| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সকাল মনোনীত করে সমস্ত দিনের ভাষণ
বৃষ্টি আর বাদল ফিরে গেলে যেমন রোদ্দুর জিতে যায়
তেমনি সকালে ফেরাতে হয় বিষাদ আর হেরে যাওয়ার সবটা গল্প,
অল্প হলেও তবে থেকে যায়- নীলাকাশ, সবুজ মন, শুকনো পথঘাট
মেঘের পিঠের মতো তামা, খাঁটি সতেজ ক্যাপাচিনোর ধোয়ায়
আরেকবার দেখে নেওয়া অপেক্ষার সারাদিন!
২|
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪০
রাবেয়া রাহীম বলেছেন: সন্ধ্যার অপেক্ষা থাকে সকালের দিকে চেয়ে ।
অপেক্ষারাও থাকে অপেক্ষায় !
৩|
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮
ইসিয়াক বলেছেন: তারপরেও অপেক্ষা.......
৪|
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৫|
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৪
সামিয়া বলেছেন: ভাললাগা
৬|
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৭|
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: একটি শব্দ: মেষের না মোষের হবে?
মেষের পিঠের মতো তামা, আমি বুঝতে পারিনি।
৮|
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১১
নেওয়াজ আলি বলেছেন: দারুণ কবিতা
৯|
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২১
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা।
১০|
২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
মোড়ল সাহেব বলেছেন: অসাধারণ ছিল।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:২১
কবিতা ক্থ্য বলেছেন: আরেকটু বড় হলে ভালো হইতো।