; সামনের সিটে ভারতীয় উপমহাদেশীয় এক তরুন ঠোঁট চুসছে শ্বেতাঙ্গী যুবতীর। আর একবারে পিছনে বৃদ্ধ কালো এক মাতাল বিড়বিড় করে কথা বলছে আনমনে।
আমি অপারগ হয়ে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে দেখছি এসব। আমি সময় কাটানোর ধান্ধায় খুব করে চোখ বুলিয়ে নিলাম সবার মুখের উপর। মানুষের পরিচয় আর সম্ভাব্য সব কর্মসমাচার তো মুখে লেখা থাকে না, তবে মুখের ভাজ আর আর্দ্রতা কিছুটা ধারনা এনে দেয়। যেমন এখন ভারতীয় উপমহাদেশীয় যুবকের চকচকে চোখ আমাকে কাম আর লালসার ছবি দেখাচ্ছে, যেখানে ভালোবাসা নেই; আবার চুম্বনরত যুবতীর চোখে ক্লান্তির উৎপ্রক্ষা, এখানেও ভালোবাসা নেই। আমি পাশের তরুনীটির চোখে দায়িত্ব আর ঘরে ফেরার তাড়া দেখে বৃদ্ধ মাতালকে তাক করলাম- কিন্তু হায়! এখানেও রাজ্যের বিতৃষ্ণা আর অদ্ভুত চাহনীর অপলক ঘৃণা। আমার বাস পাল্টানোর সময় হলে আমি ড্রাইভারকে ধন্যবাদ বলে গেটে পা রাখলাম, আর ভেবে নিলাম এই মাঝারাতে মানুষের ভালোবাসা হয়ত শুধু বিছানায় খেলে! কিন্তু ড্রাইভারের প্রতিউত্তরে সে দিকে তাকিয়ে বিবশ আর অস্ফূট আমার দু'চোখ ভালোবাসা খুঁজে পেল- তাহলে মানুষের হৃদয় শুধু ক্রমাগত প্রেতপুর হয়ে যায় নি!

আমার জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল। অন্য বাসের অপেক্ষায় আকাশে চোখ তুলে দেখি- ভালোবাসা থইথই করছে জোছনায়। আমি বিলম্ব না করে ছবি তুলে নিলাম!

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪৭

রাজীব নুর বলেছেন: দারুন একটা মুহুর্তের ছবি তুলে নিলেন!!

২| ১০ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৩

কবিতা ক্থ্য বলেছেন: সাধারনের মধ্যে ও অতি অসাধারন (আপনার লিখা)।
ভালো থাকবেন।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর রাতের গল্প

৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার +

৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩

কল্পদ্রুম বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

শোভন শামস বলেছেন: চমৎকার খুব সুন্দর লিখেছেন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম গদ্য কবিতা।

সখি ভালবাসা কারে কয়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.